Published : 03 Jun 2025, 08:46 PM
ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরে ব্র্যাক ব্যাংকের একটি নতুন উপশাখা চালু হয়েছে।
মঙ্গলবার ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি এএনজে হাইটসে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক ও সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ কে এম তারেক এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা এই উপশাখায় অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্র এবং আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন। তবে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এখানে দেওয়া হবে না।
প্রতিষ্ঠানটির দাবি, ১৯১টি শাখা ও ৮০টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে ‘অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক’।