Published : 11 Jun 2025, 01:40 AM
সবুজ প্রযুক্তিনির্ভর পরিবহনের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি ও লিথিয়াম ব্যাটারি শিল্পে শুল্ক কমানোর কথা জানিয়েছে সরকার।
মঙ্গলবার সরকারের তথ্যবিবরণীতে বলা হয়, “দুটি এসআরওর মাধ্যমে ই-বাইক, লিথিয়াম বা গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কহার ক্ষেত্রবিশেষে ৬০ শতাংশ-৮০ শতাংশ কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
“এ সিদ্ধান্তের ফলে হুয়াওয়ে, টয়োটা ওয়ালটনের মত কোম্পানি অন্তত ২০০ কোটি টাকার তাৎক্ষণিক বিনিয়োগ পরিকল্পনা করছে। এর মাধ্যমে দেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার বৈদ্যুতিক গাড়ি এবং মোবাইল টাওয়ারের ব্যাটারি স্থানীয়ভাবে উৎপাদন শুরু হবে।”
সরকার ‘আশা’ করছে, “এতে দেশের জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ কমে আসা, বিদেশি মুদ্রা সংরক্ষণ ও রপ্তানিতে বৈচিত্র্য আসার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে।”
শুল্কহার কমানোর সুফল হিসেবে তথ্যবিবরণীতে বলা হয়, “দেশে ই-বাইক, লিথিয়াম আয়ন ও লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি উৎপাদনের পথ উন্মুক্ত হবে। ইজি বাইক ও রিকশায় গবেষণা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত হবে।
“দেশি শিল্পে গতি বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ উৎসাহ পাবে। রপ্তানি বিকাশেও অন্তত ১০০০ কোটি টাকার রাজস্ব লিকেজ কমানো সম্ভব হবে।”
সরকার বলছে, “পুরাতন ও রিফার্বিশড পার্টস আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও ই-বর্জ্য বৃদ্ধির যে প্রবণতা ছিল, তা বন্ধ করতে ২০২২ সালের ১২৩ নম্বর এসআরও বাতিল করা হয়েছে। এতে প্রতিবছর সরকার আনুমানিক ১০০০ কোটি টাকার রাজস্ব পুনরুদ্ধার করতে পারবে।”