Published : 30 May 2025, 12:04 AM
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (আইবিএসএল) ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে ইসলামী ব্যাংক টাওয়ারে বৃহস্পতিবার এ সভা হয়েছে বলে আইবিএসএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সভায় বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
আইবিএসএলের চেয়ারম্যান মো. আবদুস সালাম, পরিচালক মো. আবদুল জলিল, মো. ওমর ফারুক খান, মোহাম্মদ আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান সভায় উপস্থিত ছিলেন।