Published : 06 Jun 2025, 05:48 PM
বাইকারদের ঈদযাত্রা ‘নিরাপদ ও নির্বিঘ্ন’ করতে ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন শুরু করেছে ইয়ামাহা বাংলাদেশ।
প্রতিবারের মত এবারও ঈদকেন্দ্রীক এ উদ্যোগের কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলছে, “এই ক্যাম্পেইনের আওতায় দেশের গুরুত্বপূর্ণ সাতটি হাইওয়ে লোকেশনে বাইকারদের জন্য থাকছে সার্ভিস সাপোর্ট, বিশ্রামের জায়গাসহ নানা সুবিধা।”
চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়ক, কালিয়াকৈর, সিরাজগঞ্জ, মাওনা, নরসিংদী, ফরিদপুর ও মাদারীপুরের শিবচরে নির্ধারিত স্থানগুলোতে ইয়ামাহাসহ সব ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সার্ভিস সাপোর্ট, ফ্রি হেলমেট ক্লিনিং সুবিধা, যাত্রাপথে বিশ্রাম ও রিফ্রেশমেন্ট (স্ন্যাকস ও এনার্জি ড্রিঙ্কস) এবং পার্টস ও লুব্রিকেন্টে ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা থাকছে।
বিজ্ঞপ্তিতে ইয়ামাহা বাংলাদেশ বলছে, “বাইকারদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্ভিস পয়েন্টগুলোতে দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পর্যাপ্ত পার্টস-লুব্রিকেন্ট প্রস্তুত রাখা হয়েছে। এ উদ্যোগ শুধু ইয়ামাহা বাইকারদের জন্য নয়, সব ব্র্যান্ডের বাইকাররাই এখান থেকে সেবা নিতে পারবেন।”
বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইয়ামাহা দীর্ঘদিন ধরেই নিরাপদ বাইকিং ও ভ্রমণ সহায়ক উদ্যোগ নিয়ে কাজ করে আসছে, ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইনকে তারই একটি অংশ বলছে কোম্পানিটি।