Published : 02 Jun 2025, 09:47 PM
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানি নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ।
সোমবার আপিল বিভাগের আদেশের পর তিনি দায়িত্ব নিয়েছেন বলে নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের প্রতিনিধিরাও নগদ পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। আগেও বাংলাদেশ ব্যাংক নিযুক্ত হয়ে নগদ পরিচালনা করেছেন তারা। গত ১২ মে পর্যন্ত তারা এ দায়িত্বে ছিলেন।
“তবে মে মাসের শুরুতে নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশের পর তারা বাংলাদেশ ব্যাংকে ফিরে যান।”
তবে প্রশাসকের কার্যক্রমের ওপর দেওয়া সেই স্থগিতাদেশ সোমবার স্থগিত করেছে আপিল বিভাগ।
আরও পড়ুন-
চেম্বার আদালতের আদেশ স্থগিত, নগদে প্রশাসকের কাজ চালাতে বাধা নেই