Published : 27 Feb 2025, 07:24 PM
পুনরায় দুই বছরের জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ফরাসউদ্দিন বলেন, “সৈয়দ মঞ্জুর এলাহীর পুনর্নির্বাচন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
মঞ্জুর এলাহী বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং অবৈতনিক কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন বলেও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।