Published : 12 Nov 2022, 09:34 PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ দিতে হয়ে গেল চাকরি মেলা।
শনিবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এআইইউবি এর উপাচার্য কারমেন জেড লামাগনা মেলার উদ্বোধন করেন।
এতে বাংলালিংক, আইপিডিসি, ব্রাক ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, গ্রো এন এক্সেল, নগদ, বিকাশ, এসিআই, বাংলাট্র্যাক, ডাটাপাথ, ইনফো লিংক, লিংক৩, মুনসী লিমিটেডসহ মোট ৯৬টি কোম্পানি অংশ নেয়।
এআইইউবি জানিয়েছে, দিনব্যাপী মেলায় অংশ নেওয়া কোম্পানিগুলো চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করে।
কিছু প্রতিষ্ঠান বেশ কিছু শিক্ষার্থীর সাক্ষাৎকারও নিয়েছে বলে জানায় এআইইউবি।