Published : 27 May 2025, 12:00 AM
আইপিএলে সুরিয়াকুমার ইয়াদাভের ব্যাটে রানের জোয়ার চলছেই। পাঞ্জাব কিংসের বিপক্ষে ঝড়ো ইনিংসের পথে দুটি রেকর্ড ভেঙে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিধ্বংসী এই ব্যাটসম্যান।
জয়পুরে সোমবার ২ ছক্কা ও ৬ চারে ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী সুরিয়াকুমার।
আইপিএলের এক আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার। ভেঙে দিয়েছেন সাচিন টেন্ডুলকারের দেড় দশকের পুরোনো রেকর্ড; ২০১০ আসরে ১৫ ইনিংসে ৬১৮ রান করেছিলেন ভারতীয় কিংবদন্তি।
চলতি আসরে সুরিয়াকুমারের ৬৪০ রান হয়ে গেল ১৪ ইনিংসেই। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের ভিন্ন দুই আসরে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ২০২৩ আসরে তার ব্যাট থেকে ৬০৫ রান এসেছিল ১৬ ইনিংসে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এখন এককভাবে সুরিয়াকুমারের। পাঞ্জাব ম্যাচের আগে সানাৎ জায়াসুরিয়ার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন তিনি। ২০০৮ সালে প্রথম আসরে ৩১ ছক্কা মেরেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট।
চলতি আসরে সুরিয়াকুমারের ছক্কা হয়ে গেছে ৩৩টি।
আসরে ১৪ ইনিংসের সবকটিতে অন্তত ২৫ রান করেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ইনিংসে ২৫ বা এর বেশি রানের কীর্তি এটি। এখানে তিনি ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে (১৩ ইনিংস)।
সুরিয়াকুমারের একাধিক রেকর্ডের উপলক্ষটা যদিও জয়ের রঙে রাঙাতে পারেনি মুম্বাই। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ৭ উইকেটে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে পাঞ্জাব। এখন ফাইনালে যাওয়ার দুটি সুযোগ পাবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি।
ব্যাট হাতে পাঞ্জাবের এই জয়ে অগ্রণী ভূমিকা রাখেন জশ ইংলিস। তিনে নেমে ৩ ছক্কা ও ৯ চারে ৪২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান। ওপেনার প্রিয়ান্শ আরিয়া ২ ছক্কা ও ৯ চারে ৩৫ বলে করেন ৬২। ১৮৫ রানের লক্ষ্য পাঞ্জাব পেরিয়ে যায় ৯ বল বাকি থাকতে।