Published : 11 Jan 2024, 06:13 PM
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপকে গুগল ক্লাউডের মাধ্যমে বেশ কিছু ডিজিটাল সেবা দেবে আপস্ট্রা কমিউনিকেশন লিমিটেড।
সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপস্ট্রা জানিয়েছে, বিভিন্ন বৃহৎ শিল্প গ্রুপ, গণমাধ্যম ও বেসরকারি সংস্থাকে ডিজিটাল প্রচারে সহায়তা দিয়ে আসছে আপস্ট্রা। সেবার মধ্যে রয়েছে- ডেটা বিশ্লেষণ, ডিজিটাল অবকাঠামো ও অ্যাপ্লিকেশন আধুনিকায়ন, সাইবার নিরাপত্তা জোরদার করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই যাত্রার মাধ্যমে প্রযুক্তি আত্মীকরণে মেঘনা গ্রুপ নতুন উচ্চতায় পৌঁছাতে চায়। ডিজিটাল দুনিয়ায় তাদের প্রসার ঘটাতে আপস্ট্রা গুগল ক্লাউডের নির্ভুল অবকাঠামোগুলো ব্যবহার করবে।
আপস্ট্রা কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজ আহমেদ এবং মেঘনা গ্রুপের তাইফ বিন ইউসুফ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।