Published : 25 May 2025, 12:55 AM
রাজধানীর তেজগাঁওয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো রেফ্রিজারেটর মেলা ২০২৫', যেখানে অংশগ্রহণ করেছে স্যামসাং ইলেকট্রনিকসও।
মেলায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নিজেদের ‘অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির’ রেফ্রিজারেটর প্রদর্শনী করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমেও এ মেলা হবে। মেলায় দর্শনার্থীরা স্যামসাংয়ের স্টলে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, উন্নত ডিজাইন ও বাড়তি সংরক্ষণ সক্ষমতাসহ সর্বশেষ প্রযুক্তির রেফ্রিজারেটর সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।
মেলায় স্যামসাংয়ের যে পাঁচটি জনপ্রিয় সিরিজ প্রদর্শন করা হয়, তার মধ্যে রয়েছে ৪৬৫ লিটারের ধারণ ক্ষমতা সম্পন্ন ‘আরটি৪৭’, যা দুটি রঙে পাওয়া যাচ্ছে।
‘আরএস ৭২’ সিরিজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার প্রত্যেকটি ৬৪৭ লিটার ধারণক্ষমতার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০৫ লিটার ধারণক্ষমতার ‘আরটি৩১ সিরিজ’, ৩৪৮ লিটারের ‘আরটি৩৫’ এবং ৪১৫ লিটারের ‘আরটি ৪ ‘ সিরিজও মেলায় স্থান পেয়েছে।
সিরিজগুলো স্টাইলিশ ব্ল্যাক, হোয়াইট-নেভি ডুয়াল ও আইনক্স, এ তিনটি রঙে পাওয়া যাচ্ছে, যার প্রতিটি রং গ্লাস ও মেটাল ফিনিশে বাজারজাত করা হয়েছে।
মেলায় ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নির্বাচিত মডেলের ওপর স্যামসাং দিচ্ছে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ক্যাশব্যাক সুবিধা’।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের রেফ্রিজারেটরগুলো বাংলাদেশের ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে। স্মার্ট ফিচার, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও স্পেশাল ডিজাইনের মাধ্যমে আমরা ক্রেতাদের প্রতিদিনের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই।
“মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমরা ক্রেতাদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি। আমাদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে আমরা তাদের জন্য একটি এক্সক্লুসিভ পণ্যের চমকপ্রদ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব।”