Published : 03 Jun 2025, 09:32 PM
নতুন মডেলের স্মার্টফোন 'জেনএক্স২' বাজারে এনেছে ওয়ালটন।
মঙ্গলবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দৃষ্টিনন্দন স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির সিনেমাটিক ডিসপ্লে। রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
ফোনটিতে আইপি৫২ প্রটেকশন থাকায় ধুলোবালি ও বৃষ্টি বা পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা মিলবে। ফোনটির বডি ফ্রেম অ্যান্টি ড্রপ ডায়মন্ড স্ট্রাকচার ও ‘উন্নতমানের হার্ডওয়্যার’ দিয়ে তৈরি।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, “এটি শক্তিশালী, টেকসই ও মজবুত হওয়ায় ব্যবহারকারীরা দীর্ঘদিন সর্বোচ্চ সুরক্ষা ও নিশ্চয়তা পাবেন। দুর্ঘটনাবশত সাধারণ উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটির ক্ষতি হবে না।
“৫২ মেগাপিক্সেল ইউএইচডি ডুয়েল প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের ১.৮ গিগা হার্জ অক্টাকোর প্রসেসর। পার্ল ব্লু ও পার্ল ব্ল্যাক এই দুই রংয়ের মোবাইল ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।”
ওয়ালটন বলছে, ফোনটির সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১।
বাংলাদেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাটসহ ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।