০৩ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

31 May 2025, 12:23 AM

৫৭ রানের হার

একই লক্ষ‍্য পেয়ে দ্বিতীয় ম‍্যাচে বাংলাদেশের ব‍্যাটিং হলো আরও খারাপ। ১ ওভার বাকি থাকতে ১৪৪ রানে গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস।

৩৭ ও ৫৭ রানের দুটি জয়ে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল পাকিস্তান।

শুরুতে তানজিদ হাসান ও শেষে তানজিম হাসান ঝড় তোলেন। তাদের বাইরে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল মেহেদী হাসান মিরাজ।

ব‍্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরেকটা ভীষণ হতাশার দিনে একটা সময় অনেক বড় ব‍্যবধানে হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। ৭৭ রানে হারিয়েছিল ৭ উইকেট। সেখান থেকে তানজিমের লড়াইয়ে দেড়শর কাছে যায় বাংলাদেশ।  

পাকিস্তানের ৮ বোলার বোলিংয়ের সুযোগ পান। অধিনায়ক সালমান আলি ছাড়া বাকি সবাই অন্তত একটি করে উইকেট নেন। ১৯ রানে ৩ উইকেট নিয়ে তাদের মধ‍্যে সেরা আবরার হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২০১/৬ (ফারহান ৭৪, সাইম ৪, হারিস ৪১, নাওয়াজ ৫১*, সালমান ১৯, শাদাব ৭, আশরাফ ১; মিরাজ ৪-০-৩৮-০, শরিফুল ০.৩-০-২-০, শামীম ৩.৩-০-২৮-০, হাসান ৪-০-৪৭-২, তানজিম ৪-০-৩৬-২, রিশাদ ৪-০-৫০-১)

বাংলাদেশ: ১৯ ওভারে ১৪৪ (তানজিদ ৩৩, পারভেজ ৮, লিটন ৬, হৃদয় ৫, মিরাজ ২৩, জাকের ০, শামীম ৭, রিশাদ ১, তানজিম ৫০, হাসান ৮*, শরিফুল আহত অনুপস্থিত; সালমান ২-০-২০-০, হাসান ২-০-২১-১, আশরাফ ২-০-৮-১, রউফ ২-০-২৩-১, আবরার ৪-০-১৯-৩, শাদাব ২-০-১৩-১, খুশদিল ৩-০-২৫-১, সাইম ২-০-১৪-১)

31 May 2025, 12:23 AM

তানজিমের পঞ্চাশে কমল হারের ব‍্যবধান

উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শত রানে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ক‍্যারিয়ারের প্রথম ফিফটিতে ব‍্যবধান কিছুটা কমিয়েছেন তানজিম হাসান।

নবম ব‍্যাটসম‍্যান হিসেবে ফেরার আগে ৩১ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৫০ রান করেন তানজিম।

পূর্ণ সদস‍্য দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৯ বা এর নিচে নেমে এটাই কোনো ব‍্যাটসম‍্যানের প্রথম পঞ্চাশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের আনোয়ার আলির ৪৬ ছিল আগের সর্বোচ্চ।

বোলিংয়ের সময় ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়া শরিফুল ইসলাম ব‍্যাটিংয়ে নামেননি। তাই ১৯ ওভারে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

30 May 2025, 11:55 PM

ডুবল মিরাজ ভেলাও

খুশদিল শাহর বলে বেরিয়ে খেলতে গিয়ে ঠিকমতো পারলেন না মেহেদী হাসান মিরাজ। শর্ট থার্ড ম‍্যানে সহজ ক‍্যাচ নিলেন হারিস রউফ।

ভাঙে ২৫ বল স্থায়ী ৩৩ রানের জুটি।

ফেরার ম‍্যাচে ১৭ দুই চারে ২৩ রান করেন মিরাজ।

১৪ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১১০। ক্রিজে তানজিম হাসানের সঙ্গী হাসান মাহমুদ।

30 May 2025, 11:44 PM

মাঝপথে ভীষণ বিপদে বাংলাদেশ

২০২ রানের লক্ষ‍্য তাড়ায় ১০ ওভারেই বড় হারের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন বাংলাদেশের ব‍্যাটসম‍্যান। প্রথম ২ ওভারে ৩৪ রানের পরও ১০ ওভারে তারা করতে পেরেছে কেবল ৭ উইকেটে ৭৮ রান!

30 May 2025, 11:44 PM

ব‍্যর্থ রিশাদও

আক্রমণে এসে সাফল‍্য পেলেন শাদাব খানও। দুই ম‍্যাচে একই লক্ষ‍্য পাওয়া বাংলাদেশ এবারও আরও বড় ব‍্যবধানে হারার শঙ্কা।

শাদাব খানের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের গ্লাভসে ধরা পড়েন রিশাদ। ২ বলে তিনি করেন ১ রান।

৯.৫ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৭৭। সফরকারীদের চোখ রাঙাচ্ছে শতরানের হার।

ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তানজিম হাসান।

30 May 2025, 11:36 PM

টিকলেন না শামীম

হ‍্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া শামীস হোসেনকে পরের ওভারেই ফেরালেন আবরার আহমেদ। লেগ স্পিনারের বলে বড় শটের চেষ্টায় সীমানায় সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

৯ বলে শামীম করেন ৭ রান।

৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭০।

ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী রিশাদ হোসেন।

30 May 2025, 11:31 PM

আবরারের জোড়া শিকার

সপ্তম ওভারে আক্রমণে এসে জোড়া শিকার ধরলেন আবরার আহমেদ। পরপর দুই বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তাওহিদ হৃদয় ও জাকের আলি।

লেগ স্পিনারের বলে সুইপ করার চেষ্টায় সফল হননি হৃদয়। জোরাল আবেদনে আম্পায়ান সাড়া দিলে হতাশা নিয়ে ফেরেন তিনি। ৫ বলে তিনি করেন ৫ রান।

পরের বলে এলবিডব্লিউ হয়ে যান জাকের আলি। স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি তিনি।

আগের ম‍্যাচে ঝড়ো ইনিংস খেলা জাকের পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

আবরারের হ‍্যাটট্রিক ঠেকিয়ে দিয়ে বাউন্ডারিতে রানের খাতা খোলেন শামীম হোসেন।

৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬০। ক্রিজে শামীমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

30 May 2025, 11:26 PM

টিকলেন না লিটন

আগের বলে সিঙ্গেলের আহ্বানে সাড়া দিলেন না তাওহিদ হৃদয়। পরের বলে ক‍্যাচ দিয়ে ফিরলেন লিটন দাস।

হাসান আলির বলে সিঙ্গেলের ডাকে একদমই সাড়া দেননি হৃদয়। পরের বল ছিল অফ স্টাম্পে বাইরে, শর্ট। তুলে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। সহজ ক‍্যাচ নেন হারিস রউফ।

হতাশায় পিচে ব‍্যাট ছুঁড়ে মারেন লিটন। ৯ বল তিনি ফেরেন ৬ রান করে।

৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলি।

30 May 2025, 11:14 PM

পাওয়ার প্লেতেই থামল তানজিদ-ঝড়

দারুণ শুরু করা তানজিদ হোসেন বেশিদূর যেতে পারলেন না। ফাহিম আশরাফের বলে শর্ট ফাইন লেগে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।

শর্ট বল লেগে যে কেনো জায়গায় পাঠাতে পারতেন তানজিদ। তার গতিময় শট যায় শর্ট ফাইন লেগ ফিল্ডারের হাতে। একটু এদিক-সেদিক হলেই হয়তো মিলতে পারত বাউন্ডারি।

১৯ বলে এক ছক্কা ও পাঁচ চারে ৩৩ রান করেন তানজিদ।

৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৮। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

30 May 2025, 11:08 PM

দ্রুত ফিরলেন পারভেজ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম‍্যাচে সেঞ্চুরির পর আর দুই অঙ্কে যেতে পারছেন না পারভেজ হোসেন। এবার তিনি ফিরেছেন ৭ বলে ৮ রান করে।

হারিস রউফের বলে বট শটের চেষ্টায় সফল হননি পারভেজ। মিড অনে পিছিয়ে গিয়ে সহজ ক‍্যাচ নেন হাসান আলি। ভাঙে ২৫ বল স্থায়ী ৪৪ রানের জুটি।

৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৫। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী অধিনায়ক লিটন দাস।

30 May 2025, 10:53 PM

তানজিদের আগ্রাসী শুরু

সালমান আলি আগার প্রথম বলে কোনো রান পেলেন না তানজিদ হাসান। পরের দুই বলে দুটি চার মেরে ডানা মেললেন তরুণ বাঁহাতি ওপেনার।

দুই রান নিয়ে পরেরটি দারুণ শটে ওড়ালেন ছক্কায়। ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ধরে রাখলেন স্ট্রাইক।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৭।

30 May 2025, 10:40 PM

আবারও ২০২ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

টানা দুই ম‍্যাচে ২০১ রানের সংগ্রহ গড়ল পাকিস্তান। সিরিজে টিকে থাকতে বাংলাদেশ পেল ২০২ রানের লক্ষ‍্য।

প্রথম ম‍্যাচে এই লক্ষ‍্য তাড়ায় ৩৭ রানে হেরেছিল বাংলাদেশ।

তানিজম হাসানের শেষ ওভারে ১১ রান নেয় পাকিস্তান। ছক্কার পর ২ রান নিয়ে ২৫ বলে পঞ্চাশ স্পর্শ করেন হাসান নাওয়াজ।

শেষ পর্যন্ত তিনি তিন ছক্কা ও দুই চারে ২৬ বলে করেন ৫১ রান।

ওভারের শেষ বলে ফাহিম আশরাফের উইকেট নেন তানজিম। স্বাগতিক অলরাউন্ডারের অনেক উঁচুতে উঠে যাওয়া ক‍্যাচ নেন তাওহিদ হৃদয়।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২০১/৬ (ফারহান ৭৪, সাইম ৪, হারিস ৪১, নাওয়াজ ৫১*, সালমান ১৯, শাদাব ৭, আশরাফ ১; মিরাজ ৪-০-৩৮-০, শরিফুল ০.৩-০-২-০, শামীম ৩.৩-০-২৮-০, হাসান ৪-০-৪৭-২, তানজিম ৪-০-৩৬-২, রিশাদ ৪-০-৫০-১)

30 May 2025, 10:34 PM

শাদাবকেও ফেরালেন হাসান

নিজের শেষ বলে সাফল‍্য পেলেন হাসান মাহমুদ। তার বলে লং অনে নাজমুল হাসান শান্তর হাতে ধরা পড়লেন শাদাব খান।

১০ বলে ৭ রান করেন শাদাব। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

১৯ ওভারে ৫ উইকেটে পাকিস্তানের রান ১৯০। ক্রিজে হাসান নাওয়াজের সঙ্গী ফাহিম আশরাফ।

30 May 2025, 10:19 PM

সালমানকে ফেরালেন হাসান

দ্রুত এগোনো জুটি ভাঙলেন হাসান মাহমুদ। তার চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন সালমান আলি আগা।

নিখুঁত ইয়র্কারে র‍্যাম্প শটের চেষ্টায় সফল হননি পাকিস্তান অধিনায়ক। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। ভাঙে ২৫ বল স্থায়ী ৪৫ রানের জুটি।

১২ বলে তিন চারে সালমান করেন ১৯ রান।

১৬ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১৬৯।

30 May 2025, 10:05 PM

ফারহান-ঝড় থামালেন রিশাদ

মোহাম্মদ হারিসকে ফেরানোর পর শাহিবজাদা ফারহানকে ফেরাল বাংলাদেশ।

রিশাদ হোসেনকে ছক্কা মারার পরে বলে কাট করার চেষ্টায় লিটন দাসের গ্লাভসে ক‍্যাচ দেন ফারহান। তিন দফা বেঁচে গিয়ে তিনি ফেরেন ছয় ছক্কা ও চারটি চারে ৪১ বলে ৭৪ রান করে।

ক্রিজে গিয়ে প্রথম দুই বলে চার মারেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ক্রিজে তার সঙ্গী হাসান নাওয়াজ।

১২ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১২৯।

30 May 2025, 10:01 PM

শতরানের জুটি ভাঙলেন তানজিম

ওভারের প্রথম বলে চার মারলেন মোহাম্মদ হারিস, পরের বলে নিলেন সিঙ্গেল। ৫০ বলে জুটির রান স্পর্শ করল একশ।

সেই ওভারের শেষ বলে শতরানের জুটি ভাঙেন তানজিম। বলে চমৎকার ডেলিভারিতে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ক‍্যাচ নেন রিশাদ হোসেন। ভাঙে ৫৪ বলে ১০৩ রানের জুটি।

হারিস ২৫ বলে দুই ছক্কা ও চারটি চারে করেন ৪১ রান।

১১ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১১৫। ক্রিজে শাহিবজাদা ফারহানের সঙ্গী সালমান আলি আগা।

30 May 2025, 09:52 PM

আবার বাঁচলেন ফারহান

ফেরার ম‍্যাচে ভাগ‍্যকে দারুণভাবে পাশে পাচ্ছেন শাহিবজাদা ফারহান। প্রথম ১০ ওভারে তৃতীয়বারের মতো ক‍্যাচ দিয়ে বেঁচে গেলে এই ওপেনার।

রিশাদ হোসেনের বলে আকাশে তুলে দেন ফারহান। অনেকটা দৌড়ে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

পরের দুই বল ছক্কায় ওড়ান ফারহান। দশম ওভারে তিন অঙ্ক স্পর্শ করে পাকিস্তানের রান।

১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১০৭। ৩৬ বলে ৬৭ রানে ব‍্যাট করছেন ফারহান। ২০ বলে মোহাম্মদ হারিসের রান ২০ বলে ৩৪।

30 May 2025, 09:46 PM

২৯ বলে ফারহানের পঞ্চাশ

দুই দফা বেঁচে যাওয়া শাহিবজাদা ফারহান ফেরার ম‍্যাচে পেলেন টি-টোয়েন্টিতে নিজের প্রথম পঞ্চাশের দেখা, ২৯ বলে। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে তিনটি ছক্কা ও চারটি চার।

আরেক প্রান্তে একই গতিতে খেলছেন মোহাম্মদ হারিস। তাতে দ্রুত গতিতে এগোচ্ছে পাকিস্তান।

৯ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৯১।

30 May 2025, 09:35 PM

ফের জীবন পেলেন ফারহান

পাওয়ার প্লের ভেতরে দুইবার জীবন পেলেন শাহিবজাদা ফারহান। তানজিদ হাসানের পর এবার তার ক‍্যাচ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত।

হাসান মাহমুদের স্লোয়ার বলে মিড অফে ক‍্যাচ দেন ফারহান। ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও ক‍্যাচ নিতে পারেননি শান্ত।

শূন‍্য রানের পর ৩৭ রানে বাঁচলেন ফারহান।

হাসানের সেই ওভারের শেষ চার বলে টানা তিনটি চার মারেন মোহাম্মদ হারিস। তাতে ২৩ বলে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

৬ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৬৭।

স্বাগতিকদের আগ্রাসী ব‍্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারছেন না বাংলাদেশের কোনো বোলার। রান দিচ্ছেন তারা অকাতরে।

30 May 2025, 09:22 PM

রান আউট সাইম

শরিফুল ইসলামের অসমাপ্ত ওভার শেষ করলেন শামীম হোসেন। তার শেষ বলে রান আউট হয়ে ফিরে গেলেন সাইম আইয়ুব। ভাঙল পাকিস্তানের শুরুর জুটি।

তিন রান নেওয়ার চেষ্টায় দুই ব‍্যাটসম‍্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান সাইম। তাওহিদ হৃদয়ের থ্রো লিটন দাসের গ্লাভসে যাওয়ার সময় মাঝ ক্রিজে ছিলেন সাইম।

৪ বলে সাইম করেন ৪ রান।

২ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১২। ক্রিজে শাহিবজাদা ফারহানের সঙ্গী মোহাম্মদ হারিস।

30 May 2025, 09:22 PM

মাঠ ছাড়লেন শরিফুল

ইনিংসের শুরুতে বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। পায়ের কোথাও টান লাগায় বা চোট পাওয়ায় তিন বলে করেই মাঠ ছাড়লেন শরিফুল ইসলাম।

কিছুক্ষণ বসে থাকার পর বল করার চেষ্টা করেন। কিন্তু সেই সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থায় তিনি নেই। ফিজিওর সঙ্গে তাই মাঠ ছাড়েন বাঁহাতি পেসার।

30 May 2025, 09:10 PM

শুরুতেই সুযোগ হাতছাড়া

ফেরার ম‍্যাচে শুরুতেই বল হাতে পেলেন মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম ওভারেই উইকেট পাওয়ার আশা জাগালেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। তবে শাহিবজাদা ফারহানের ভীষণ কঠিন ক‍্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান।

অফ স্টাম্পের বাইরের বল কাভারের উপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন ফারহান। টাইমিং করতে পারেননি, বল যায় কাভার ফিল্ডারের মাথার উপর দিয়ে। ছুটে গিয়ে মাথার পেছন থেকে আসা বলে হাত ছোঁয়াতে পারেননি তানজিদ।

১ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৭।

30 May 2025, 08:52 PM

ফাখারের জায়গায় ফারহান

বাংলাদেশের মতো একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তানও। ওপেনার ফাখার জামানের জায়গায় সুযোগ পেয়েছেন শাহিবজাদা ফারহান। 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৯ ম‍্যাচ খেলেছেন ফারহান, যার শেষটি গত বছর ডিসেম্বরে। ৯ ইনিংসে একশর নিচে স্ট্রাইক রেটে করতে পারেন কেবল ৮৬ রান। তবে ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফরম‍্যান্সে জাতীয় দলে ফিরেছেন বিস্ফোরক এই ওপেনার। এবার শুরুর একাদশেও জায়গা পেলেন তিনি। 

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান (সহ-অধিনায়ক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ।

30 May 2025, 08:49 PM

মেহেদির জায়গায় একাদশে মিরাজ

ব‍্যাট হাতে কোনো প্রভাব রাখতে পারছেন না, বোলিংয়েও নেই সেরা ছন্দে। এর মাশুল দিয়ে বাদ পড়লেন শেখ মেহেদি হাসান।সহ-অধিনায়কের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেলেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সৌম‍্য সরকারের চোটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরেন তিনি। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

30 May 2025, 08:37 PM

আবারও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান- টস ভাগ‍্য পাশে পাচ্ছেন না লিটন দাস। দু্ই সিরিজ মিলিয়ে টানা পাঁচ ম‍্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক।

আগের ম‍্যাচে টস জিতে ব‍্যাটিং নিয়েছিলেন সালমান আলি আগা। টস জিতে এবারও সেই একই সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক।

30 May 2025, 08:12 PM

ব‍্যর্থতার বৃত্তা ভাঙার লড়াইয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারার পর পাকিস্তান গিয়ে প্রথম ম‍্যাচে ব‍্যর্থ বাংলাদেশ। ব‍্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ব‍্যর্থতায় ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল। তিন ম‍্যাচের সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। নতুন অধিনায়কের হাত ধরে নতুন শুরুর চেষ্টা এখন পর্যন্ত সফল নয়। তিন বিভাগেই দেখা গেছে যথেষ্ট ঘাটতি।

পাকিস্তান দল যাচ্ছে এক ধরনের পালাবদলের মধ‍্য দিয়ে। প্রথম ম‍্যাচে শুরুর দুই ওভারের মধ‍্যে ২ উইকেট হারালেও ভয়ডরহীন ক্রিকেটে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে তারা। পরে ভালো বোলিংয়ে বাংলাদেশকে সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতে দেয়নি কখনও। 

সংযুক্ত আরব আমিরাতে সেঞ্চুরির পর খেলা দুই ম‍্যাচে খুব একটা রান পাননি পারভেজ হোসেন। তানজিদ প্রতি ম‍্যাচেই শুরু করছেন কিন্তু ইনিংস বড় করতে পারছেন না। 

নিজেকে খুঁজে ফিরছেন লিটন। তাওহিদ হৃদয়, শামীম হোসেন সেভাবে মেলে ধরতে পারছেন না নিজেকে। 

বোলিংও ভালো হচ্ছে না। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের অনুপস্থিতি বোঝা যাচ্ছে প্রায় প্রতি ম‍্যাচে। সহ-অধিনায়ক হওয়ার পর এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তাই জয়ে ফিরতে লিটনদের সামনে অপেক্ষা করছে অনেক বড় চ‍্যালেঞ্জ।