Published : 20 May 2025, 04:28 PM
নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ ‘এ’ দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার শুরু ম্যাচটি দর্শকেরা দেখা পারবেন টিকেট ছাড়াই।
বিসিবি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচের চার দিনই দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত। তবে সব গ্যালারিতে প্রবেশাধিকার থাকছে না তাদের। শুধু ৫ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন খেলা দেখতে আগ্রহী দর্শকেরা।
তবে মাঠে আসা দর্শকদের জন্য কিছু নিদের্শনা দিয়েছে বিসিবি। সেই শর্তাবলী অনুসরণ করতে হবে সবাইকে।
নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথম আনঅফিসিয়াল টেস্টে সিলেটে নাটকীয় ব্যাটিং ধসে হেরে গেছে বাংলাদেশ ‘এ।’ লাল বলের সিরিজের আগে অবশ্য একদিনের ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছেন সোহানরা।