Published : 02 Aug 2023, 09:38 PM
আলোচনায় থাকা চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোঃ মাহবুবুল আলম এফবিসিসিআইর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সহ সভাপতি এবং বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি মোঃ আমিন হেলালী।
সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী ৮০ সদস্যের পরিচালনা পর্ষদে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন চেম্বার গ্রুপ থেকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি যশোদা জীবন দেবনাথ।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার, মেইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এবং এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ এর সভাপতি মোঃ মুনির হোসেন।
বুধবার বিকালে এফবিসিসিআইয়ের অডিটরিয়ামে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।
এফবিসিসিআই নির্বাচন: সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন জয়ী
এফবিসিসিআইর পরবর্তী সভাপতি বেছে নিলেন সাবেকরা
টানা পঞ্চমবার চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম
এসময় এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, নির্বাচন বোর্ডের সদস্য কে. এম. এন মঞ্জুরুল হক, মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।
আগামী ১৮ অগাস্ট নতুন কমিটির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার আগামী দুই বছরের জন্য এফবিসিসিআইয়ের নির্বাচনে ৮০ পরিচালক পদে নির্বাচন হয়। এতে চেম্বার গ্রুপ থেকে ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ভোটের মাধ্যমে সমান সংখ্যক ব্যবসায়ী নেতা নির্বাচিত হন। বাকি ৩৪ পদে মনোনীতরা পরিচালক হয়েছেন।
বুধবার তাদের মধ্যে থেকে সম্ভাব্য সভাপতি হিসোবে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের টানা পাঁচবারের সভাপতি ব্যবসায়ী মাহবুব আলমকে সভাপতি হিসেবে বেছে নেন নির্বাচিত পরিচালকরা। এ ব্যবসায়ী নেতাকে আগেই সমর্থন দিয়েছিলেন সালমান এফ রহমানসহ সাবেক সভাপতিরা।
নির্বাচন শেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, “আমরা এক সঙ্গে কাজ করব। এজন্য সকলের সহযোগিতা চাই। আজকে থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবিও হবে এক। দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ব্যবসায়ী।’’
বতর্মান সভাপতি জসিম উদ্দিন যে বিজনেস সামিট আয়োজন করেছিলেন তা ২০২৪ সালেও আয়োজন করার ঘোষণা দেন তিনি বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচন শেষে বর্তমান সভাপতি জসিম উদ্দিন বলেন, সামনে জাতীয় নির্বাচন-আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এফবিসিসিআই বোর্ড একটি ফ্যামিলির মত করে চালাবে। সবাইকে আপন করে নিবে। নিজেদের মধ্যে যাতে কোন ভেদাভেদ না থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে অনেক সমস্যা সমাধান করতে পারব।