Published : 30 Mar 2025, 03:58 PM
গুজরাট টাইটান্সের বিপক্ষে দলের বড় হারের পর শাস্তিও পেতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। মন্থর ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে।
আইপিএল কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে বলেছে, চলতি মৌসুমে এটি তার দলের প্রথম অপরাধ হওয়ায় আইপিএলের আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
এবারের আইপিএলে এই প্রথম মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেলেন কোনো অধিনায়ক।
আহমেদাবাদে শনিবারের ম্যাচটিতে শেষ ওভার নির্ধারিত সময়সীমার মধ্যে শুরু করতে না পারায় ওই ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় মুম্বাইকে। ২০ ওভারে গুজরাট করে ১৯৬ রান। জবাবে ১৬০ রানের বেশি করতে পারেনি মুম্বাই। ম্যাচটি তারা হেরে যায় ৩৬ রানে। আসরে দুই ম্যাচে তাদের দ্বিতীয় হার এটি।
আইপিএলে মন্থর ওভার রেটের নিয়মে পরিবর্তন আনা হয় এবার। আগের নিয়ম ছিল, এক মৌসুমে তিন ম্যাচে মন্থর ওভার রেটের ঘটনা ঘটলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন অধিনায়ক। যে নিয়মের খাড়ায় এবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি পান্ডিয়া। এবার থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।