Published : 12 Jun 2025, 07:49 PM
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আইসিসির সহযোগী দেশ নেপাল। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আগামী ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি। এই সিরিজের আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
এখন পর্যন্ত কেবল একটি ওয়ানডেতে দেখা হয়েছে এই দুই দলের। ২০২৩ সালে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ৩৩৯ রানের পুঁজি গড়ে ১০১ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।