আইপিএল
Published : 05 Jun 2025, 08:51 PM
নিজেদের প্রথম আইপিএল শিরোপা জয়ের উৎসব বিষাদে রূপ নেওয়ায় ভীষণ খারাপ লাগছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষের। দুঃখ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি প্রাণ হারানো ভক্তদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
বেঙ্গালুরুর দেওয়া বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়েছে, পদদলিত হয়ে মৃত্যুবরণ করা ১১ জনের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়া হবে। এ ছাড়া আহত হওয়া সমর্থকদের সহায়তার জন্য একটি তহবিল চালু করেছে তারা।
১৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে গত মঙ্গলবার আইপিএলের শিরোপা জেতে বেঙ্গালুরু। ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় তারা।
বেঙ্গালুরুর ট্রফি জয় উপলক্ষে পরদিন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। তাতে অংশ নিতে লাখো মানুষ উপস্থিত হলে বিশৃঙ্খলা তৈরি হয়।
আর তখন স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন প্রাণ হারান, আহত হন অন্তত ৪৭ জন।
ওই সময়ের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় শিরোপাজয়ী খেলোয়াড়দের এক ঝলক দেখতে অনেকে গাছে চড়েন, কেউ কেউ বসেন ডালে। আবার অনেককে স্টেডিয়ামের দেয়ালে চড়তে দেখা যায়।
কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার বলেছেন, স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৫ হাজার। সেখানে ২ থেকে ৩ লাখ মানুষ জড়ো হওয়ায় কঠিন পরিস্থিতি তৈরি হয়।