Published : 06 Jun 2025, 08:19 AM
টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান সাচিন টেন্ডুলকার ও সফলতম পেসার জেমস অ্যান্ডারসনের নাম খোদায় করা হবে ট্রফিতে। দুই দেশের এই দুই সাবেক ক্রিকেটারকে সম্মান জানিয়ে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজের নাম এখন থেকে হবে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।’
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কিংবা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, লর্ডসে আগামী বুধবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় ক্রিকেট তীর্থে উপস্থিত থেকে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ উন্মোচন করবেন অ্যান্ডারসন ও টেন্ডুলকার।
আগামী ২০ জুন হেডিংলিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।
ট্রফিটির নতুন নামকরণের সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও, ইসিবি ও বিসিসিআই হয়তো মনে করছে, উভয় দেশে একই ট্রফির জন্য খেলাটাই ভালো।
এতদিন এই দুই দলের ইংল্যান্ডে খেলা টেস্ট সিরিজকে বলা হতো ‘পাতৌদি ট্রফি’, যা ভারতের সাবেক অধিনায়ক মানসুর আলি খান পাতৌদির নামে। আর ভারতে খেলা সিরিজকে বলা হতো ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি।’ বিসিসিআইয়ের প্রতিষ্ঠাতাদের একজন অ্যান্থনি ডি মেলো ১৯৪৬-৪৭ থেকে ১৯৫০-৫১ সালের মধ্যে বোর্ডের প্রথম সচিব ও সভাপতিও ছিলেন।
গত বছরের নভেম্বরে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের নামকরণ ‘ক্রো-থর্প ট্রফি’ করা হয় দুই দেশের সাবেক দুই ক্রিকেটার মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের নামে। ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলে বোর্ডার-গাভাস্কার ট্রফি জন্য।
সেখানে এবার নতুন সংযোজন ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।’
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। বিদায়ী ম্যাচে চার উইকেট শিকার করে টেস্ট ইতিহাসের সফলতম পেসার থেমে যান ৭০৪ উইকেট নিয়ে। পরে তিনি বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন ইংল্যান্ডের কোচিং স্টাফে।
গত জানুয়ারিতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন চুক্তি করে এখনও তিনি ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন ৪২ বছর বয়সে।
অ্যান্ডারসনের চেয়ে ১০ বছরের বড় টেন্ডুলকার ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান (১৫ হাজার ৯২১), সর্বোচ্চ সেঞ্চুরি (৫১) ছাড়াও অনেক রেকর্ড ভারতীয় কিংবদন্তির।
এই দুজন একে অপরের বিপক্ষে টেস্ট খেলেছেন ১৪টি। অ্যান্ডারসনের (৯ বার) চেয়ে বেশিবার টেন্ডুলকারকে আউট করতে পারেননি আর কেউ।