Published : 11 Jun 2025, 09:37 PM
বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত নিবন্ধিত ইলেকট্রিশিয়ানদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে শিল্পগ্রুপ আরএফএলের বৈদ্যুতিক তার উৎপাদনকারী কোম্পানি বিজলী ক্যাবলস।
এর অংশ হিসেবে সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়া জেলার ইলেকট্রেশিয়ান মো. জাহাঙ্গীর মিয়া ও মুন্সিগঞ্জের মো. ইসমাইলের পরিবারকে অর্থ দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে প্রাণ আরএফএল গ্রুপ।
বিজলী ক্যাবলসের হেড অব মার্কেটিং রিয়াজুল করিম খান বলেন, “দেশের বিভিন্ন স্থানে বর্তমানে আমাদের কয়েক হাজার নিবন্ধিত ইলেকট্রিশিয়ান রয়েছে। তাদের পেশাগত দক্ষতা বাড়াতে আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। তাছাড়া তাদের অসুস্থতা, বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তাও দিয়ে থাকি।”
অর্থ দেওয়ার সময় কোম্পানির হেড অব সেলস শাহ আলম উপস্থিত ছিলেন।