০২ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

পারভেজের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

18 May 2025, 12:55 AM

শারজাহতে বাংলাদেশের ‘প্রথম’

পারভেজ হোসেনের প্রথম সেঞ্চুরিও যথেষ্ট মনে হচ্ছিল না। মুহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়ার দ্রুত এগোনো জুটিতে হুঙ্কার দিচ্ছিল সংযুক্ত আরব আমিরাত। পরপর দুই তাদের ফিরিয়ে দলকে কক্ষপথে ফেরান তানজিম হাসান। তবে ঝড়ো ব‍্যাটিংয়ে স্বাগতিকদের আশা বাচিয়ে রেখেছিলেন আসিফ খান। তবে মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের শেষের দারুণ বোলিংয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে লিটন দাসের দল।

শারজাহতে এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়। ১৯২ রানের লক্ষ‍্য দিয়ে স্বাগতিকদের তারা থামিয়ে দিয়েছে ১৬৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/৭ (তানজিদ ১০, পারভেজ ১০০, লিটন ১১, হৃদয় ২০, মেহেদি ২, জাকের ১৩, শামীম ৬, তানজিম ৭, তানভির ১; পারাশার ৪-০-৩২-১, মাতিউল্লাহ ৪-০-৪৬-১, হায়দার ৪-০-৩০-০, জাওয়াদউল্লাহ ৪-০-২১-৪, সানচিত ১-০-১৮-০, জুহাইব ৩-০-৩৬-১)

সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৬৪ (জোহাইব ৯, ওয়াসিম ৫৪, শারাফু ১, চোপড়া ৩৫, আসিফ ৪২, পারাশার ৩, সানচিত ৪, জুহাইব ০, হায়দার ০, মাতিউল্লাহ ০*, জাওয়াদউল্লাহ ৬; তানজিম ৪-০-২২-২, মেহেদি ৪-০-৫৫-২, হাসান ৪-০-৩৩-৩, মুস্তাফিজ ৪-০-১৭-২, তানভির ৪-০-৩০-১)

18 May 2025, 12:47 AM

অবশেষে শেখ মেহেদির উইকেট

গাণিতিকভাবে বেঁচে ছিল সংযুক্ত আরব আমিরাতের আশা। শেষ ওভারে প্রয়োজন ছিল ৩৪ রান। প্রথম বলে ছক্কার চেষ্টায় লং অনে ক‍্যাচ দিলেন হায়দার আলি। আরেকটি ক‍্যাচ নিলেন নাজমুল হোসেন। খরুচে বোলিং করা শেখ মেহেদি হাসান ম‍্যাচে পেলেন নিজের প্রথম উইকেট।

৩ বল খেলে রানের দেখা পাননি হায়দার।

পঞ্চম বলে আরেকটি ক‍্যাচ ধরার সুযোগ এসেছিল শান্তর সামনে। কিন্তু সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। হাত থেকে ফস্কে হয়ে যায় ছয়!

পরের বলে অবশ‍্য উইকেট পেয়ে যান মেহেদ। বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাপড হন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। ম‍্যাচের শেষ বলে অলআউট হয় সংযুক্ত আরব আমিরাত।

৫ বলে ৬ রান করেন জাওয়াদউল্লাহ।

২ উইকেট নিতে মেহেদি ৪ ওভারে খরচ করেন ৫৫ রান!

18 May 2025, 12:38 AM

বিপজ্জনক আসিফকে ফেরালেন হাসান

বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে থাকা আসিফ খানকে ফেরালেন হাসান মাহমুদ। তার শেষ ওভারের দ্বিতীয় বলে বড় শটের খোঁজে মিড অফে ক্যাচ দিলেন আসিফ।

৩ চার ও ৪ ছক্কায় মাত্র ২১ বলে ৪২ রান করেন আসিফ। তার বিদায়ে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেল।

পরের বৈধ ডেলিভারিতেও উইকেট পেতে পারতেন হাসান। তবে কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

নিজের শেষ ওভারে মাত্র ১ রান দেন হাসান। ৪ ওভারে ৩৩ রান খরচায় তার শিকার ৩ উইকেট।

১৯ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ ৮ উইকেটে ১৫৮ রান। শেষ ওভারে তাদের প্রয়োজন আরও ৩৪ রান।

18 May 2025, 12:33 AM

জুহাইবকে ফেরালেন মুস্তাফিজ

দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজুর রহমান পেলেন আরেকটি উইকেট। বাঁহাতি পেসারের বলে ছক্কার চেষ্টায় ডিপ এক্সট্রা কাভারে তানজিদ হাসানের হাতে ধরা পড়লেন মুহাম্মদ জুহাইব।

২ বল খেলা জুহাইব পাননি রানের দেখা।

ওভারের পঞ্চম বলে আসিফ খানের উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। কিন্তু পিছিয়ে গিয়ে মাথার উপর দিয়ে আসা কঠিন ক‍্যাচ নিতে পারেননি লিটন দাস। সে সময় ৪১ রানে ছিলেন আসিফ।

১৮ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ৭ উইকেটে ১৫৭।

18 May 2025, 12:28 AM

সানচিতকে ফেরালেন হাসান

ছক্কা ও চারে ওভারের বাজে শুরুর পর ভালোভাবে ঘুরে দাঁড়ালেন হাসান মাহমুদ। পঞ্চম বলে তিনি আউট করলেন সানচিত শার্মাকে। ওভারের শেষ চার বলে দিলেন মাত্র ১ রান।

৫ বলে ৪ রান করে ফেরেন সানচিত। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ জুহাইব। ১৬ বলে ৪০ রানে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের জয়ের আশা বাঁচিয়ে রাখা আসিফ খান। 

১৭ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। ১৮ বলে তাদের প্রয়োজন ৩৮ রান। সবশেষ ৪ ওভারে মাত্র ২৩ রান করতে পেরেছে তারা।

18 May 2025, 12:24 AM

কঠিন ক‍্যাচ ছাড়লেন হাসান

বোলারদের উপর তাণ্ডব চালানো আসিফ খান যেন ভেবেই পেলেন না কীভাবে খেলবেন! মুস্তাফিজুর রহমানের একের পর এক ডেলিভারি ব‍্যাটে খেলতে ব‍্যর্থ হলেন তিনি। ব‍্যাটের কানায় লেগে একবার বল একটুর জন‍্য গেল না জাকের আলির গ্লাভসে!

ওভারের শেষ বলে একটুর জন‍্য উইকেট পেলেন না মুস্তাফিজ। ডিপ থার্ড ম‍্যানে সানচিত শার্মার বলে ক‍্যাচ ছাড়লেন হাসান মাহমুদ।

১৬ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ৫ উইকেটে ১৪৩।

18 May 2025, 12:18 AM

শেষ ওভারে উইকেট পেলেন তানভির

নিজের শেষ ওভারে এসে উইকেটের দেখা পেলেন তানভির ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে ক‍্যাচ দিয়ে ফিরলেন ধ্রুভ পারাশার।

উইকেটে মোটেও স্বস্তিতে ছিলেন না পারাশার। সব বলেই চালিয়ে দিচ্ছিলেন তিনি। তেমনই এক শটে লং অনে ক‍্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।

৭ বলে ৩ রান করেন পারাশার।

১৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ৫ উইকেটে ১৩৯। ক্রিজে আসিফ খানের সঙ্গী সানচিত শার্মা।

18 May 2025, 12:10 AM

আবার তানজিমের আঘাত

পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে আউট করলেন তানজিম হাসান। মোহাম্মদ ওয়াসিমের পর রাহুল চোপড়াকেও ফেরালেন তরুণ পেসার। স্লোয়ার ডেলিভারিতে বড় শটের খোঁজে পয়েন্টে ধরা পড়লেন রাহুল।

৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৫ রান করেন কিপার-ব্যাটসম্যান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ধ্রুভ পারাশার। ৮ বলে ২৪ রানে অপরাজিত আসিফ খান।

১৪ ওভারে আমিরাতে সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। শেষ ৩৬ বলে তাদের প্রয়োজন ৬০ রান।

৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নেন তানজিম।

18 May 2025, 12:09 AM

ফের খরুচে শেখ মেহেদি

এলোমেলো বোলিংয়ে এক ওভারে ২৫ রান দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জন‍্য সমীকরণ সহজ করে দিলেন শেখ মেহেদি হাসান।

ওভারের শুরুতে তাকে চার মারেন আসিফ খান। শেষ তিন বলে তিনিই মারেন টানা তিন ছক্কা। হয় স্লটে বল পান তিনি, নয়তো ফুলটস।

ওভার থেকে আসে ২৫ রান। সব মিলিয়ে ৩ ওভারে শেখ মেহেদি দিলেন ৪৯ রান।

18 May 2025, 12:00 AM

ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানজিম

আক্রমণে ফিরে সাফল‍্য পেলেন তানজিম হাসান। তার গতি ও বাউন্সে চমকে গিয়ে ক‍্যাচ দিলেন মুহাম্মদ ওয়াসিম।

দ্রুত রান তোলার চেষ্টায় থাকা সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক লেগ স্টাম্পে থাকা শর্ট বলে পুলের কথা ভেবেছিলেন। কিন্তু গতি ও বাউন্সের জন‍্য একদমই জায়গা পাননি তিনি। শেষ পর্যন্ত সহজ ক‍্যাচ যায় শর্ট ফাইন লেগে, মুস্তাফিজুর রহমানের হাতে। ভাঙে ৪২ বল স্থায়ী ৬২ রানের জুটি।

৩৯ বলে দুই ছক্কা ও সাত চারে ৫৪ রান করেন ওয়াসিম।

১২ ওভারে আরব আমিরাতের রান ৩ উইকেটে ১০৬। ক্রিজে আকাশ চোপড়ার সঙ্গী আসিফ খান।

17 May 2025, 11:51 PM

৩২ বলে ওয়াসিমের পঞ্চাশ

শুরু থেকে দ্রুত রানের সন্ধানে থাকা মুহাম্মদ ওয়াসিম টি-টোয়েন্টিতে পেয়েছেন নিজের ২১তম পঞ্চাশের দেখা, ৩২ বলে।

প্রতিটা ওভারের প্রথম বলে বাউন্ডারি হজম করছেন তানভির ইসলাম। দশম ওভারেও এর ব‍্যতিক্রম নয়। তাকে চার মেরেই পঞ্চাশের কাছে পৌঁছে যান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক। পরে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন পঞ্চাশ।

১০ ওভারে স্বাগতিকদের রান ২ উইকেটে ৯৮। ৩২ বলে ৫০ রানে ব‍্যাট করছেন ওয়াসিম। ১৬ বলে ৩১ রানে খেলছেন রাহুল চোপড়া।

17 May 2025, 11:48 PM

ওয়াসিম-চোপড়ার জুটিতে পঞ্চাশ

ব‍্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের ধারহীন ব‍্যাটিংয়ে দ্রুত এগোচ্ছেন মুহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া। দুই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ২৮ বলে।

মুস্তাফিজুর রহমানের বলে চোপড়ার বাউন্ডারিতে জুটির রান পঞ্চাশে যায়।

৯ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ২ উইকেটে ৯১।

17 May 2025, 11:31 PM

পাওয়ার প্লেতে ২ উইকেট

শেখ মেহেদি হাসানের একটু খরুচে ওভার ছাড়া পাওয়ার প্লেতে মোটামুটি ভালো বোলিংই করেছে বাংলাদেশ। তুলে নিয়েছে দুটি উইকেট।

৬ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ২ উইকেটে ৫২।

স্বাগতিকদের আশা হয়ে টিকে আছেন মুহাম্মদ ওয়াসিম। ২০ বলে ৩৩ রানে ব‍্যাট করছেন অধিনায়ক। ৪ বলে ৬ রানে খেলছেন রাহুল চোপড়া।

17 May 2025, 11:27 PM

এসেই মুস্তাফিজের আঘাত

পঞ্চম ওভারে আক্রমণে এসেই সাফল‍্য পেলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন আলিশান শারাফু।

অফ স্টাম্পে বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়া ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি শারাফু। বেরিয়ে এসে কাভারের উপর দিয়ে খেলার চেষ্টায় সফল হননি তিনি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে জাকের আলির গ্লাভসে।

৩ বল খেলে ১ রান করেন শারাফু।

ওভারের শেষ বলে আরেকটি উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। মুহাম্মদ ওয়াসিমের ব‍্যাটের কানায় লেগে থার্ড ম‍্যান ফিল্ডারের একটু উপর দিয়ে চলে যায় বাউন্ডারিতে।

৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ২ উইকেটে ৪৬। ক্রিজে ওয়াসিমের সঙ্গী রাহুল চোপড়া।

17 May 2025, 11:23 PM

বোলিংয়ে এসেই হাসানের ব্রেক থ্রু

চতুর্থ ওভারে আক্রমণে এসেই বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া জুটি ভাঙলেন হাসান মাহমুদ। স্টাম্পের ওপর করা শর্ট বলে পুল করার চেষ্টায় মিড অনে ক্যাচ দিলেন মোহাম্মদ জোহাইব। অভিষেকে ৯ বলে ৯ রান করেন তিনি।

অন্য প্রান্তে মোহাম্মদ ওয়াসিম করেন ঝড়ো শুরু। দ্বিতীয় ওভারে শেখ মেহেদি হাসানের বলে ৩ চারের সঙ্গে ইনিংসের প্রথম ছক্কায় ১৯ রান পায় স্বাগতিকরা। পরের ওভারে তানজিম হাসানের বলে ২ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ওয়াসিম।

তিন ওভারে ৩৮ রান করে ফেলা আমিরাতের রানের জোয়ারে বাধ দেন হাসান। মাত্র ৩ রান খরচ করে জোহাইবের উইকেট নেন হাসান।  

৪ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান আলিশান শারাফু। ১৪ বলে ২৮ রানে অপরাজিত ওয়াসিম।

17 May 2025, 11:13 PM

খরুচে শেখ মেহেদি

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে মোটেও ভালো করতে পারলেন না শেখ মেহেদি হাসান। এক ছক্কা ও তিন চারে দিলেন ১৯ রান।

ছক্কায় তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এক বল পর মারেন চার।

চতুর্থ বলে সিঙ্গল তিনি সিঙ্গেল নিলে স্ট্রাইক পান অভিষিক্ত মুহাম্মদ জোহাইব। টানা দুটি চার মারেন এই ওপেনার।

২ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান বিনা উইকেটে ২৪।

17 May 2025, 11:00 PM

ছক্কার রেকর্ড গড়ে বাংলাদেশের ১৯১

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন পারভেজ হোসেন। দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে টি-টোয়েন্টিতে করলেন সেঞ্চুরি। গড়লেন বাংলাদেশের হয়ে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার প্রাপ্তির দিনে একটি রেকর্ড গড়ল বাংলাদেশও।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ১৯১ রান করার পথে ১৩টি ছক্কা মেরেছে বাংলাদেশ। এই সংস্করণে যা তাদের সর্বোচ্চ।

এর আগে কোনো ম‍্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল ১২টি। ২০১৮ সালে মেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষ। দুই বছর পর এর পুনরাবৃত্তি করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/৭ (তানজিদ ১০, পারভেজ ১০০, লিটন ১১, হৃদয় ২০, মেহেদি ২, জাকের ১৩, শামীম ৬, তানজিম ৭, তানভির ১; পারাশার ৪-০-৩২-১, মাতিউল্লাহ ৪-০-৪৬-১, হায়দার ৪-০-৩০-০, জাওয়াদউল্লাহ ৪-০-২১-৪, সানচিত ১-০-১৮-০, জুহাইব ৩-০-৩৬-১)

17 May 2025, 10:56 PM

সেঞ্চুরিয়ান পারভেজকে থামালেন জাওয়াদউল্লাহ

ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশকে পথ দেখালেন পারভেজ হোসেন। অন‍্য দিকে সংযুক্ত আরব আমিরাতের হয়ে লড়াই করলেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। পারভেজকে ফিরিয়ে তিনি ইনিংসে নিলেন চার উইকেট।

বাঁহাতি পেসারের বলে গায়ের জোরে ভেলতে গিয়ে লাইন মিস করেন বাঁহাতি ওপেনার। এলোমেলো হয়ে যায় স্টাম্প।  শেষ হয়  পারভেজের দারুণ ইনিংস।

৫৪ বলে নয় ছক্কা ও পাঁচ চারে পারভেজ করেন ১০০ রান।  তার বিদায়ের পর ২০তম ওভারে কেবল ৬ রান করতে পারে বাংলাদেশ। এর ৫-ই আসে ওয়াইড বাউন্ডারি থেকে।

২০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯১।

জাওয়াদউল্লাহ চমৎকার বোলিংয়ে ২১ রানে নেন ৪ উইকেট।

17 May 2025, 10:48 PM

তামিমের পর পারভেজ

দীর্ঘ অপেক্ষার পর সঙ্গী পেলেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরিয়ানের দেখা পেল বাংলাদেশ। ছক্কার রেকর্ড গড়ে সাবেক অধিনায়কের পাশে বসলেন পারভেজ হোসেন।

মাতিউল্লাহ খানের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন পারভেজ। এই পেসারের ‘নো’ বলের কল‍্যাণেই বেঁচে গিয়েছিলেন তিনি।

৫৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন পারভেজ। তামিম তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৬০ বলে, ওমানের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

৫৩ বলে ৯ ছক্কা ও পাঁচ চারে পারভেজের রান ১০০। এই ওভারেই ‘নো’ বলের জন‍্য বেঁচে যাওয়া তানজিম হাসানের রান ৭।

১৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৮৫।

17 May 2025, 10:42 PM

টিকলেন না শামীম

স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন শামীম হোসেন। দারুণ বোলিংয়ে মুহাম্মদ জাওয়াউল্লাহ পেলেন নিজের তৃতীয় উইকেট।

৫ বলে ৬ রান করে ফিরলেন শামীম।

আরেক প্রান্তে সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে পারভেজ হোসেন। ৫২ বলে ৯৯ রানে খেলছেন তিনি। ক্রিজে তার সঙ্গী তানজিম হাসান।

১৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৭৬।

17 May 2025, 10:23 PM

পারভেজের ছক্কার রেকর্ড

লেগ স্পিনার মোহাম্মদ জুহাইবের বলে স্লগ সুইপে বিশাল ছক্কা মারলেন পারভেজ হোসেন। একই সঙ্গে গড়লেন বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড।

ক্যারিয়ারের প্রথম পঞ্চাশছোঁয়া ইনিংসে পারভেজের এটি ছিল অষ্টম ছক্কা। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন রিশাদ হোসেন। এত দিন এটিই ছিল বাংলাদেশের রেকর্ড।

বিশ্ব রেকর্ড অবশ্য অনেক দূরে। গত বছর সাইপ্রাসের বিপক্ষে ৪১ বলে ১৪৪ রানের ইনিংসে ১৮টি ছক্কা মেরেছিলেন এস্তোনিয়ার সাহিল চৌহান।

17 May 2025, 10:23 PM

ছক্কার পর অক্কা জাকের

আগের বল ডিপ ব‍্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কায় ওড়ালেন জাকের আলি। পরের বল লং অন দিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টায় ফিল্ডারের হাতে ধরা পড়লেন তিনি।

লেগ স্পিনার মুহাম্মদ জুহাইবের বলে টাইমিং করতে পারেননি জাকের। তাই অনেক উঁচুতে উঠে যায় বল। সহজেই তালুবন্দি করেন সানচিত শার্মা। ভাঙে ২১ বল স্থায়ী ২৮ রানের জুটি।

জাকের এক ছক্কায় ১৪ বলে করেন ১৩ রান।

১৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৯। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী শামীম হোসেন।

17 May 2025, 10:07 PM

পাঁচে নেমে ব‍্যর্থ শেখ মেহেদি

জাকের আলি, শামীম হোসেনের আগে নেমে সুবিধা করতে পারলেন না শেখ মেহেদি হাসান। পাঁচে নেমে দ্রুত ফিরলেন বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক।

মুহাম্মদ জাওয়াদউল্লাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন শেখ মেহেদি। ৫ বলে তিনি করেন ২ রান।

১২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৬। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী জাকের।

17 May 2025, 10:03 PM

হৃদয়ের বিদায়ে ভাঙল জুটি

নতুন স্পেলে বোলিংয়ে ফিরে জুটি ভাঙলেন ধ্রুব পারাশার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট করার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দিলেন তাওহিদ হৃদয়। তার বিদায়ে ভাঙল ৩২ বলে ৫৮ রানের তৃতীয় উইকেট জুটি।

১টি করে চার-ছক্কায় ১৫ বলে ২০ রান করেন হৃদয়।

জাকের আলি ও শামীম হোসেনের আগে পাঁচ নম্বরে নামলেন সহ-অধিনায়ক শেখ মেহেদি হাসান। ৩৪ বলে ৫৭ রানে অপরাজিত পারভেজ হোসেন।

১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান।

17 May 2025, 09:56 PM

২৫ বলে জুটির পঞ্চাশ

তানজিদ হাসান ও লিটন দাসের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। দুই তরুণ পঞ্চাশ রানের জুটি গড়েছেন কেবল ২৫ বলে। বাংলাদেশ দশম ওভারে ছুঁয়েছে একশ।

প্রথম ৯ বলে ৭ রান করা হৃদয় দশম ওভারের প্রথম দুই বলে ছক্কার পর মারেন চার। জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। এক বল পর তার সিঙ্গেলে আসে দলের একশ।

তবে মূল কাজটা করেছেন পারভেজ। ক‍্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা ওপেনারই মূলত বাড়িয়েছেন রানের গতি।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৩। ১৪ বলে ২০ রানে খেলছেন হৃদয়। ৩০ বলে পারভেজের রান ৫৩।

17 May 2025, 09:48 PM

২৮ বলে পারভেজের পঞ্চাশ

অন্য প্রান্তে পরপর দুই সঙ্গীর বিদায় দেখলেও দমে যাননি পারভেজ হোসেন। শুরু থেকে ঝড় তুলে মাত্র ২৮ বলে ফিফটি করলেন বাঁহাতি ওপেনার।

আট ম্যাচের ক্যারিয়ারে এটি তার প্রথম পঞ্চাশ। আগের সেরা ছিল ৩৯ রান।

নবম ওভারে হায়দার আলির জোরের ওপর করা বলে স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি মেরে ফিফটি পূর্ণ করেন পারভেজ। এর আগের ওভারে সাঞ্চিত শার্মার বলে তিনটি ছক্কা মারেন তিনি। সব মিলিয়ে ৩ চার ও ৫ ছক্কা ফিফটি করেন পারভেজ।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। পারভেজ ২৯ বলে ৫২ ও তাওহিদ হৃদয় ৯ বলে ৭ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ২৩ বলে ৪০ রান।

17 May 2025, 09:34 PM

টিকলেন না লিটন

রানের খোঁজে থাকা লিটন দাস টিকলেন না বেশিক্ষণ। পাওয়ার প্লের শেষ ওভারে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

বাঁহাতি পেসার মুহাম্মদ জাওয়াদউল্লাহর ইয়র্কার লেংথের বল লেগে খেলতে চেয়ে সফল হননি লিটন। দেখে মনে হয়েছে ওভার দা উইকেটে করা ডেলিভারি পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন লিটন।

অধিনায়কের বিদায়ে ভাঙল ২১ বল স্থায়ী ৩৬ রানের জুটি।

এক ছক্কায় ৮ বলে ১১ রান করে ফিরলেন লিটন।

৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী তাওহিদ হৃদয়।

17 May 2025, 09:14 PM

চার-ছক্কা মেরে তানজিদের বিদায়

প্রথম ওভারে চার ও ছক্কা মেরে ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েছিলেন তানজিদ হাসান। কিন্তু পরের ওভারেই অপমৃত্যু ঘটল সেই আশার।

অভিষিক্ত মাতিউল্লাহ খানের অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকেই খেলার চেষ্টায় কট বিহাইন্ড হলেন বাঁহাতি ওপেনার। উইকেটের পেছনে বামে ঝাপিয়ে চমৎকার ক্যাচ নিলেন রাহুল চোপড়া। ১০ রানে ফিরলেন তানজিদ।

ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। ১ রানে অপরাজিত আরেক ওপেনার পারভেজ হোসেন।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান।

17 May 2025, 09:08 PM

উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া

শারজাহতে বেশিরভাগ সময় সুবিধা পান স্পিনাররা। কখনও কখনও ভিন্ন আচরণও দেখা যায়। এখানে বিশ্বকাপ ও এশিয়া কাপে সেই অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। এবার উইকেটে সবুজ ঘাসের উপস্থিতি দেখা যাচ্ছে। 

সংযুক্ত আরব আমিরাত বোলিং শুরু করেছে স্পিনার দিয়ে। দ্বিতীয় ওভারে অবশ‍্য একজন পেসারকেই এনেছেন স্বাগতিক অধিনায়ক। 

17 May 2025, 09:08 PM

স্পিন দিয়ে শুরু আমিরাতের

দুই ওপেনার বাঁহাতি, সে কারণেই হয়তো স্পিনার দিয়ে আক্রমণ শুরু করলে সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক।

ধ্রুভ পারাশারের প্রথম ওভারে চারটি ডট বল খেললেন তানজিদ হাসান। তবে তৃতীয় বলে চার ও ষষ্ঠ বলে ছক্কায় শুরুটা ভালোই করলেন তিনি।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০।

17 May 2025, 08:58 PM

আমিরাত একাদশে তিন অভিষেক

সিরিজের প্রথম ম্যাচে তিন ক্রিকেটারের অভিষেক করাল সংযুক্ত আরব আমিরাত। প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামবেন মাতিউল্লাহ খান, মোহাম্মদ জোহাইব ও হায়দার আলি।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আসিফ খান, ধ্রুভ পারাশার, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সানচিত শার্মা।

17 May 2025, 08:44 PM

রিশাদ-নাহিদকে বাইরে রেখে বাংলাদেশের একাদশ

ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে তিন দিন আটকে থাকার পর দলে যোগ দেওয়া নাহিদ রানা ও রিশাদ হোসেনকে প্রথম ম্যাচের একাদশে রাখেনি বাংলাদেশ। এছাড়া জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর।

তিন পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম হাসানের সঙ্গে স্পিন বিভাগে আছেন তানভির ইসলাম ও শেখ মেহেদি হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

17 May 2025, 08:39 PM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্বের প্রথম ম্যাচে কয়েন ভাগ্য পক্ষে পেলেন না লিটন কুমার দাস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

টস হেরেও চাওয়া পূরণ হয়েছে বাংলাদেশ অধিনায়কের। আগে ব‍্যাটিং-ই করতে চেয়েছিলেন তিনি। 

17 May 2025, 08:13 PM

আরেকটি নতুন শুরুর আশায় বাংলাদেশ

নতুন বছরে প্রথম টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে আরও একবার নতুন শুরুর আশায় বাংলাদেশ। সেই অভিযানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে তারা। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু সিরিজের প্রথম ম্যাচ। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের পূর্ণাঙ্গ মেয়াদে এটিই প্রথম টি-টোয়েন্টি। 

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সিরিজ দিয়েই দল গোছানোর প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ। সব ঠিক থাকলে চলতি বছর ১৯টি টি-টোয়েন্টি খেলবে লিটনের নেতৃত্বাধীন দল। এশিয়া কাপসহ বাড়তে পারে আরও কয়েকটি ম্যাচ। 

টি-টোয়েন্টিতে নতুন শুরুর কথা এর আগেও অনেকবার বলেছে বাংলাদেশ। নিজস্ব ব্র‍্যান্ডের টি-টোয়েন্টি খেলার বার্তা দিয়ে প্রতিবারই দেখা গেছে পুরোনো চিত্র। এবার আর নির্দিষ্ট কোনো ব্র‍্যান্ডের ক্রিকেট খেলার পক্ষে নন লিটন। বরং ম্যাচে পরিস্থিতির দাবি মেটানোর দিকেই জোর নতুন অধিনায়কের।