সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ২০৫/৫
সংযুক্ত আরব আমিরাত: ১৯.৫ ওভারে ২০৬/৮
20 May 2025, 01:12 AM
বাংলাদেশের অভাবনীয় হার
দারুণভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ শেষ পর্যন্ত বিস্ময়করভাবে হেরে গেল। শেষ ১১ ওভারে ২৯ রানের সমীকরণ মিলিয়ে ফেল সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারাল তারা। সেটাও ২০৫ রান তাড়া করে। বাংলাদেশ এই প্রথম দুইশ রানের লক্ষ্য দিয়ে হারল কোনো ম্যাচে।
বাংলাদেশের দিক হারানোর শুরু আগের ওভারে। শরিফুল ইসলামের পঞ্চম বলে ছক্কা মেরে দেন হায়দার আলি। পরের বলে অনায়াসে রান আউট হতে পারতেন তিনি। কিন্তু শরিফুল থ্রো রাখতে পারেননি স্টাম্পে, উল্টো হয়ে যায় বাউন্ডারি!
শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান।
তানজিম হাসান শুরু করেন ওয়াইড দিয়ে। হায়দার সিঙ্গেল নেওয়ার পর ফুলটসে ধ্রুভ পারাশারের ব্যাটে ছক্কা হজম করেন তরুণ পেসার।
৪ বলে তখন স্বাগতিকদের প্রয়োজন ৪ রান। পরাশারকে বোল্ড করে আশা জাগান তানজিম। পরের বলে নতুন ব্যাটসম্যান মাতিউল্লাহ নেন সিঙ্গেল।
তানজিমের বিমারে সমীকরণ আরও সহজ হয়ে যায় আরব আমিরাতের। পরের বলে দুই রান নিয়ে দলকে অভাবনীয় জয় এনে দেন হায়দার। ঠিক সময়ে তাওহিদ হৃদয় থ্রো করলে টাই করার সুযোগ হয়তো পেতে পারত বাংলাদেশ।
বাংলাদেশের ২ উইকেটের হারে ৩ মাচের সিরিজে ফিরল ১-১ সমতা। আগামী শনিবার হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ২০৫/৫ (তানজিদ ৫৯, লিটন ৪০, শান্ত ২৭, হৃদয় ৪৫, জাকের ১৮, শামীম ৬* রিশাদ ২*; মাতিউল্লাহ ২-০-৩০-০, হায়দার ৪-০-৩১-০, পারাশার ৪-০-৪০-০, জাওয়াদউল্লাহ ৪-০-৪৫-৩, সাঘির ৪-০-৩৬-২, ওয়াসিম ২-০-২২-০)
সংযুক্ত আরব আমিরাত: ১৯.৫ ওভারে ২০৬/৮ (জোহাইব ৩৮, ওয়াসিম ৮২, চোপড়া ২, আসিফ ১৯, শারাফু ১৩, সাঘির ৮, আরিয়ানশ ৭, পারাশার ১১, হায়দার ১৫*, মাতিউল্লাহ ১*; শরিফুল ৪-০-৩৪-২, তানভির ৪-০-৩৭-১, তানজিম ৩.৫-০-৫৫-১, নাহিদ ৪-০-৫০-২, রিশাদ ৪-০-২৮-২)
20 May 2025, 12:56 AM
ওভারথ্রোতে জমল ম্যাচ
স্পেলের শেষটা ভালো করতে পারলেন না শরিফুল ইসলাম। প্রথম বলে উইকেট নিলেও বাকি পাঁচ বলে তিনি দিলেন ১৭ রান। তৃতীয় বলে বাউন্ডারি মারেন ধ্রুব পারাশার। এক বল পর ছক্কায় ওড়ান হায়দার আলি।
শেষ বলে হতে পারত শুধু ১ রান। কিন্তু ক্রিজের কাছ থেকে থ্রো করে স্টাম্পে লাগাতে পারেননি শরিফুল। উল্টো ওভার থ্রো থেকে বাউন্ডারি পেয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।
১৯ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান। শেষ ওভারে তাদের প্রয়োজন ১২ রান।
20 May 2025, 12:54 AM
এবার শরিফুলের আঘাত
প্রথম ম্যাচের মতোই শেষ দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের বোলাররা। টানা ৫ ওভারে উইকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ম্যাচ থেকে অনেকটা ছিটকে দিলেন তারা।
নিজের শেষ ওভারের প্রথম বলটি স্লোয়ার ডেলিভারি করেন শরিফুল ইসলাম। ক্রিজ ছেড়ে বড় শটের খোঁজে ওয়াইড লং অফে ধরা পড়েন স্বাগতিকদের শেষ স্বীকৃত ব্যাটসম্যান আলিশান শারাফু। ৯ বলে করেন ১৩ রান।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান ধ্রুব পারাশার ও হায়দার আলি। শেষ ৯ বলে তাদের প্রয়োজন ২৪ রান।
20 May 2025, 12:50 AM
ছক্কার পর নাহিদের বদলা
টানা চার ওভারে উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। নিজের কোটার শেষ ওভারে দ্বিতীয় সাফল্য পেয়েছেন নাহিদ রানা।
ওভারের প্রথম বলে গতিময় শর্ট ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে উইকেটের পেছন দিয়ে ছক্কা পেয়ে যান আরিয়ানশ শার্মা। এক বল আরেকটি শর্ট বল করে আরিয়ানশের ফিরতি ক্যাচ নেন নাহিদ।
৪ বলে ৭ রান করে ফেরেন আরিয়ানশ। ক্রিজে নতুন ব্যাটসম্যান ধ্রুব পারাশার। আলিশান শারাফু ৮ বলে ১৩ রানে অপরাজিত।
প্রথম বলে ছক্কার পর বাকি পাঁচ বলে রান দেননি নাহিদ। তবু এলোমেলো শুরুর কারণে ৪ ওভারে ২ উইকেটের জন্য তরুণ পেসারের খরচ ৫০ রান।
টি-টোয়েন্টি অভিষেকে ৫০ বা তার বেশি রান দেওয়া বাংলদেশের তৃতীয় বোলার নাহিদ। আগের দুজন ইবাদত হোসেন চৌধুরি (৫১ রানে ৩ উইকেট) ও শরিফুল ইসলাম (উইকেটশূন্য ৫০ রান)
১৭ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ৬ উইকেটে ১৭১ রান। শেষ ১২ বলে তাদের প্রয়োজন ২৯ রান।
20 May 2025, 12:42 AM
রিশাদের দ্বিতীয় উইকেট
অধিনায়কের বিদায়ের পর ধীরে ধীরে পিছিয়ে পড়ছে সংযুক্ত আরব আমিরাত। টানা তিন ওভারে তারা হারিয়েছে তিন উইকেট। নিজের কোটার শেষ ওভার করতে এসে দ্বিতীয় সাফল্য পেয়েছেন রিশাদ হোসেন।
লেগ স্পিনারের আগের বলেই দারুণ স্লগ সুইপে ছক্কা মেরেছিলেন সাঘির খান। পরের বল লং অফ দিয়ে উড়িয়ে মারেন অভিষিক্ত অলরাউন্ডার। কিন্তু পার করতে পারেননি। সীমানার ক্যাচ নেন তাওহিদ হৃদয়। ৩ বলে ৮ রান করেন সাঘির।
১৭ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ৫ উইকেটে ১৭১ রান। শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ৩৫ রান।
ক্রিজে দুই ব্যাটসম্যান আলিশান শারাফু ও আরিয়ানশ শার্মা।
৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিশাদ।
20 May 2025, 12:37 AM
নাহিদের প্রথম উইকেট
আবার পরপর দুই ওভারে উইকেট নিলো বাংলাদেশ। অভিষেকে খরুচে বোলিংয়ের পর তৃতীয় ওভারে সাফল্য পেলেন নাহিদ রানা। শর্ট বলে পুল করার চেষ্টায় ফিরতি ক্যাচ দিলেন আসিফ খান।
২ ছক্কায় ১২ বলে ১৯ রান করেন আসিফ।
ওভারের শেষ বলে আরেকটি উইকেট পেতে পারতেন নাহিদ। পয়েন্ট ও কাভারের মাঝামাঝি জায়গায় রিশাদ হোসেন, লিটন কুমার দাস ও তানজিদ হাসান মিলে ছেড়ে দেন সাঘির খানের ক্যাচ।
একটি উইকেট পেলেও ৩ ওভারে ৪৪ রান খরচ করে ফেলেছেন নাহিদ।
১৬ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। ২৪ বলে তাদের প্রয়োজন ৪৫ রান।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান আলিশান শারাফু ও সাঘির খান।
20 May 2025, 12:29 AM
ওয়াসিমকে ফেরালেন শরিফুল
নতুন স্পেলে বোলিংয়ে এসে বিপজ্জনক মোহাম্মদ ওয়াসিমকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের অনেক বাইরের স্লোয়ার ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হলেন ওয়াসিম।
সংযুক্ত আরব আমিরাতের জয়ের সম্ভাবনা দেখানো ইনিংসে ৯ চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৮২ রান করেন স্বাগতিক অধিনায়ক। ৬৪ রানে জীবন পেয়ে আরও ১৮ রান যোগ করতে পারেন তিনি।
ওয়াসিমকে আউট করা ওভারে চমৎকার বোলিংয়ে মাত্র ৩ রান দেন শরিফুল।
১৫ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৪৯ রান। জয়ের জন্য ৩০ বলে প্রয়োজন ৫৭ রান।
20 May 2025, 12:14 AM
ওয়াসিমের ক্যাচ ছাড়লেন হৃদয়
আরেকটি উইকেটের সুযোগ তৈরি করলেন রিশাদ হোসেন। কিন্তু কাজে লাগাতে পারলেন না তাওহিদ হৃদয়। ৬৪ রানে জীবন পেয়ে গেলেন বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ ওয়াসিম।
লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল লং অফ দিয়ে খেলার চেষ্টায় যথেষ্ট জোর দিতে পারেননি ওয়াসিম। সীমানা থেকে কিছুটা দৌড়ে সহজ ক্যাচ পান হৃদয়। কিন্তু হাতে জমাতে পারেননি তিনি।
১২ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। জয়ের জন্য ৪৮ বলে তাদের প্রয়োজন ৯২ রান।
ওয়াসিম ৩৩ বলে ৬৫ ও আসিফ খান ৩ বলে ২ রানে অপরাজিত।
20 May 2025, 12:10 AM
রাহুলকে ফেরালেন রিশাদ
পানি বিরতিটি যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশের জন্য। পরপর দুই ওভারে দুই উইকেট নিলো তারা। মোহাম্মদ জোহাইবের পর ফিরলেন রাহুল চোপড়া।
রিশাদ হোসেনের শর্ট বল পুল করার চেষ্টায় টাইমিং হয়নি রাহুলের। ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যাওয়া বল ফাইন লেগে সহজ ক্যাচ নিলেন নাহিদ রানা। ৪ বলে ২ রান করেন রাহুল।
১১.২ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। নতুন ব্যাটসম্যান আসিফ খান। ৩১ বলে ৬৩ রানে অপরাজিত মোহাম্মদ ওয়াসিম।
20 May 2025, 12:09 AM
জুটি ভাঙলেন তানভির
ইনিংসের মাঝপথের পানি বিরতির পর খেলা শুরুর পর প্রথম বলেই শতরানের উদ্বোধনী জুটি ভেঙে দিলেন তানভির ইসলাম। অফ স্টাম্পের বাইরের বল বড় শটের চেষ্টায় ডিপ পয়েন্টে তানজিদ হাসানের হাতে ধরা পড়লেন মোহাম্মদ জোহাইব।
৩ চারের সঙ্গে ২ ছক্কায় ৩৫ বলে ৩৯ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙল ১০৭ রানের উদ্বোধনী জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল চোপড়া। ২৯ বলে ৬২ রানে অপরাজিত মোহাম্মদ ওয়াসিম।
20 May 2025, 12:01 AM
মাঝপথে ভালো অবস্থানে আরব আমিরাত
মুহাম্মদ ওয়াসিমের ঝড়ো ফিফটিতে মাঝপথে ভালো অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
১০ ওভারে স্বাগতিকদের রান বিনা উইকেটে ১০৭ রান।
নিজেদের ইতিহাসে কেবল তৃতীয়বার টেস্টে খেলুড়ে দেশের বিপক্ষে শতরানের জুটি গড়তে পারল সংযুক্ত আরব আমিরাত। অন্য দুটি আফগানিস্তানের বিপক্ষে।
৩৩ বলে ৩৮ রানে খেলছেন মুহাম্মদ জোহাইব। অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিং করছেন ওয়াসিম। টানা দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা স্বাগতিক অধিনায়কের ২৯ বলে ৬২। এরই মধ্যে মেরেছেন চারটি ছক্কা ও সাতটি চার।
19 May 2025, 11:56 PM
২৫ বলে ওয়াসিমের পঞ্চাশ
নাহিদ রানার ফুল লেংথ ডেলিভারি বোলারের মাথার ওপর দিয়ে সপাটে খেললেন মোহাম্মদ ওয়াসিম। কয়েক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। মাত্র ২৫ বলে পঞ্চাশে পৌঁছে গেলেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক।
৬ চারের সঙ্গে ৩ ছক্কায় চলতি সিরিজে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ২২তম ফিফটি করেন ওয়াসিম। পঞ্চাশ ছুঁয়ে পরের বলে আরেকটি বাউন্ডারি মারেন তিনি।
৯ ওভারে আরব আমিরাতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯৬ রান। জয়ের জন্য বাকি ১১ ওভারে তাদের প্রয়োজন ১১০ রান।
ওয়াসিম ২৬ বলে ৫৪ ও মোহাম্মদ জোহাইব ৩০ বলে ৩৫ রানে অপরাজিত।
19 May 2025, 11:44 PM
উইকেটশূন্য পাওয়ার প্লে
প্রথম বলে এসেছিল সুযোগ, সেটি কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। সফরকারীদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে দ্রুত রান তুলছে সংযুক্ত আরব আমিরাত।
৬ ওভারে স্বাগতিকদের রান বিনা উইকেটে ৬৮। ২৩ বলে ৩০ রানে খেলছেন মুহাম্মদ জোহাইব। ১৫ বলে মুহাম্মদ ওয়াসিমের রান ৩২।
শরিফুল ইসলাম ছাড়া বাকি সব বোলারই ওভার প্রতি রান দিয়েছেন দশের বেশি।
19 May 2025, 11:33 PM
নাহিদের ভুলে যাওয়ার মতো শুরু
টি-টোয়েন্টি ক্যারিয়ারে বোলিংয়ের শুরুটা ভালো হলো না নাহিদ রানার। পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম বলটি পিচেই রাখতে পারেননি তরুণ পেসার। তার হাত ফসকে একাধিক ড্রপ করে পিচের বাইরে উইকেটরক্ষকের গ্লাভসে যায় বল।
তাই 'নো' বল ডাকেন আম্পায়ার। ফ্রি হিট বলটিও বৈধ ডেলিভারি করতে পারেননি নাহিদ। লেগ স্টাম্পের বাইরে কোমরের ওপরের উচ্চতার বল ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে দেন মোহাম্মদ জোহাইব।
পরে প্রথম বৈধ ডেলিভারিতে জোহাইব ক্যাচ দেন কাভারে। তবে ফ্রি হিট হওয়ায় সাফল্য পাননি নাহিদ। ওভারের পরের অংশে আরও রান খরচ করেন তরুণ গতি তারকা।
তৃতীয় বলে পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে দলের পঞ্চাশ পূর্ণ করেন মোহাম্মদ ওয়াসিম। পরের বল থার্ড ম্যান দিয়ে গড়িয়ে সীমানার ওপারে পাঠান সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে ওভারে ১৮ রান খরচ করেন নাহিদ।
৫ ওভারে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান। জয়ের জন্য বাকি ১৫ ওভারে তাদের প্রয়োজন আরও ১৫০ রান।
ওয়াসিম ১৩ বলে ২৫ ও জোহাইব ১৯ বলে ২৫ রানে অপরাজিত।
19 May 2025, 11:10 PM
প্রথম বলে ক্যাচ ছাড়লেন শান্ত
আগের ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে দলের সর্বোচ্চ তিনটি ক্যাচ নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবারও শুরুতেই নিতে পারতেন আরেকটি। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই শরিফুল ইসলামের বলে ক্যাচ ছেড়ে দিলেন শান্ত।
অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় মোহাম্মদ জোহাইবের ব্যাটের কানায় লাগে। প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝামাঝি জায়গায় দাঁড়ানো শান্ত লাফিয়ে উঠেও বল হাতে জমাতে পারেননি। উল্টো বাউন্ডারি পেয়ে যান জোহাইব।
19 May 2025, 10:57 PM
সপ্তমবার বাংলাদেশের দুইশ
ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা এনে দিলেন তানজিদ হাসান, করলেন ফিফটি। শেষ ঝড় মাঝে দলকে টানলেন তাওহিদ হৃদয়, শেষ ঝড় তুললেন জাকের আলি। সবার সম্মিলিতি চেষ্টায় দুইশ ছোঁয়া রানের দেখা পেল বাংলাদেশ।
৫ উইকেটে সফরকারীরা থামল ২০৫ রানে। টি-টোয়েন্টিতে এ নিয়ে সপ্তমবার দুইশ বা এর বেশি রান করল বাংলাদেশ।
৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তানজিদ। ২৪ বলে হৃদয় করেন ৪৫ রানে। ৬ বলে জাকেরের রান ১৮।
ওপেনিংয়ে ফিরে অনেকটা সময় ক্রিজে থাকলেও খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না লিটন দাস। টাইমিং করতে ভুগেন বেশিরভাগ সময়। ৪০ রান করতে বাংলাদেশ অধিনায়ক খেলেন ৩২ বল। পারভেজ হোসেনের জায়গায় সুযোগ পেয়ে নাজমুল হোসেন শান্ত ১৯ বলে করেন ২৭ রান।
৩ উইকেট নিতে ৪৫ রান খরচ করেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার মুহাম্মদ জাওয়াদউল্লাহ। অভিষিক্ত পেসার সাঘির খান ৩৬ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ২০৫/৫ (তানজিদ ৫৯, লিটন ৪০, শান্ত ২৭, হৃদয় ৪৫, জাকের ১৮, শামীম ৬* রিশাদ ২*; মাতিউল্লাহ ২-০-৩০-০, হায়দার ৪-০-৩১-০, পারাশার ৪-০-৪০-০, জাওয়াদউল্লাহ ৪-০-৪৫-৩, সাঘির ৪-০-৩৬-২, ওয়াসিম ২-০-২২-০)
19 May 2025, 10:57 PM
ঝড় তুলে ফিরলেন হৃদয়
ক্রিজে গিয়েই বোলারদের উপর চড়াও হওয়া তাওহিদ হৃদয় ফিরলেন দলকে দুইশ রানে নিয়ে। সাঘির খানের বলে ছক্কার চেষ্টায় ক্যাচ দিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
মিডল স্টাম্পে স্লটেই বল পেয়েছিলেন হৃদয়। টাইমিং করতে পারেননি তিনি। অনেক উঁচুতে ওঠে যাওয়া ক্যাচ নেন বোলার নিজেই।
২৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৫ রান করেন হৃদয়।
১৯.১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০১। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী রিশাদ হোসেন।
19 May 2025, 10:49 PM
ছক্কা-চার-ছক্কা মেরে জাকেরের বিদায়
লেগ স্টাম্পের বাইরে প্রথম বল ফাইন লেগ দিয়ে সীমানার ওপারে পাঠালেন জাকের আলি। অফ স্টাম্পের বাইরে পরের ডেলিভারি কাভার দিয়ে মারলেন বাউন্ডারি। পরের শর্ট বল আবার ছক্কায় ওড়ালেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
মোহাম্মদ জাওয়াদউল্লাহর টানা তিন বল বাউন্ডারি মেরে আর এগোতে পারলেন না জাকের। চতুর্থ বলেও বড় শটের খোঁজে মিড অফে ধরা পড়লেন তিনি। ৬ বলে ১৮ রান করে ফিরলেন ড্রেসিং রুমে।
ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মারেন শামীম হোসেন। ১৯তম ওভারে পূর্ণ হয় বাংলাদেশের দুইশ রান।
১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। ২৩ বলে ৪৫ রানে অপরাজিত তাওহিদ হৃদয়।
19 May 2025, 10:35 PM
শান্তকেও ফেরালেন জাওয়াদউল্লাহ
পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ। লিটন কুমার দাসের পর নাজমুল হোসেন শান্তকেও আউট করলেন বাঁহাতি পেসার।
অফ স্টাম্পের অনেক বাইরের স্লোয়ার ডেলিভারি অনেক দূর থেকে খেলার চেষ্টায় ব্যাটে-বলে সংযোগ ঠিকঠাক করতে পারেননি শান্ত। পয়েন্টে সহজ ক্যাচ নেন মাতিউল্লাহ খান।
একাদশে ফেরার ম্যাচে ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৭ রান করেন শান্ত। নতুন ব্যাটসম্যান জাকের আলি। তাওহিদ হৃদয় ১৭ বলে ৩২ রানে অপরাজিত।
১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান।
19 May 2025, 10:20 PM
লিটনকে ফেরালেন জাওয়াদউল্লাহ
আগের ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করা মোহাম্মদ জাওয়াদউল্লাহ এবার নিজের দ্বিতীয় ওভারে পেলেন সাফল্য। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় মিড উইকেটে ক্যাচ তুলে দিলেন লিটন কুমার দাস।
৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪০ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ১১ বলে ২২ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৮ রান।
19 May 2025, 10:01 PM
শান্তর ছক্কায় বাংলাদেশের একশ
ধ্রুব পারাশারের সাদামাটা ফুল টস ডেলিভারি পেয়ে কোনো ভুল করলেন না নাজমুল হোসেন শান্ত। লং অনের ওপর দিয়ে ওড়ালেন ছক্কায়। পূর্ণ হয়ে গেল বাংলাদেশের একশ রান। ওভারের বাকি পাঁচ বলে আরও ১০ রান নেন শান্ত ও লিটন কুমার দাস।
১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১০ রান। লিটন ২৭ বলে ৩৫ ও শান্ত ৬ বলে ১১ রানে অপরাজিত।
19 May 2025, 09:51 PM
পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন তানজিদ
বিস্ফোরক ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর এগোতে পারলেন না তানজিদ হাসান। অভিষিক্ত পেসার সাঘির খানকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় তিনি ধরা পড়লেন সীমানায়।
সাঘিরের শর্ট বলে পুল করেছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ধরা পড়েন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে, মাতিউল্লাহর হাতে। ভাঙে ৫৫ বল স্থায়ী ৯০ রানের জুটি।
৩৩ বলে তিন ছক্কা ও আট চারে ৫৯ রান করেন তানজিদ।
৯.১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৯০। ক্রিজে অধিনায়ক লিটন দাসের সঙ্গী সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
19 May 2025, 09:35 PM
২৫ বলে তানজিদের ফিফটি
ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলে ছক্কা মারলেন তানজিদ হাসান। পরের দুই বল গড়িয়ে পাঠালেন সীমানায়। প্রথম ওভারে এমন ঝড়ো শুরুর পর আর থামেননি বাঁহাতি ওপেনার। মাত্র ২৫ বলে করলেন ফিফটি।
পাওয়ার প্লের শেষ ওভারে হায়দার আলির ফুল টস ছক্কায় উড়িয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেন ২৪ বছর বয়সী ওপেনার। মাইলফলক ছুঁতে ৭ চারের সঙ্গে মোট ৩টি ছক্কা মারেন তানজিদ।
৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। তানজিদ ২৬ বলে ৫২ ও লিটন কুমার দাস ১০ বলে ১২ রানে অপরাজিত।
19 May 2025, 09:31 PM
২৯ বলে জুটির পঞ্চাশ
পারভেজ হোসেন অভাব বুঝতেই দিচ্ছেন না তানজিদ হাসান। বিস্ফোরক ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
পঞ্চম ওভারে প্রথমবার আক্রমণে আসেন আগের ম্যাচে আঁটসাঁট বোলিংয়ে ৪ উইকেট নেওয়া মুহাম্মদ জাওয়াদউল্লাহ। তার ওভারে দুই চার ও এক ছক্কায় তানজিদ নেন ১৫ রান।
তার দ্বিতীয় চারে দল ও জুটির রান স্পর্শ করে পঞ্চাশ, ২৯ বলে।
৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৪।
19 May 2025, 09:20 PM
জীবন পেলেন লিটন
তিন বলের মধ্যে দুটি বাউন্ডারি মারার পর ফ্লিক করে আরেকটি চারের আশায় ছিলেন লিটন দাস। কিন্তু ধ্রুভ পারাশারের ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি বাংলাদেশ। সহজ ক্যাচ যায় ফাইন লেগে।
সহজ ক্যাচ মুঠোয় নিতে পারেননি ফিল্ডার মুহাম্মদ জাওয়াদউল্লাহ। নষ্ট হয় দ্রুত এগোনো উদ্বোধনী জুটি ভাঙার আশা। সে সময় ১০ রানে ছিলেন লিটন।
৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩৬।
19 May 2025, 09:14 PM
সতর্কতার জন্য একাদশে নেই পারভেজ
ছক্কার রেকর্ড গড়ে সেঞ্চুরির পরও পারভেজ হোসেনের একাদশে না থাকাটা চমক হয়েই এসেছিল। ম্যাচ শুরুর পর বিসিবি জানিয়েছে, সতর্কতার জন্য দ্বিতীয় ম্যাচে খেলানো হয়নি তরুণ বাঁহাতি ওপেনারকে।
প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পথে কুঁচকিতে সমস্যা অনুভব করেন পারভেজ। সে কারণে সেদিন ফিল্ডিং করেননি তিনি, পুরোটা সময় বদলি হিসেবে ফিল্ডিং করেন নাজমুল হোসেন শান্ত। পারভেজের অনুপস্থিতিতে তিনিই খেলছেন এই ম্যাচে।
ম্যাচের আগে ফিটনেসে পরীক্ষায় উতরে গিয়েছিলেন পারভেজ। কিন্তু সতর্কতার অংশ হিসেবে তাকে খেলাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
19 May 2025, 09:08 PM
ওপেনিংয়ে তানজিদের সঙ্গী লিটন
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন একাদশে না থাকায় উদ্বোধনী জুটিতে পরিবর্তন অনিবার্য ছিল। বাঁহাতি ওপেনারের জায়গায় ওপেনিংয়ে ফিরেছেন লিটন দাস। প্রথম ম্যাচে তিনে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
মাতিউল্লাহ খানের প্রথম ওভারে ওভারের শেষ তিন বলে ছক্কার পর জোড়া চার মেরেছেন তানজিদ। বাংলাদেশ পেয়েছে প্রত্যাশিত ভালো শুরু।
১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৭।
19 May 2025, 09:03 PM
বাংলাদেশের ৯১তম টি-টোয়েন্টি ক্রিকেটার নাহিদ
গত বছরের মার্চে টেস্ট ও নভেম্বরে ওয়ানডে অভিষেক হওয়া নাহিদ রানা এবার পেলেন টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক মঞ্চের স্বাদ। এই সংস্করণে বাংলাদেশের ৯১তম ক্রিকেটার ২২ বছর বয়সী পেসার।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা গতিতারকা এখন পর্যন্ত খেলেছেন ৭ টেস্ট ও ৪ ওয়ানডে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নাহিদ খেলেছেন ১৭ ম্যাচ। ওভারপ্রতি সাড়ে ৮ রানের বেশি খরচ করে তার শিকার ১৪ উইকেট। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তরুণ পেসার।
19 May 2025, 08:35 PM
আরব আমিরাতের এক জনের অভিষেক
প্রথম ম্যাচে তিন জনের পরে দ্বিতীয়টিতেও আরও এক ক্রিকেটারের অভিষেক করাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামছেন ২৬ বছর বয়সী পেসার সাঘির খান।
এছাড়া একাদশে ফিরেছেন তরুণ উইকেটক্ষক-ব্যাটসম্যান আরিয়ানশ শার্মা। আগের ম্যাচ থেকে এবার নেই মোহাম্মদ জুহাইব ও সানচিত শার্মা।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুভ পারাশার, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, সাঘির খান।
19 May 2025, 08:32 PM
বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
প্রত্যাশিত জয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচের একাদশে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ার পারভেজ হোসেন, সহ-অধিনায়ক শেখ মেহেদি হাসান এবং দুই পেসার হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান নেই একাদশে।
এদের মধ্যে আইপিএল খেলতে ভারত চলে গেছেন মুস্তাফিজ।
তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। এরই মধ্যে ওয়ানডে ও টেস্ট খেলে ফেলা নাহিদের এটিই প্রথম টি-টোয়েন্টি।
এই সংস্করণে বাংলাদেশের ৯১তম ক্রিকেটার তরুণ পেসার।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, নাহিদ রানা।
19 May 2025, 08:26 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আরও একবার কয়েনভাগ্য থাকল না লিটন কুমার দাসের পক্ষে। টস জিতে প্রথম ম্যাচের মতো আবারও বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
আগে ব্যাটিং করায় অখুশি নন লিটন। জয়ের জন্য ১৭০ রানের বেশি করতে চান বলেছেন বাংলাদেশ অধিনায়ক। সফরকারীদের ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক।
19 May 2025, 08:10 PM
সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ
পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রত্যাশিত জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই এবার ট্রফি নিজেদের করে নেওয়ার সুযোগ তাদের সামনে।
সেই লক্ষ্যে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। খেলা শুরু রাত ৯টায়।
প্রাথমিকভাবে সিরিজটি ছিল দুই ম্যাচের। তবে পাকিস্তান সফর পিছিয়ে যাওয়ায় আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে আরেকটি ম্যাচ বাড়িয়েছে বিসিবি। একই মাঠে বুধবার হবে সেই ম্যাচ।
প্রথম ম্যাচে পারভেজের সেঞ্চুরিতে অনায়াস জয় পেলেও দলের বাকিদের ব্যাটিং ব্যর্থতা ছিল বাংলাদেশের বড় দুর্ভাবনার কারণ। এছাড়া বোলিংয়েও শুরুটা তেমন ভালো ছিল না তাদের। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় নিশ্চিত হয় জয়।
ম্যাচ জেতার পর অধিনায়ক লিটন বলেছিলেন, শেষ দিকের ব্যাটিংয়ের পাশাপাশি শারজাহর মাঠ-উইকেট বুঝে বোলিংয়ে যথেষ্ট পারদর্শিতা দেখাতে পারেননি তারা। দ্বিতীয় ম্যাচটিতে তাই এসব জায়গায় উন্নতির লক্ষ্যই থাকবে সফরকারীদের।