Published : 13 Apr 2025, 10:25 AM
বাংলাদেশের বাজারে ২৪৯ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ইয়ামাহা মোটরসাইকেল আনার ঘোষণা দিয়েছে পরিবেশক এসিআই মোটরস।
শুক্রবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে এফজেড ২৫ মডেলের বাইকটির প্রি-বুকিংয়ের ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসিআই বলছে, বর্তমানে ইয়ামাহার এফজেড সিরিজের চারটি মডেল রয়েছে। সবগুলোর ইঞ্জিন সক্ষমতা ১৫৫ সিসি। আর বাজারে আসতে চলা ২৫ মডেলটি ২৪৯ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন। এতে রয়েছে অয়েল কুলড বিএসসিক্স ইঞ্জিন, ৫ স্পিড গিয়ার, সাত স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, শার্প ও কমপ্যাক্ট বিআই-ফাংশনাল প্রজেকশন এলইডি হেডল্যাম্প, এলইডি টেল লাম্প, ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।
নতুন মডেলটি তিনটি রঙে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগ।
ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি, উপ ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।