Published : 01 Aug 2023, 11:25 AM
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩ পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪ ভোট, বি এম শোয়েব ১২৭৯, মীর নিজাম উদ্দিন আহমেদ ১২৫৭, সিরাজুল ইসলাম ১২৪৬, মো. সহিদুল হক মোল্যা ১২১৫, নিজাম উদ্দিন রাজেশ ১১৯১, মো. মুনতাকিম আশরাফ ১১৭৫, রাকিবুল আলম দীপু ৯৯২, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১, আমির হোসেন নূরানী ৮৫২, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০, তপন কুমার মজুমদার ৮৩৫, সালমা হোসেন অ্যাশ ৮৩১ এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১০৩০, খন্দকার রুহুল আমিন ৯৮৮, মো. আমিন হেলালী ৯১১, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯, আবু মোতালেব ৮৯৯, শমী কায়সার ৮৫২, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়েছেন।
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে ইতোমধ্যে মনোনীত হয়েছেন।
এর বাইরে জেলা চেম্বার গ্রুপে ২৩ জন এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেম্বার গ্রুপের ২৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন পত্র জমা পড়ায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
সে কারণে সোমবার কেবল অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদে ভোট হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন।
এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নতুন পর্ষদের পরিচালকদের ভোটে বুধবার এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি নির্বাচিত হবেন।
২০২১ সালে পদের সমান প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদের পরিচালকরা। সেই পর্ষদের মৌখিক সমর্থনেই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বর্তমান নেতৃত্ব গঠিত হয়েছিল।
আগামী দুই বছরের জন্য সম্ভাব্য সভাপতি হিসোবে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ব্যবসায়ী মাহবুব আলমকে সমর্থন দিচ্ছেন সালমান এফ রহমানসহ সাবেক সভাপতিরা।
বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ তরুণ নেতাদের একটি দল সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পৃষ্ঠপোষকতায় ছিলেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে আসে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতা মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, “আমাদেরকেও সিলেকশনের মাধ্যমে পরিচালক নির্বাচিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু আমি মীর নিজাম উদ্দিন, মুনতাকিম ও রাজেশ সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আমরা চেয়েছি কারো পছন্দে নয়, এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যদের ভোটে যাতে নেতৃত্ব নির্বাচিত হই।”
সোমবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে নির্বাচন চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট ১৯৯০ জন ভোটার থাকলেও যাচাই বাছাই শেষে ১৯৫৪ জন ভোটার চূড়ান্ত তালিকায় স্থান পান।
সেই ভোটারদের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন ১৭৪৬ জন। অর্থাৎ, ভোটের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ।