সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৯৬/৬
পাকিস্তান: ১৭.২ ওভারে ১৯৭/৩
02 Jun 2025, 12:24 AM
বাংলাদেশ হোয়াইটওয়াশড
বাজে পারফরম্যান্সে ধারা আরেকটু লম্বা করে তৃতীয় টি-টোয়েন্টিতেও লড়াই করতে পারল না বাংলাদেশ। সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান সফর মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ।
সবশেষ ম্যাচে ১৯৬ রানের পুঁজি নিয়েও কোনো সম্ভাবনা জাগাতে পারেনি লিটন কুমার দাসের দল। মোহাম্মদ হারিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ১৬ বল বাকি থাকতেই জিতে যায় স্বাগতিকরা।
তিন নম্বরে নেমে ৮ চার ও ৭ ছক্কায় ৪৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেন হারিস। ১৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ফিফটিকেই তিন অঙ্কে রূপ দিলেন কিপার-ব্যাটসম্যান। এছাড়া ওপেনার সাইম আইয়ুব খেলেন ২৯ বলে ৪৫ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৯৬/৬ (তানজিদ ৪২, পারভেজ ৬৬, লিটন ২২, হৃদয় ২৫, শামীম ৮, জাকের ১৫*, মিরাজ ১, তানজিম ৮*; সাইম ২-০-২৪-০, হাসান ৪-০-৩৮-২, ফাহিম ৪-০-৪১-১, আব্বাস ৪-০-২৬-২, সালমান ১-০-১১-০, আবরার ২-০-২৭-০, শাদাব ৩-০-২৬-১)
পাকিস্তান: ১৭.২ ওভারে ১৯৭/৩ (সাহিবজাদা ১, সাইম ৪৫, হারিস ১০৭*, হাসান ২৬, সালমান ১৫*; মিরাজ ৩-০-২৬-২, হাসান ৩-০-৪২-০, খালেদ ৪-০-৩৭-০, তানজিম ৩-০-৩৬-১, রিশাদ ৩-০-৩৯-০, শামীম ১-০-১১-০, হৃদয় ০.২-০-৫-০)
02 Jun 2025, 12:20 AM
৪৫ বলে হারিসের সেঞ্চুরি
টি-টোয়েন্টিতে এর আগে ৪১ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ হারিস। এবার প্রথম পঞ্চাশের দেখা পেয়ে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
৪৫ বলে তিন অঙ্কের দেখা পান হারিস। ওপেনারদের বাইরে তিনি টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রথম সেঞ্চুরিয়ান তিনি।
১ বলের জন্য পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারেননি হারিস। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করে চলতি বছরই এই রেকর্ড গড়েন হাসান নাওয়াজ।
স্বীকৃত ক্রিকেটে হারিসের দ্বিতীয় সেঞ্চুরি একটি। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেন ১০০ রানের ইনিংস।
১৭ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৯২। ৪৬ বলে হারিসের রান ১০৭। ১০ বলে সালমান আলি আগার রান ১০।
01 Jun 2025, 11:59 PM
নাওয়াজকে ফেরালেন মিরাজ
বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া হাসান নাওয়াজকে বেশি দূর যেতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। নতুন স্পেলে বোলিংয়ে ফিরে ছক্কা ও চার হজমের পর নাওয়াজকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিলেন অভিজ্ঞ অফ স্পিনার।
বড় শটের খোঁজে মিড উইকেটে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন ১৩ বলে ২৬ রান করা নাওয়াজ।
ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আলি আগা। ৩১ বলে ৬৪ রানে অপরাজিত মোহাম্মদ হারিস।
১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৭ রান। বাকি ৭ ওভারে তাদের প্রয়োজন ৬০ রান।
01 Jun 2025, 11:47 PM
সাইমকে থামালেন তানজিম
তানজিদ হাসানের ওভারের প্রথম দুই বলে ছক্কা ও চার মেরেছিলেন মোহাম্মদ হারিস। স্ট্রাইক পেয়ে বড় শটের চেষ্টা করলেন সাইম আইয়ুবও। কিন্তু লং অন সীমানায় ধরা পড়ে গেলেন বাঁহাতি ওপেনার।
২ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ২৯ বলে ৪৫ রান করেন সাইম। তার বিদায়ে ভাঙে ৯২ রানের দ্বিতীয় উইকেট জুটি।
ক্রিজে গিয়ে প্রথম বলেই চার মারেন মোহাম্মদ নাওয়াজ। ২৬ বলে ৫৩ রানে অপরাজিত হারিস।
দুইশ ছুঁইছুঁই লক্ষ্যে ইনিংসের মাঝপথে শক্ত অবস্থানে পাকিস্তান। ১০ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। বাকি ১০ ওভারে প্রয়োজন ৯৩ রান।
01 Jun 2025, 11:42 PM
২৫ বলে হারিসের ফিফটি
ক্রিজে নেমে প্রথম দুই বলেই চার মারেন মোহাম্মদ হারিস। এরপর আর থামাথামি নেই। বড় লক্ষ্যে ঝড় তুলে মাত্র ২৫ বলে ফিফটি করলেন তিনি।
দশম ওভারে তানজিম হাসানের বলে ছক্কার পর চার মেরে মাইলফলক স্পর্শ করেন হারিস। ১৭ ম্যাচের ক্যারিয়ারে কিপার-ব্যাটসম্যানের এটিই প্রথম পঞ্চাশ।
01 Jun 2025, 11:37 PM
হারিসের ক্যাচ ছাড়লেন মিরাজ
রিশাদ হোসেনের লেগ স্টাম্পের বাইরের শর্ট বল ছক্কা মারলেন মোহাম্মদ হারিস। পরের বলে আবারও পুল করলেন কিপার-ব্যাটসম্যান। এবার যথেষ্ট জোর দিয়ে মারতে পারলেন না। ডিপ স্কয়ার লেগে ক্যাচের মতো পেলেন মেহেদী হাসান মিরাজ।
কিন্তু বাম দিকে ঝাঁপিয়ে বাম হাত এগিয়ে নাগাল পেলেও হাতে রাখতে পারেননি মিরাজ। ফলে ৩৭ রানে বেঁচে যান হারিস।
৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। হারিস ১৯ বলে ৩৮ ও সাইম আইয়ুব ২৫ বলে ৩৮ রানে অপরাজিত।
01 Jun 2025, 11:29 PM
সাইম-হারিসের জুটিতে পঞ্চাশ
শুরুতেই উইকেট হারানো পাকিস্তান এগিয়ে যাচ্ছে সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিসের আগ্রাসী জুটিতে।
দুই জনে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ৩২ বলে।
তানজিম হাসানের বাউন্সারে সাইমের দারুণ ছক্কায় জুটির রান যায় পঞ্চাশে।
৭ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৬৬।
01 Jun 2025, 11:26 PM
পাওয়ার প্লেতে ১ উইকেট
প্রথম ওভারে সাহিবজাদা ফারহানকে ফেরানোর পর আর সাফল্য পায়নি বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৬ রান করে ফেলেছে পাকিস্তান।
পাওয়ার প্লের প্রথম পাঁচ ওভারের প্রতিটিতেই বাউন্ডারি মেরেছেন স্বাগতিক ব্যাটসম্যান। শেষ ওভারে কোনো চার-ছক্কা হজম করেননি অভিষিক্ত পেসার সৈয়দ খালেদ আহমেদ।
সাইম আইয়ুব ১৮ বলে ২৫ ও মোহাম্মদ হারিস ১৪ বলে ২৯ রানে অপরাজিত।
01 Jun 2025, 10:59 PM
প্রথম ওভারে মিরাজের আঘাত
আগের ম্যাচে ঝড় তোলা সাহিবজাদা ফারহানকে বেশি দূর যেতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার।
চতুর্থ বলে দারুণ স্লগ সুইপে ইনিংসের প্রথম ছক্কা মারেন সাইম আইয়ুব। এক বল পর সাহিবজাদাও চেষ্টা করেন বড় শটের। কিন্তু সীমানায় রিশাদ খানের হাতে ধরা পড়ে যান।
৪ বলে মাত্র ১ রান করতে পারেন সাহিবজাদা।
ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। সাইম অপরাজিত ২ বলে ৭ রানে।
১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮ রান।
01 Jun 2025, 10:47 PM
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুতে ঝড় তুললেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। ওপেনারদের গড়ে দেওয়া শক্ত ভিত অবশ্য তেমন কাজে লাগাতে পারলেন না বাকিরা। তবু যা করলেন, তাতেই পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল বাংলাদেশ।
তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান। পাকিস্তানের বিপক্ষে তাদের আগের সর্বোচ্চ ছিল ২০১২ বিশ্বকাপে ৬ উইকেটে করা ১৭৫ রান।
উদ্বোধনী জুটিতে মাত্র ৬৪ বলে ১১০ রান করেন পারভেজ ও তানজিদ। পাকিস্তানের মাঠে সফরকারী দলের এটিই প্রথম শতরানের উদ্বোধনী জুটি।
৭ চারের সঙ্গে ৪ ছক্কায় ৩৪ বলে ৬৬ রান করেন পারভেজ। তানজিদের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪২ রান।
দুই ওপেনারের বিদায়ের পর বাকি ৫৬ বল থেকে ৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে শেষ ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান করতে পারে তারা। যে কারণে আশা জাগিয়েও দুইশ করা সম্ভব হয়নি।
লিটন কুমার দাস ১৮ বলে ২২ ও তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৫ রান। শেষ দিকে ৯ বলে ১৫ রান করেন জাকের আলি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৯৬/৬ (তানজিদ ৪২, পারভেজ ৬৬, লিটন ২২, হৃদয় ২৫, শামীম ৮, জাকের ১৫*, মিরাজ ১, তানজিম ৮*; সাইম ২-০-২৪-০, হাসান ৪-০-৩৮-২, ফাহিম ৪-০-৪১-১, আব্বাস ৪-০-২৬-২, সালমান ১-০-১১-০, আবরার ২-০-২৭-০, শাদাব ৩-০-২৬-১)
01 Jun 2025, 10:39 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন মিরাজ
শেষ ওভারের প্রথম বলে উইকেট হারাল বাংলাদেশ। হাসান আলির স্লোয়ারে ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিলেন মেহেদী হাসান মিরাজ।
অনেকটা দৌড়ে চমৎকার ক্যাচ নেন হাসান নাওয়াজ। ৩ বলে মিরাজ করেন ১ রান।
১৯.১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৮৪। ক্রিজে জাকের আলির সঙ্গী তানজিম হাসান।
01 Jun 2025, 10:37 PM
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ
ফাহিম আশরাফের বলে দারুণ শটে ছক্কা মারলেন জাকের আলি। বাংলাদেশের ইনিংস স্পর্শ করল নতুন চূড়া, পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আগের সেরা ছিল ৬ উইকেটে ১৭৫, ২০১২ বিশ্বকাপে পাল্লেকেলেতে।
সেই রান ছাড়িয়ে ১৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৮৪।
01 Jun 2025, 10:33 PM
ছক্কার চেষ্টায় অক্কা হৃদয়
তিন বলের মধ্যে দুই ব্যাটসম্যানকে ফেরালেন আব্বাস আফ্রিদি। শামীম হোসেনের পর বিদায় নিলেন তাওহিদ হৃদয়।
অনেকটা ইয়র্কার লেংথ ডেলিভারিতে হৃদয়ের শট যায় সোজা ডিপ মিডউইকেট ফিল্ডারের হাতে। একটু এদিক-সেদিক হলে হয়তো ছক্কা পেতে পারতেন ব্যাটসম্যান।
১৮ বলে এক ছক্কা ও দুই চারে হৃদয় করেন ২৫ রান।
১৮তম ওভারে কেবল ২ রান দিয়ে দুটি উইকেট নেন আফ্রিদি। বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭২। ক্রিজে জাকের আলির সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
01 Jun 2025, 10:29 PM
টিকলেন না শামীম
আব্বাস আফ্রিদির স্লোয়ার আর ইয়র্কারে রান আসছে না খুব একটা। তাই ঝুঁকি নিলেন শামীম হোসেন। সেটা কাজে এলো না। রিভার্স র্যাম্প শটের চেষ্টায় কিপারকে ক্যাচ দিলেন শামীম।
৪ বলে শামীমের রান দুই চারে ৮।
১৭.৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলি।
01 Jun 2025, 10:23 PM
লিটনের বিদায়ে ভাঙল জুটি
দুর্দান্ত ইনসাইড-আউটে হাসান আলিকে বাউন্ডারি মারলেন লিটন। ১২ বলের মধ্যে বাংলাদেশের প্রথম বাউন্ডারি। পরের বলে বাউন্ডারির চেষ্টায় বোল্ড হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
স্টাম্পে থাকা ডেলিভারির লাইন একটুর জন্য মিস করেন লিটন। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ৩২ বল স্থায়ী ৪৯ রানের জুটি।
একটি করে ছক্কা ও চারে ১৮ বলে ২২ রান করেন লিটন।
ক্রিজে গিয়ে প্রথম ২ বলে দুটি দারুণ শটে বাউন্ডারি মারেন শামীম হোসেন।
১৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭০। ক্রিজে শামীমের সঙ্গী তাওহিদ হৃদয়।
01 Jun 2025, 10:00 PM
পারভেজকে ফেরালেন শাদাব
পরপর দুই ওভারে দুই ওপেনারের উইকেট হারাল বাংলাদেশ। তানজিদ হাসানের পর একই পথে পারভেজ হোসেন। ৭ চার ও ৪ ছক্কায় ৩৪ বলে ৬৬ রান করেন বাঁহাতি ওপেনার।
শাদাব খানের অফ স্টাম্পের অনেক বাইরের গুগলিতে সুইপ করার চেষ্টায় ব্যাটের লাগে পারভেজের। পয়েন্টের দিকে কিছুটা দৌড়ে দারুণ ক্যাচ নেন মোহাম্মদ হারিস।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়।
১১.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান।
01 Jun 2025, 09:55 PM
তানজিদের বিদায়ে ভাঙল জুটি
ফাহিম আশরাফের বলে র্যাম্প শটের চেষ্টায় ক্যাচ দিলেন তানজিদ হাসান। শর্ট ফাইন লেগে সহজেই মুঠোয় নিলেন আবরার আহমেদ।
আশরাফের বলে ছক্কা ও চার মেরে সিঙ্গেল নেন পারভেজ হোসেন। স্ট্রাইক পেয়ে ফাইন লেগের উপর দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ফিল্ডারের হাতে যায় সহজ ক্যাচ। ভাঙে ৬৪ বল স্থায়ী ১১০ রানের জুটি।
৩২ বলে তিনটি করে ছক্কা ও চারে ৪২ রান করেন তানজিদ।
১১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১১০। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী লিটন দাস।
01 Jun 2025, 09:49 PM
শতরানের জুটিতে পারভেজ-তানজিদের রেকর্ড
ফাহিম আশরাফের স্লোয়ার বল ছক্কায় ওড়ালেন পারভেজ হোসেন। ১১তম ওভারে একশ ছুঁয়ে ফেলল বাংলাদেশ। একইসঙ্গে পূর্ণ হলো পারভেজ ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটির শতরান।
১৮ ইনিংস পর প্রথম উইকেটে একশ রান পেল বাংলাদেশ। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০৮ রান যোগ করেছিলেন সৌম্য সরকার ও তানজিদ।
এছাড়াও পাকিস্তানের মাঠে প্রথম বিদেশি দল হিসেবে উদ্বোধনী জুটিতে একশ রানের কীর্তি গড়ল বাংলাদেশ। আগের ৪৪ ম্যাচে সর্বোচ্চ ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়তে পেরেছিল সফরকারী দলগুলো।
01 Jun 2025, 09:40 PM
২৭ বলে পারভেজের পঞ্চাশ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরির পর টানা তিন ইনিংসে পারভেজ হোসেন দুই অঙ্কে যেতে পারেননি। ফেরেন শূন্য, ৪ ও ৮ রানে। এবার ছন্দে ফেরার আভাস দিলেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে করলেন পঞ্চাশ, ২৭ বলে।
লেগ স্পিনার আবরার হোসেনের ওভারে ছক্কার পর এক বল বাদ দিয়ে টানা দুই চারে পঞ্চাশ স্পর্শ করেন পারভেজ।
৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮০। ২৭ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫২ রানে খেলছেন পারভেজ। ২১ বলে এক ছক্কা ও তিন চারে ২৫ রানে খেলছেন তানজিদ।
01 Jun 2025, 09:30 PM
শুরুর জুটিতে পঞ্চাশ
তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটি প্রথমবার স্পর্শ করল পঞ্চাশ, ৩৩ বলে।
ভালো শুরু করলেও পঞ্চাশ ছোঁয়ার আগেই দুই বাঁহাতি ব্যাটসম্যানের কেউ না কেউ আউট হয়ে যেতেন। এবার টিকে গেলেন দুই জনেই।
পাওয়ার প্লেতে দলকে পারভেজ ও তানজিদ এনে দিলেন ভালো শুরু। বাংলাদেশ হারাল না কোনো উইকেট।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৩। ২০ বলে ৩৫ রানে খেলছেন পারভেজ। ১৬ বলে তানজিদের রান ১৭।
01 Jun 2025, 09:24 PM
সুযোগ পেলেন তানজিদ
তৃতীয় ওভারে সাইম আইয়ুবের বলে দুই ছক্কার পর একটি চার মারলেন পারভেজ হোসেন। পরের ওভারে বাউন্ডারির তাগিদ অনুভব করলেন তানজিদ হাসানও।
হাসান আলির বলে উড়িয়ে মারেন বাঁহাতি ওপেনার। কিন্তু বল উঠে যায় আকাশে। অনেকটা পথ দৌড়ে কাছাকাছি গেলেও বল হাতে রাখতে পারেননি ফাহিম আশরাফ। ৬ রানে বেঁচে যান তানজিদ।
পরের বলে চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে হাসানের হতাশা বাড়ান তরুণ ওপেনার। পরে ফাহিমের প্রথম দুই বলেও চার মারেন পারভেজ।
৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪৬ রান। পারভেজ ১৭ বলে ৩০ ও তানজিদ ১৩ বলে ১৫ রানে অপরাজিত।
01 Jun 2025, 09:18 PM
সাইমের উপর চড়াও পারভেজ
চার দিয়ে শুরুর পর থমকে গেল রানের চাকা। প্রথম দুই ওভারে এলো মোটে ৮ রান।
তৃতীয় ওভারে সাইম আইয়ুবের উপর চড়াও হলেন পারভেজ হোসেন। অফ স্পিনারের ওভারে দুই ছক্কা ও চারে নিলেন ১৯ রান।
থমকে থাকা রানের চাকা সচল হলো। সেঞ্চুরির পর প্রথমবার দুই অঙ্কে যেতে পারলেন পারভেজ।
৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৭। ৯ বলে ৬ রানে খেলছেন তানজিদ হাসান। ৯ বলে পারভেজের রান ২০।
01 Jun 2025, 08:51 PM
রফিকের পরই খালেদ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে বাংলাদেশের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার সৈয়দ খালেদ আহমেদ। ৩২ বছর ২৫৪ দিন বয়সে এই সংস্করণে যাত্রা শুরু হলো তার।
২০০৬ সালে ৩৬ বছর ৮৪ বছর বয়সে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন মোহাম্মদ রফিক। এরপর এই সংস্করণে জাতীয় দলে আর কোনো ম্যাচ খেলেননি তিনি।
রফিক ও খালেদ ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের ৩০ বছর হওয়ার পর টি-টোয়েন্টি অভিষেক হয়নি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে খালেদের নামের পাশে ৯৪ উইকেট। সবশেষ বিপিএলে ১৪ ইনিংসে ২০ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ পেসার।
01 Jun 2025, 08:42 PM
হারিসের জায়গায় আব্বাস
পাকিস্তান একাদশেও পরিবর্তন একটি। হারিস রউফকে বিশ্রাম দিয়েছে তারা। একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার আব্বাস আফ্রিদি।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হাসান আলি, আব্বাস আফ্রিদি।
01 Jun 2025, 08:42 PM
খালেদের অভিষেক
পায়ের চোটে ছিটকে যাওয়া শরিফুল ইসলামের জায়গায় টি-টোয়েন্টি অভিষেক হলো সৈয়দ খালেদ আহমেদের। এই সংস্করণে বাংলাদেশের ৯২তম ক্রিকেটার ৩৩ ছুঁইছুঁই পেসার।
বাংলাদেশ একাদশে পরিবর্তন একটিই। আগের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে সাজানো একাদশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
01 Jun 2025, 08:35 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর এখনও কয়েনভাগ্য পাশে পেলেন না লিটন কুমার দাস। টানা ছয় ম্যাচ টস হারলেন তিনি। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন সালমান আলি আগা।
পাকিস্তান অধিনায়ক বলেছেন, আগের দুই ম্যাচে প্রথমে ব্যাট করা জেতার পর এবার রান তাড়ার চ্যালেঞ্জটা নিতে চান। বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে তার।
01 Jun 2025, 08:13 PM
হোয়াইটওয়াশ এড়ানোর আশায় বাংলাদেশ
প্রথম ম্যাচে হারের পর লিটন কুমার দাস বলেছিলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং খারাপ করেছে তার দল। পরের ম্যাচে তিন বিভাগে আরও জঘন্য খেলেছেন তারা। তাই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে গেছে পাকিস্তান।
বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই টস হেরেছেন লিটন কুমার দাস। প্রথমটিতে জয় পেলেও, বাকি চার ম্যাচে ফল পাননি নিজের পক্ষে। শেষ ম্যাচে তাই টস ভাগ্যও বদলানোর আশাই হয়তো করবেন লিটন।
সিরিজের শেষ ম্যাচটি জিতলে প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষা ফুরোবে পাকিস্তানের। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে সবশেষ হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর ১১ সিরিজ খেলে একটিতেও সব ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।