আইপিএল
Published : 20 May 2025, 12:45 AM
বাঁচা-মরার লড়াইয়ে দুইশ ছাড়ানো পুঁজি গড়লেও বোলিংয়ে লড়াই জমাতেই পারল না লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে আইপিএলের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল রিশাভ পান্তের নেতৃত্বাধীন দলটির।
লাক্ষ্ণৌতে সোমবার হায়দরাবাদের জয় ৬ উইকেটে। ২০৬ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা।
১২ ম্যাচের সাতটিতে হেরে, চলতি আসরে পঞ্চম দল হিসেবে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিল লাক্ষ্ণৌ। এই ধাপে এখনও তাদের ম্যাচ বাকি দুটি।
এই নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে প্রাথমিক পর্বে থেমে গেল লাক্ষ্ণৌর পথচলা।
আগেই প্লে-অফে খেলা নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। লাক্ষ্ণৌর বিদায়ের পর শেষ চারের বাকি একটি জায়গার লড়াইয়ে রইল দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। স্থগিত হওয়া আসর পুনরায় শুরুর পর দিল্লির হয়ে খেলতে গেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি। প্রাথমিক পর্বে দুই দলেরই ম্যাচ বাকি আছে দুটি করে।
আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া হায়দরাবাদ পেল ১২ ম্যাচে চতুর্থ জয়। রান তাড়ায় ৬ ছক্কা ও ৪ চারে ২০ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা দলটির ওপেনার আভিশেক শার্মা।
এর আগে দুই ওপেনার মিচেল মার্শ (৩৯ বলে ৬৫) ও এইডেন মার্করামের (৩৮ বলে ৬১) পঞ্চাশোর্ধ ইনিংস আর নিকোলাস পুরানের ২৬ বলে ৪৫ রানের সুবাদে ২০৫ রানের পুঁজি পায় লাক্ষ্ণৌ।
আসরজুড়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া পান্ত এ দিনও জ্বলে উঠতে পারেননি ব্যাট হাতে, ৬ বলে করেন ৭ রান।
গত নভেম্বরের নিলামে ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নেয় লাক্ষ্ণৌ। আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তিনি। পরে বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যানকে দেওয়া হয় দলের অধিনায়কত্ব। কিন্তু ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
আসরে ১২ ম্যাচের ১১ ইনিংসে ব্যাটিং করে পান্ত করতে পেরেছেন কেবল ১৩৫ রান। ফিফটি স্রেফ একটি। গড় ১২.২৭ আর স্ট্রাইক রেট ১০০। তার মানের ব্যাটসম্যানের জন্য যা বিব্রতকর।