০৩ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মুশফিক-লিটনের দারুণ জুটির পর বাংলাদেশের ইনিংসে ধস

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০.১ ওভারে ৪৮৪/৯

18 Jun 2025, 06:36 PM

বৃষ্টির আগে-পরে দুইরকম বাংলাদেশ

দিনের শুরু থেকে বৃষ্টি পর্যন্ত একরকম আর বৃষ্টির পর বাকি সময়ে আরেকরকম- গল টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের অবস্থা ছিল এমন।

মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের ১৪৯ রানের জুটিতে দারুণভাবে এগোতে থাকলেও, শেষ দিকে হোঁচট খেয়েছে তারা।

শেষ দিকে মাত্র ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে এখন অল আউট হওয়ার খুব কাছে সফরকারীরা।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। শেষ দুই ব্যাটসম্যান হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দিনের শুরুতে ড্রেসিং রুমে ফেরেন ১৪৮ রান করা নাজমুল হোসেন শান্ত। পরে বড় জুটি গড়েন মুশফিক ও লিটন।

এরপর নামে বৃষ্টি। প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। পুনরায় শুরুর পরও ভালোভাবে এগোচ্ছিলেন দুজন। 

আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন মুশফিক। পরের ওভারে লিটনও ধরেন ড্রেসিং রুমের পথ। পরে মিলান রাত্নায়েকে নেন আরও ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৯২/৩) ১৫১ ওভারে ৪৮৪/৯ (শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, লিটন ৯০, জাকের ৮, নাঈম ১১, তাইজুল ৬, হাসান ০*, নাহিদ ০*; আসিথা ২৮-৫-৮০-৩, মিলান রত্নায়াকে ২২.৪-৬-৩৮-৩, থারিন্ডু রাত্নায়াকে ৪৯.২-৩-১৯৬-৩, জয়াসুরিয়া ৪৮-২-১৫৪-০, ডি সিলভা ৩-০-৭-০)

18 Jun 2025, 06:28 PM

নাঈমের বিদায়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস

হুট করে যেন ভয়ঙ্কর হয়ে গেলেন মিলান রাত্নায়াকে। তার বলে জাকের আলি ও তাইজুল ইসলামের পর ফিরে গেলেন নাঈম হাসান।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপারের গ্লাভসে ধরা পড়েন নাঈম। বাংলাদেশ হারায় নবম উইকেট।

১৫১ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৮৪। ক্রিজে হাসান মাহমুদের সঙ্গী নাহিদ রানা।

18 Jun 2025, 06:18 PM

তাইজুলকেও ফেরালেন মিলান

দিনের শেষ দিকে এসে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন মিলান রাত্নায়েকে। জাকের আলির পর বোল্ড হয়ে গেলেন তাইজুল ইসলাম।

১ চারে ৭ বলে ৬ রান করেন তাইজুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান হাসান মাহমুদ। নাঈম হাসান ১০ রানে অপরাজিত।

মাত্র ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৮ উইকেটে ৪৮৩ রান।

18 Jun 2025, 06:11 PM

টিকলেন না জাকের

পরপর দুটি বড় জুটি গড়া বাংলাদেশ উইকেট উইকেট হারাচ্ছে দ্রুত। শেষ বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যান জাকের আলি ফিরে গেছেন বলের লাইন মিস করে বোল্ড হয়ে।

মিলান রাত্নায়াকের স্টাম্প তাক করা ডেলিভারিতে ব‍্যাট নামাতে দেরি করার মাশুল দেন জাকের। তার প্রত‍্যাশার চেয়ে বেশি গতিতে আসা বল এলোমেলো করে দেয় স্টাম্প।

১৬ বলে ১ চারে ৮ রান করেন জাকের।

১৪৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৪৭৪। ক্রিজে নাঈম হাসানের সঙ্গী তাইজুল ইসলাম।

18 Jun 2025, 05:43 PM

৯০ রানে থামলেন লিটন

মুশফিকুর রহিমের বিদায়ের পর কোনো রান যোগ করার আগেই আরেকটি উইকেট হারাল। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে রিভার্স সুইপের চেষ্টায় কট বিহাইন্ড হয়ে গেলেন লিটন দাস।

লম্বা সময় ধরে লেগ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছেন লঙ্কান স্পিনাররা। এতে স্কোরিংয়ের সুযোগ বেশ কমে যাচ্ছে। সে কারণেই হয়তো রিভার্স সুইপ করেন লিটন। ঠিকঠাক ব‍্যাটে খেলতে পারেননি তিনি। গ্লাভস ছুঁয়ে, হাতে লেগে উঠে যায় উপরে। ছুটে এসে ক‍্যাচ নেন কুসাল মেন্ডিস।

১২৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করেন লিটন।

১৪২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৪৫৯। ক্রিজে জাকের আলির সঙ্গী নাঈম হাসান।

18 Jun 2025, 05:35 PM

মুশফিকের বিদায়ে ভাঙল জুটি

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলে 'আম্পায়ার্স কলে' বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। পুনরায় খেলা শুরুর পর সেই আম্পায়ার্স কলেই বিদায়ঘণ্টা বাঁচল অভিজ্ঞ ব্যাটসম্যানের।

আসিথা ফার্নান্দোর ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় পারেননি মুশফিক। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। 

লিটন কুমার দাসের পরামর্শে একদম শেষ মুহূর্তে রিভিউ নেন মুশফিক। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ 'আম্পায়ার্স কল।' মাঠের আম্পায়ার 'নট আউট' দিলে বেঁচে যেতেন মুশফিক।

৯ চারে ৩৫০ বলে ১৬৩ রান করেন ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান। তার বিদায়ে ভাঙে ১৪৯ রানের পঞ্চম উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ৯০ রানে খেলছেন লিটন।

বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৮ রান।

18 Jun 2025, 05:31 PM

তৃতীয় রিভিউও হারাল শ্রীলঙ্কা

উইকেটরক্ষকসহ ফিল্ডারদের প্রায় কেউ খুব একটা উৎসাহ না দেখালেও উইকেটের প্রায় মরিয়া চেষ্টাতে রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন ধানাঞ্জায়া ডি সিলভা। তৃতীয় ও শেষ রিভিউও হারিয়ে ফেলল স্বাগতিকরা।

আসিথা ফার্নান্দের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্সের চেষ্টায় সফল হননি মুশফিক। ব‍্যাটের কানা ঘেঁষে বল যায় কিপারের গ্লাভসে।

বোলারের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বিস্ময় জাগিয়ে রিভিউ নেন লঙ্কান অধিনায়ক। পরে রিপ্লেতে দেখা গেছে, একটুর জন‍্য ব‍্যাটের কানা নেয়নি বল। এতে ইনিংসের অবশিষ্ট সময় আম্পায়ারের সিদ্ধান্তকে চ‍্যালেঞ্জ জানানোর আর কোনো সুযোগ থাকল না স্বাগতিকদের।

১৪০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৫৮। ১৬৩ রানে খেলছেন মুশফিক, ৯০ রানে ব‍্যাট করছেন লিটন দাস।

18 Jun 2025, 04:37 PM

৪টা ৪৫ মিনিটে শুরু খেলা

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। অর্থাৎ প্রায় সোয়া দুই ঘণ্টা বৃষ্টিতে হারিয়ে গেছে। ফলে অন্তত ১৮ ওভার কম খেলা হবে। দ্বিতীয় দিনের বাকি সময়ে সর্বোচ্চ ৩১.৪ ওভার খেলা হতে পারে।

18 Jun 2025, 03:53 PM

বৃষ্টি থেমেছে, কাভার সরানোর প্রস্তুতি চলছে

প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর থেমেছে বৃষ্টি। কাভারের উপরের থাকা টায়ার সরিয়ে নেওয়া হচ্ছে। কাভার সরানোর পর শুরু হবে মাঠ প্রস্তুত করার কাজ।

18 Jun 2025, 03:18 PM

বৃষ্টিতে ভেসে গেল এক ঘণ্টা

টানা বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের প্রায় এক ঘণ্টা ভেসে গেল। নির্ধারিত সময়ে তাই চা বিরতি ডাকলেন আম্পায়াররা।

১৩০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। পঞ্চম উইকেট জুটির সংগ্রহ ১১৪ রান।

মুশফিকুর রহিম ১৫৯ ও লিটন কুমার দাস ৬১ রানে অপরাজিত।

18 Jun 2025, 02:16 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন মুশফিক

মিলান রাত্নায়েকের ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মুশফিকুর রহিম। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে তাতে সাড়া দিলেন না আম্পায়ার।

সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন ধানাঞ্জায়া ডি সিলভা। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ 'আম্পায়ার্স কল।' তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিপদ ঘটেনি ১৫৯ রানে থাকা মুশফিকের।

ফিল্ডাররা আবেদন করতে ব্যস্ত থাকায় বলের দিকে খেয়াল রাখেননি। সেই সুযোগে দৌড়ে ৩ রান নিয়ে নেন মুশফিক ও লিটন কুমার দাস।

এই রিভিউয়ের পরপরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। একটু পরে নামে বৃষ্টি। ১৩০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। জুটির সংগ্রহ ১১৪ রান।

মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত।

18 Jun 2025, 02:09 PM

মুশফিক-লিটনের জুটিতে একশ

আড়াইশ ছাড়ানো জুটি ভাঙার পর শ্রীলঙ্কাকে চেপে বসার সুযোগ দেননি মুশফিকুর রহিম ও লিটন দাস। সাবলীল ব‍্যাটিংয়ে দুই জনে গড়েছেন শতরানের জুটি, ১৭০ বলে।

প্রথম সেশনে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়া মিলান রাত্নায়াকে ফিরেছেন বোলিংয়ে। তার বলেই দুই রান নিয়ে জুটির রান একশয় নিয়ে যান লিটন। 

নিজের মতো করে খেলে যাচ্ছেন মুশফিক। ৩০৫ বলে নয় চারে ১৫৫ রানে ব‍্যাট করছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

দুঃসময়ের প্রহর পেরিয়ে পঞ্চাশের দেখা পাওয়া লিটন খেলছেন ৭২ বলে ৫৪ রানে। তার ব‍্যাট থেকে এসেছে এক ছক্কা ও পাঁচটি চার।

১২৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪০৯।

18 Jun 2025, 01:36 PM

দুঃসময়ের প্রহর পেরিয়ে লিটনের পঞ্চাশ

সবশেষ ১০ টেস্টে ইনিংসে কেবল ১৩০ রান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ভোগান্তি। রান যেন হারিয়ে গিয়েছিল লিটন দাসের ব‍্যাট থেকে। প্রবল চাপে থাকা স্টাইলিশ ব‍্যাটসম‍্যান পেলেন পঞ্চাশের দেখা, তিন সংস্করণ মিলিয়ে ২৬ ইনিংসের মধ‍্যে যা তার প্রথম!

থারিন্ডু রাত্নায়াকের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন লিটন। ৬৪ বলে ফিফটি করার পথে পাঁচ চারের সঙ্গে মারেন একটি ছক্কা।

১২২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪০২। ১৫৩ রানে খেলছেন মুশফিকুর রহিম। লিটন ব‍্যাট করছেন ৫০ রানে।

18 Jun 2025, 01:30 PM

মুশফিকের দেড়শ

সেঞ্চুরি পেলে সেটাকে বড় করার অভ‍্যাস ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ১২ সেঞ্চুরিতে এ নিয়ে সপ্তম পেয়েছেন দেড়শ রানের দেখা।

থারিন্ডু রাত্নায়াকের বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে দেড়শ রানে পৌঁছান মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে এনিয়ে তৃতীয়বার ১৫০ ছোঁয়া ইনিংস খেললেন তিনি।

২০১৩ সালে গলেই খেলেছিলেন ২০০ রানের ইনিংস, যা মুশফিক তো বটেই বাংলাদেশেরই টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি। পরে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে করেন আরও দুটি ডাবল সেঞ্চুরি।

২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন মুশফিক।

ওভারের শেষ বলে লিটন দাসের বাউন্ডারিতে দলের রান স্পর্শ করে চারশ।

১২০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪০০। ১৫২ রানে খেলছেন মুশফিক। লিটন ব‍্যাট করছেন ৪৯ রানে।

18 Jun 2025, 12:41 PM

আরেকটি ভালো সেশন

দিনের শুরুতে নাজমুল হোসেন শান্তকে হারালেও প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়কের উইকেট হারিয়ে ২৭ ওভারে যোগ করেছে ৯১ রান সফরকারীরা।

লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৮৩ রান। ২৭২ বলে সাত চারে ১৪১ রানে খেলছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণে কঠিন সময় কাটানো লিটন দাস ছন্দে ফেরার আভাস দিয়ে ৫৭ বলে এক ছক্কা ও চারটি চারে খেলছেন ৪৩ রানে।

এই দুইজনের জুটিতে ৭৪ রান এসেছে ১২৫ বলে।

প্রথম সেশনের শেষ কয়েক ওভারে উইকেট থেকে বেশ সহায়তা পেয়েছেন স্পিনাররা। তবে থিতু ব‍্যাটসম‍্যানদের সেগুলো খুব একটা ভাবাতে পারেনি। নতুন ব‍্যাটসম‍্যানের জন‍্য চ‍্যালেঞ্জিং হতে পারে ব‍্যাটিং।

একটি উইকেট নেওয়া শ্রীলঙ্কা হাতছাড়া করেছে চারটি সুযোগ। একবার করে রান আউট থেকে বেঁচে গেছেন লিটন ও মুশফিক। একবার করে ক‍্যাচ দিয়েও বেঁচে গেছেন তারা।

18 Jun 2025, 12:18 PM

মুশফিক-লিটন জুটির পঞ্চাশ

শ্রীলঙ্কার বোলারদের টুকটাক চ্যালেঞ্জ সামলে দারুণ ব্যাটিং করছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি।

প্রাবাথ জায়াসুরিয়ার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে সোজা ছক্কা মারেন লিটন। দুই বল পর বাউন্ডারি মারেন মুশফিক।

১১২ বলে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৩ রান। জুটির সংগ্রহ ৬৪ রান। লিটন ৩৯ ও মুশফিক ১৩৫ রানে খেলছেন।

18 Jun 2025, 12:04 PM

জীবন পেলেন লিটন

রেকর্ড গড়া জুটি ভেঙে একের পর এক সুযোগ তৈরি করছে শ্রীলঙ্কা। অল্পের জন্য বেঁচে গেছেন লিটন কুমার দাস।

থারিন্ডু রাত্নায়াকের বলে অন সাইডে খেলার চেষ্টায় মিড উইকেটে ক্যাচ তুলে দেন লিটন। কিন্তু সেটি হাতে রাখতে পারেননি পাথুম নিসানকা। ১৪ রানে বেঁচে যান লিটন।

পরের টানা তিন বলে বাউন্ডারি মেরে থারিন্ডু ও শ্রীলঙ্কার হতাশা বাড়ান লিটন।

১০৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৫৭ রান। লিটন ২৮ ও মুশফিকুর রহিম ১৩০ রানে অপরাজিত।

18 Jun 2025, 12:04 PM

একটুর জন‍্য বাঁচলেন মুশফিক

আরও একবার রান আউটের সুযোগ হাতছাড়া করল শ্রীলঙ্কা। এবার বেঁচে গেলেন মুশফিকুর রহিম।

বোলাররা তেমন একটা ভোগাতে পারছেন না ব‍্যাটসম‍্যান। উইকেট নেওয়ার সেরা উপায় যেন এখন রান আউট! সেটাও কাজে লাগাতে পারছেন না ফিল্ডাররা।

থারিন্ডু রাত্নায়াকের বল মিডঅনে পাঠিয়েই রানের জন‍্য ছুটেন লিটন দাস। সাড়া দেন মুশফিক। কিন্তু দ্রুত ছুটে গিয়ে থ্রো করেন ফিল্ডার। যেটা স্টাম্পে লাগলে ফিরে যেতে হতো ব‍্যাটসম‍্যানের।

সে সময় ১২৬ রানে ছিলেন মুশফিক। এর আগে রান আউট থেকে বাঁচেন লিটন (৮)।

পরের ওভারে বোলারের মাথার উপর দিয়ে চার মারেন মুশফিক। দ্বিতীয় দিন যেটা তার প্রথম বাউন্ডারি। স্ট্রেট ড্রাইভে ক‍্যাচের সুযোগ পেয়েছিলেন বোলার প্রবাথ জয়াসুরিয়া কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি।

১০৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৪৩।

18 Jun 2025, 11:53 AM

গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। গল টেস্টে ১১২তম রান নিয়ে তিনি টপকে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকে।

প্রায় ১২ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৩৯৬ ম্যাচে ১৫ হাজার ৪৬১ রান করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি কিপার-ব্যাটসম্যান। গল টেস্ট শুরুর আগে ৪৭২ ম্যাচে ১৫ হাজার ৩৫০ রান নিয়ে দুই নম্বরে ছিলেন মুশফিক।

এখন পর্যন্ত (১২৬ রানে থাকা অবস্থায়) প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ৪৭৩ ম্যাচে মুশফিকের সংগ্রহ ১৫ হাজার ৪৭৬ রান। 

তিন সংস্করণ মিলিয়ে কখনও বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে ১০ হাজারের বেশি রান আছে মোট ৮ জনের।

18 Jun 2025, 11:41 AM

ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়লেন মিলান রাত্নায়াকে

আক্রমণে এসে বেশিক্ষণ বোলিং করতে পারলেন না মিলান রাত্নায়াকে। দ্বিতীয় দিনে নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়লেন এই পেসার।

বাকি দুটি বল শেষ করেন স্পিনার থারিন্ডু রাত্নায়াকে।

অভিষিক্ত স্পিনারের প্রথম বলেই দুই ব‍্যাটসম‍্যানের ভুল বোঝাবুঝিতে তৈরি হয়েছিল সুযোগ। সেটি কাজে লাগাতে পারেনি শ্রীলঙ্কা।

থারিন্ডুর ডেলিভারি অফে খেলার পর বল দেখছিলেন মুশফিকুর রহিম। আরেক প্রান্তে রানের জন‍্য দৌড় শুরু করেন লিটন দাস। রান হবে না বুঝতে পেরে ফেরার চেষ্টা করেন তিনি।

সে সময় নন স্ট্রাইকার প্রান্ত বল থ্রো করলে রান আউট হয়ে যেতে পারতেন লিটন। কিন্তু মুশফিককে কিছুটা এগোতে দেখে ফিল্ডার থ্রো করেন কিপারের কাছে কিন্তু ততক্ষণে ফিরে আসেন ব‍্যাটসম‍্যান। অন‍্য প্রান্তে থ্রো করার জন‍্য যথেষ্ট সময় পেয়েছিলেন কিপারও, কিন্তু তিনিও দেরি করায় জায়গা মতো পৌঁছে যান লিটন। সে সময় ৮ রানে ছিলেন তিনি।

এই ওভার দিয়ে শেষ হল প্রথম ঘণ্টার খেলা। নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে এই সময়ে বাংলাদেশ যোগ করল ৩৫ রান।

১০৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩২৭। মুশফিক ১২০ ও লিটন ৮ রানে খেলছেন।

18 Jun 2025, 11:06 AM

ম্যাথিউসের দারুণ ক্যাচে শান্তর বিদায়

আসিথা ফার্নান্দোর আগের ওভারে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পরের ওভারে আর টিকতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে মিড অফে ধরা পড়লেন বাঁহাতি ব্যাটসম্যান। সামনে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নিলেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস।

১৫ চার ও ১ ছক্কায় ২৭৯ বলে ১৪৮ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। মুশফিকুর রহিম ২০৪ বলে ১১০ রানে অপরাজিত।

18 Jun 2025, 10:58 AM

রিভিউ নিয়ে বাঁচলেন শান্ত

দিনের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউ দিলেন আম্পায়ার। সাফল্যের আনন্দে ভাসলেন লঙ্কান পেসার। তবে বেশিক্ষণ টিকল না সেই খুশি। রিভিউ নিয়ে বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

লেগ স্টাম্পে পিচ করা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ঠিকঠাক পারেননি শান্ত। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন শান্ত।

রিপ্লেতে দেখা যায়, প্যাডে যাওয়ার আগে শান্তর ব্যাটের কানা ছুঁয়েছে বল। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। পরে দেখা যায়, বলের 'পিচিং'ও ছিল লেগ স্টাম্পের বাইরে। তাই ব্যাটে না লাগলেও 'নট আউট' থাকতেন শান্ত।

৯৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩০৪ রান। জুটির সংগ্রহ ২৫৯ রান।

শান্ত ২৭৪ বলে ১৪৫ ও মুশফিকুর রহিম ২০২ বলে ১১০ রানে অপরাজিত।

18 Jun 2025, 10:48 AM

শান্ত-মুশফিকের জুটিতে আড়াইশ

পেস ও স্পিনের মিশেলে দিন শুরু করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। তবে ব‍্যাটসম‍্যানের একদমই ভাবাতে পারছেন না তারা। সাবলীল ব‍্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

দিনের তৃতীয় ওভারে নিজেদের জুটি আড়াইশ রানে নিয়ে গেছেন দুই ব‍্যাটসম‍্যান, ৩৫৬ বলে।

ওভারের শেষ বলে আসিথা ফার্নান্দোকে বাউন্ডারি মেরে দলের রান তিনশয় নিয়ে গেছেন শান্ত।

৯৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩০১। ১৪১ রানে খেলছেন শান্ত, মুশফিকের রান ১০৯।

18 Jun 2025, 10:02 AM

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে দারুণ দিন

পেস বোলাররা সুইং পাচ্ছিলেন, স্পিনারদের জন‍্যও বেশ সুবিধা ছিল। রান করার পথ মনে হচ্ছিল কঠিন। এর মধ‍্যেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করে বড় সংগ্রহের পথে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন রাঙিয়েছে বাংলাদেশ। 

প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯২। 

২৬০ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৬ রানে ব‍্যাট করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের এটি ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে ও শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয়। 

নিজের ৯৭তম টেস্টে ১৮৬ বলে পাঁচ চারে ১০৫ রানে ব‍্যাট করছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সফলতম ব‍্যাটসম‍্যানের এটি দ্বাদশ সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ, শ্রীলঙ্কায় দ্বিতীয়। 

চতুর্থ উইকেটে তাদের বন্ধন ৪৪৩ বলে ২৪৭ রানের। টেস্টে এটাই শান্ত ও মুশফিকের প্রথম তিন অঙ্কের জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। 

চতুর্থ উইকেটে সব মিলিয়ে এরচেয়ে বড় জুটি বাংলাদেশের আছে কেবল একটি। ২০১৮ সালে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হকের সঙ্গে মুশফিক গড়েছিলেন ২৬৬ রানের জুটি।

গলে চতুর্থ জুটিতে সর্বোচ্চ ২৫৯, গত ফেব্রুয়ারিতে করেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও অ‍্যালেক্স কেয়ারি। এই মাঠে কোনো জুটিতে সর্বোচ্চ ২৮১।   

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; আসিথা ১৪-২-৫১-১, মিলান রত্নায়াকে ১২-৩-১৯-০, থারিন্ডু রাত্নায়াকে ৩২-৩-১২৪-২, জয়াসুরিয়া ২৯-০-৮৬-০, ডি সিলভা ৩-০-৭-০)