Published : 17 Jun 2025, 07:03 PM
বাবা দিবস উপলক্ষে বাবার ‘যত্নে’ কেনা ওষুধ, মেডিকেল টেস্ট ও হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে ‘ডিসকাউন্ট ও ক্যাশব্যাক’ দেওয়া হচ্ছে।
একইসঙ্গে বিকাশ অ্যাপ থেকে বাবার জন্য লাইফ ও হেলথ ইন্সুরেন্স প্ল্যান কেনাতেও ক্যাশব্যাক দেওয়ার কথা জানিয়েছে মোবাইলে আর্থিক সেবার এ কোম্পানি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, বাবার জন্য ওষুধ কিনতে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসিসহ দেশজুড়ে প্রায় তিন হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫ শতাংশ করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালে আগামী ৩১ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহক পাবেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালে সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
আর এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হসপিটালের নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিকাশের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।