Published : 15 May 2025, 09:04 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান বৃহস্পতিবার রিমান্ড চেয়ে আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান রিমান্ড শুনানির জন্য শনিবার ধার্য করেন।
এ মামলায় গ্রেপ্তার তিন আসামি হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার উপজেলার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১টার দিকে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন
ঢাবিতে চলছে ধর্মঘট, একাডেমিক ভবনে তালা
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় গ্রেপ্তার ৩
সাম্য হত্যায় 'রাজনৈতিক কারণ' আছে, ধারণা রিজভীর
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে