Published : 30 May 2025, 05:05 PM
জ্যাকব বেথেলের ক্যারিয়ারের প্রথম আইপিএলের অভিজ্ঞতা কেবল দুই ম্যাচের। তবে বিশ্বের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ হওয়া মানে তো শুধু ম্যাচ খেলা নয়, ক্রিকেটের বড় বড় সব তারকার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করে নিতে পারাও গুরুত্বপূর্ণ ব্যাপার। বেথেল যেমন ব্যাটিং নিয়ে অনেক পরামর্শ পেয়েছেন ভিরাট কোহলির কাছ থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ম্যাচ জয়ী ইনিংস খেলার পর তাই ভারতীয় ব্যাটিং গ্রেটকে কৃতিত্ব দিলেন ইংলিশ অলরাউন্ডার।
এজবাস্টনে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ছয় নম্বরে নেমে ৫৩ বলে ৮২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন বেথেল। ৮ চার ও ৫ ছক্কায় গড়া তার ইনিংসটি। ৪০০ রানের পুঁজি গড়ে ২৩৮ রানের বড় জয় তুলে নেয় ইংল্যান্ড।
ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর বোলিংয়ে একটি উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ২১ বছর বয়সী বেথেল।
এবারের আইপিএলে স্বদেশী ফিল সল্টের অসুস্থতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুটি ম্যাচ খেলেন তিনি। কোহলির সঙ্গে ওপেনিংয়ে নেমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি করে চার ও ছক্কায় ৬ বলে ১২ রানের পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেন ফিফটি, ৮ চার ও ২ ছক্কায় ৩৩ বলে করেন ৫৫।
জাতীয় দলের সিরিজের কারণে আইপিএলের প্লে-অফের আগে দেশে ফিরে আসতে হয় তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ-সেরা হওয়ার পর তরুণ এই অলরাউন্ডার বলেন, আইপিএলের অভিজ্ঞতা অনেক কাজে লেগেছে তার।
“আমার খেলার উন্নতির জন্য সেই অভিজ্ঞতা খুবই কাজে লেগেছে। আমার মনে হয়, ভারতে যাওয়ার দুই মাস আগের তুলনায় এখন আমি আরও ভালো খেলোয়াড়। নানারকম তথ্য ও ব্যাটিং নিয়ে নিজের দক্ষতা তুলে ধরায় ভিরাট কোহলি ছিলেন দুর্দান্ত।”
“আমার কেবল তাকে জিজ্ঞেস করতে হয়েছিল এবং এই ব্যাপারে (পরামর্শ দেওয়ায়) তিনি ছিলেন দুর্দান্ত। ওই টুর্নামেন্টের অংশ হওয়া ছিল বিশেষ কিছু।”
পরে বিবিসির সঙ্গে আলাপে কোহলির সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতাও তুলে ধরেন ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে তিন সংস্করণেই খেলা বেথেল।
“চুক্তিবদ্ধ হওয়ার পর আমি সবসময় আইপিএলে যেতে চেয়েছি। ছেলেদের দূর থেকে ভালো করতে দেখেছি এবং উপভোগ করেছি। ভিরাট দুর্দান্ত। খুশিমনেই তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং অ্যান্ডি ফ্লাওয়ারও একজন দুর্দান্ত কোচ।”