Published : 20 Jul 2023, 12:13 AM
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক হতে আগ্রহী ৩৬ জন প্রার্থী সরে যাওয়ায় চেম্বার গ্রুপের সবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩ পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী থাকায় এ গ্রুপে ভোট হবে, যা তফসিল অনুযায়ী ৩১ জুলাই হওয়ার কথা রয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামছুল আলম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেষ মুহূর্তে চেম্বার গ্রুপ থেকে ছয়জন প্রার্থী এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩০ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে এখন চেম্বার গ্রুপে ২৩ জন প্রার্থী এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ৪৩ জন প্রার্থী অবশিষ্ট আছেন।
এফবিসিসিআইর পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে পরিচালক থাকেন। এর বাইরে সরকার মনোনীত ৩২ জনসহ মোট ৭৮ জন ব্যবসায়ী বর্তমান পর্ষদের নেতৃত্বে রয়েছেন।
শামসুল জানান, উভয় গ্রুপ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যবসায়ীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদর প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এর আগে বাছাইয়ে বাদ পড়ার পর আপিল করে ২৭ জন প্রার্থীতা ফিরে পেলেও শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ৩৬ জন।
এর মধ্যে চেম্বার গ্রুপে যে ২৯ জন প্রার্থী টিকে ছিলেন সেখান থেকে সরে গেছেন ছয়জন। এর ফলে এ গ্রুপের ২৩টি পদের বিপরীতে টিকে থাকা ২৩ জনের জন্য আর ভোটের প্রয়োজন হবে না।
অপরদিকে অ্যাসোসিয়েশন গ্রুপের ৭৩ জন প্রার্থীর মধ্যে শেষ মুহূর্তে ৩০ জন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামছুল। এ কারণে এ গ্রুপে ভোট হবে।
তিনি জানান, অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচন শেষে দুই গ্রুপের বিজয়ীদের নাম একসঙ্গে ঘোষণা করা হবে।
আগামী ৩১ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের ভোটার তালিকায় চেম্বার গ্রুপে ৪৬৯ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ১৯৯০ জন ব্যবসায়ী রয়েছেন।
ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের দুই বছর মেয়াদি বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল ২০২১ সালের ৯ মে।