Published : 17 May 2025, 08:38 PM
‘গ্লোবাল রোড সেফটি উইক’ ঘিরে দেশের ৫৫ জেলায় সড়কের স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং রঙ করাসসহ সুরক্ষামূলক নানা কাজ করবে ‘ইয়ামাহা রাইডারস ক্লাব’।
শনিবার ক্লাবের সিনিয়র মিডিয়া ম্যানেজার মো. হাফিজ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে প্রতি দুই বছর পর পর জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী পালিত হয় ‘ইউএন গ্লোবাল রোড সেফটি উইক’, যাকে ঘিরে ব্যতিক্রমীভাবে কাজ করছে ইয়ামাহা রাইডারস ক্লাব। মোটরসাইকেল চালকদের এ সংগঠনটি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতামুলক কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে থাকে।
এবার ‘গ্লোবাল রোড সেফটি উইক’ ঘিরে সড়কের স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং রঙ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কে সাইন মেরামত, সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করবে রাইডারস ক্লাব।