Published : 18 Nov 2024, 06:28 PM
ধারাবাহিক ব্যাটিংয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও ফিফটির দেখা পেয়েছেন ইফতেখার হোসেন। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী আব্দুল মজিদের ব্যাট থেকে এসেছে পঞ্চাশছোঁয়া ইনিংস। দুজনের সৌজন্যে ছুটছে বরিশাল।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রংপুরের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৩৩ রানে এগিয়ে বরিশাল। ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ২১৮ রান নিয়ে সোমবারের খেলা শুরু করে রংপুর। এদিন ৪৩.১ ওভার ব্যাটিং করে আর ১০৪ রান করতে পারে তারা। শেষ দিকের প্রায় সবাই দুই অঙ্ক স্পর্শ করলেও ইনিংস বড় হয়নি কারও।
আব্দুল গাফফার সাকলাইনের সঙ্গে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়ে দলকে তিনশ পার করান নবিন ইসলাম। শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থাকেন নবিন। এছাড়া আরিফুল হক ৩৮, তানবীর হায়দারের ব্যাট থেকে আসে ৩১ রান।
বরিশালের পক্ষে ৩টি করে উইকেট নেন রুয়েল মিয়া ও মইন খান।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চমৎকার শুরু করেন বরিশালের দুই ওপেনার মজিদ ও ইফতেখার। ৩৮ ওভারে দুজন মিলে গড়ে তোলেন ১১৮ রানের জুটি। দিনের খেলা শেষ হওয়ার এক ওভার বাকি থাকতে আউট হন মজিদ।
৬ চারে ১১৬ বলে ৫২ রান করেন অভিজ্ঞ ওপেনার। ৭ চারে ১১৬ বলে ৬০ রানে অপরাজিত ইফতেখার। চলতি লিগে এটি তার তৃতীয় ফিফটি। এছাড়া তৃতীয় রাউন্ডে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিলেন ২১ বছর বয়সী ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস: ৩৩৬
রংপুর ১ম ইনিংস: ১০৯.২ ওভারে ৩২২ (আগের দিন ২১৮/৫) (তানবীর ৩১, আরিফুল ৩৮, নবিন ৩০*, সাকলাইন ২১, হাশিম ১১, মুকিদুল ০; রুয়েল ১৯-১-১০২-৩, মহিউদ্দিন ১৭-৩-৪৬-২, সালমান ৯-১-৩০-১, তানভির ৩৩-১০-৫০-১, সোহাগ ২০-৪-৩৯-০, মইন ১১.২-৩-২৫-৩)
বরিশাল ২য় ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৯/১ (মজিদ ৫২, ইফতেখার ৬০*; আদিল ০*; সাকলাইন ৪-১-৭-০, মুকিদুল ৭-১-২৩-১, আরিফুল ৭-১-২২-০, মামুন ৬-০-২১-০, হাশিম ১.৩-০-২-০, তানবীর ৩.১-০-১২-০, রিজওয়ান ৩-০-১১-০, নাঈম ৪-০-১০-০, আকবর ৩-০-৫-০)