Published : 22 May 2025, 01:55 PM
'লুক হু ইজ ব্যাক!!' সামাজিক মাধ্যমে লাহোর কালান্দার্সের একটি পোস্ট। সঙ্গে রিশাদ হোসেনের হাস্যোজ্জ্বল ছবি। কিছুটা চমক জাগানিয়া বটে। আগের রাতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি। পরদিনই তাকে দেখা গেল লাহোরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আবার কালান্দার্সে যোগ দলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার।
বৃহস্পতিবার রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলতে লাহোর কালান্দার্স। ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিশাদকে আবার দলে নিয়েছে কালান্দার্স।
এই ম্যাচের আগে কালান্দার্সে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। আগের ম্যাচ থেকেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তিন স্পিনিং অলরাউন্ডার একসঙ্গে মাঠে নামবেন কালান্দার্সকে ফাইনালের পথে রাখতে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়ার আগে লাহোরের হয়ে ৫টি ম্যাচ খেলেন রিশাদ। ২৩ ছুঁইছুঁই লেগ স্পিনার পরে দেশে ফিরে জাতীয় দলের সিরিজের জন্য চলে যান আরব আমিরাতে। ফলে মাঝে একটি ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি।
গত শনিবার আবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচের আগে ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে সুযোগ পান সাকিব। সেদিন ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর বোলিংয়ে খরুচে ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার।
পরে প্লে-অফ শুরুর আগে টেস্ট খেলতে চলে যাওয়া সিকান্দার রাজার জায়গায় মিরাজকে নেয় দুইবারের চ্যাম্পিয়নরা।
এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। করাচির বিপক্ষে দুই ম্যাচে তার শিকার ৪ উইকেট। এর মধ্যে প্রথম ম্যাচটিতে ৪ ওভারে ২৬ রানে নেওয়া ৩ উইকেট টুর্নামেন্টে তার সেরা বোলিং।
করাচির বিপক্ষে এবার এলিমিনেটর ম্যাচটি জিততে পারলে বাড়বে লাহোরের ম্যাচ সংখ্যা। নয়তো বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে তাদের যাত্রা। তবে পাকিস্তানেই থাকবেন রিশাদ। তিন টি-টোয়েন্টি খেলতে রোববার পাকিস্তান যাবে বাংলাদেশ দল।