১০ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

অসহায় আত্মসমর্পণে সিরিজ হারল বাংলাদেশ

09 Jul 2025, 04:38 PM

আসিথার স্লোয়ারে বোল্ড তাসকিন

বেশিক্ষণ টিকতে পারলেন না তাসকিন আহমেদ। আসিথা ফার্নান্দোর স্টাম্পের ওপর করা স্লোয়ার ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হলেন ৯ নম্বরে নামা ব্যাটসম্যান। 

১ রান করা তাসকিনের বিদায়ে বড় পরাজয়ের আরেকটু কাছে পৌঁছে গেল বাংলাদেশ।

৩৬.৪ ওভারে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১৭১ রান। প্রায় অসম্ভব এক জয়ের জন্য ৮০ বলে প্রয়োজন ১১৫ রান।

জাকের আলির সঙ্গী হতে ক্রিজে তানভির ইসলাম।

09 Jul 2025, 04:37 PM

৯৯ রানে হারল বাংলাদেশ

২৮৬ রানের বড় লক্ষ্যে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারল না বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮৬ রানে গুটিয়ে গেল সফরকারীরা। তানভির ইসলামকে আউট করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

৯৯ রানের অনায়াস জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। এ নিয়ে টানা ৮টি ওয়ানডে সিরিজ জিতল তারা। 

রান তাড়ায় বাংলাদেশের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ত্রিশ ছুঁতে পেরেছেন শুধু তাওহিদ হৃদয়। ৫১ রান করতে তিনি খেলেছেন ৭৮ বল।

এছাড়া ভালো শুরু করেও পারভেজ হোসেন ২৮, মেহেদী হাসান মিরাজ ২৮ রান করে ফিরে গেলে দলের কোনো ফায়দা হয়নি। শেষ দিকে ২৭ রান করেন জাকের আলি।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুই পেসার দুশমান্থ চামিরা ও আসিথা ফার্নান্দো। পুরো ইনিংসেই পায়ের চোট নিয়ে বোলিং করেও হাসারাঙ্গার শিকার ২ উইকেট। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগের শিকারও ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫, মাদুশকা ১, কুসাল ১২৪, কামিন্দু ১৬, আসালাঙ্কা ৫৮, লিয়ানাগে ১২, ওয়েলালাগে ৬, হাসারাঙ্গা ১৮, চামিরা ১০; তাসকিন ১০-০-৫১-২, তানজিম ৬-০-৪১-২, তানভির ১০-০-৬১-১, মুস্তাফিজ ১০-০-৫২-০, মিরাজ ১০-০-৪৮-২, শামীম ৪-০-৩০-১)

বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬ (পারভেজ ২৮, তানজিদ ১৭, শান্ত ০, হৃদয় ৫১, মিরাজ ২৮, শামীম ১২, জাকের ২৭, তানজিম ৫, তাসকিন ১, তানভির ৮, মুস্তাফিজ ০*; আসিথা ৭-০-৩৩-৩, চামিরা ৮-১-৫১-৩, থিকশানা ৬-১-১৮-০, ওয়েলালাগে ৮-০-৩৩-২, হাসারাঙ্গা ৮.৪-১-৩৫-২, কামিন্দু ২-০-১৪-০)

09 Jul 2025, 04:37 PM

জাকেরকেও বোল্ড করলেন আসিথা

সঙ্গীদের হারিয়ে বেশিক্ষণ একা এগোতে পারলেন না জাকের আলি। আসিথা ফার্নান্দোর বলে বড় শট খেলতে গিয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটসম্যান। 

আসিথার এক বল আগেই ছক্কা মারেন জাকের। আবারও একই শটের পুনরাবৃত্তি করতে গিয়ে স্টাম্প এলোমেলো হতে দেখেন কিপার-ব্যাটসম্যান। ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ২৭ রান করে ফেরেন তিনি। 

ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৮২ রান।