১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

প্রথম ম্যাচে বাংলাদেশের বড় হার

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫

 

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৯/৩

10 Jul 2025, 10:47 PM

৭ উইকেটের হার

উইকেটে বোলারদের জন্য কিছুটা সহায়তা ছিল, ১৫৪ রানের পুঁজি নিয়েও লড়াই করা যেত। কিন্তু শুরুর এলোমেলো বোলিংয়ে সেটা পারেনি বাংলাদেশ।

পাওয়ার প্লেতে ভীষণ খরুচে বোলিংয়ের মাশুল দিয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে লিটন দাসের দল। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে তারা।

১৫৫ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতেই ছুঁয়েছে শ্রীলঙ্কা। এতে বড় অবদান দুই ওপেনার কুসাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার। মূলত তাদের ২৮ বল স্থায়ী ৭৮ রানের বিস্ফোরক জুটিতেই ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।  

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪; কারুনারাত্নে ১-০-৮-০, থুশারা ৪-০-৩২-১, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৭-২, শানাকা ৪-০-২২-১, ভ্যান্ডারসে ৪-০-২৫-১)

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৯/৩ (নিসাঙ্কা ৪২, মেন্ডিস ৭৩, পেরেরা ২৪, আভিশকা ১১, আসালাঙ্কা ৮; সাইফ ৩-০-২২-১, তাসকিন ৩-০-৪৩-০, তানজিম ৪-০-৩৪-০, মিরাজ ৪-০-২৪-১, শামীম ১-০-১১-০, রিশাদ ৪-০-২৪-১)

10 Jul 2025, 10:36 PM

শামীমের দুর্দান্ত ক্যাচ

ম্যাচ শেষ করে আসতে পারলেন না কুসাল মেন্ডিস। শামীম হোসেনের দুর্দান্ত ক্যাচে ফিরে গেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মোহাম্মদ সাইফ উদ্দিনের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন মেন্ডিস। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট এক্সট্রা-কাভারে। সেখানে হাত বাড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন শামীম।

৫১ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৭৩ রান করে ফেরেন মেন্ডিস।

১৮ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১৫০। ক্রিজে আভিশকা ফার্নান্দোর সঙ্গী চারিথ আসালাঙ্কা।

10 Jul 2025, 10:16 PM

কুসাল পেরেরাকে ফেরালেন রিশাদ

লেগ স্পিনার রিশাদ হোসেনের গুগলি বুঝতে পারলেন না কুসাল পেরেরা। সুইপ করতে গিয়ে গড়বড় করে ফেললেন বাঁহাতি ওপেনার। ছুটে গিয়ে ক্যাচ নিলেন উইকেটরক্ষক লিটন দাস।

কুসাল পেরেরার বিদায়ে ভাঙল ৪৯ বল স্থায়ী ৪২ রানের জুটি।

২৫ বলে দুই চার ও এক ছক্কায় ২৪ রান করলেন কুসাল পেরেরা।

১৩ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ১২০। ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী আভিশকা ফার্নান্দো।

10 Jul 2025, 10:12 PM

৩১ বলে মেন্ডিসের পঞ্চাশ

ঝড়ো ব্যাটিংয়ে পঞ্চাশ রানের দেখা পেয়েছেন কুসাল মেন্ডিস, ৩১ বলে।

পাওয়ার প্লের অমন বিস্ফোরক ব্যাটিং পরে আর করেননি এই ওপেনার। তবে সাবলীল গতিতেই এগিয়ে যাচ্ছেন তিনি।

পঞ্চাশ ছোঁয়ার পথে মেরেছেন তিনটি করে ছক্কা ও চার।

১১ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১১৪। ৫০ রানে ব্যাট করছেন মেন্ডিস। ২১ রানে খেলছেন কুসাল পেরেরা।

10 Jul 2025, 10:00 PM

৯ ওভারে শ্রীলঙ্কার একশ

বাংলাদেশের এলোমেলো বোলিং কাজে লাগিয়ে নবম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে শ্রীলঙ্কা।

পাথুম নিসাঙ্কার বিদায়ের পর রানের গতি একটু কমেছে, তবে এরপরও স্বাগতিকদের রান রেট ১১- এর বেশি।

৯ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১০১। ২৪ বলে ৪৭ রানে ব্যাট করছেন কুসাল মেন্ডিস। ১৪ বলে ১১ রানে খেলছেন কুসাল পেরেরা।

10 Jul 2025, 09:49 PM

আগ্রাসী জুটি ভাঙলেন মিরাজ

পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম তিন বলে দুই ছক্কায় ১৪ রান দিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনিই ভাঙলেন দ্রুত এগোনো উদ্বোধনী জুটি।

অফ স্পিনারের বল টেনে লেগ দিয়ে ছক্কা মারার চেষ্টায় টাইমিং করতে পারেননি পাথুম নিসাঙ্কা। অনেক উঁচুতে উঠে যাওয়া ক্যাচ মিড অনে নেন রিশাদ হোসেন। ভাঙে ২৮ বল স্থায়ী ৭৮ রানের জুটি!

১৬ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৪২ রান করেন নিসাঙ্কা।

৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৭৮। ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী কুসাল পেরেরা।

10 Jul 2025, 09:42 PM

১৯ বলে জুটির পঞ্চাশ

বল কোথায় ফেলবেন তা যেন বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের পেসাররা। তাদের উপর চড়াও হয়ে কেবল ১৯ বলে পঞ্চাশ ছুঁয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান।

তাসকিন আহমেদকে ছক্কায় উড়িয়ে দল ও জুটির রান পঞ্চাশে নিয়ে যান কুসাল মেন্ডিস। পরের দুই বলে মারেন চার ও ছক্কা।

প্রথম ৪ ওভারে স্বাগতিকরা করেছে ৬৪ রান। এই সময়ে আট চারের সঙ্গে মেরেছে চারটি ছয়।

বাংলাদেশ ২০ ওভার মিলিয়ে ১২ চারের সঙ্গে মেরেছিল চারটি ছক্কা।

10 Jul 2025, 09:36 PM

শ্রীলঙ্কার উড়ন্ত সূচনা

প্রথম ৩ ওভার তিন পেসারকে দিয়ে করালেন লিটন দাস। তিনজনই রান দিলেন অকাতরে।

ইনিংসের প্রথম তিন বলে তিনটি চার হজম করেন মোহাম্মদ সাইফ উদ্দিন। পরের ওভারে দুই চার ও এক ছক্কায় ১৬ রান দেন তাসকিন আহমেদ।

প্রথম তিন বলে দুই রান দেওয়া তানজিম হাসান পরের তিন বলে ছক্কার সঙ্গে হজম করেন টানা দুটি চার।

৩ ওভারে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৪৬।

৮ বলে কুসাল মেন্ডিস খেলছেন ১৮ রানে। ১০ বলে পাথুম নিসাঙ্কার রান ২৭।

10 Jul 2025, 09:11 PM

১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঝড়ো শুরু করেও তেমন বড় হল না বাংলাদেশের সংগ্রহ। পারভেজ হোসেন ছাড়া আর কেউ তেমন কিছু করতে না পারায় ১৫৪ রানে থামল সফরকারীদের ইনিংস।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের ২৬ ম্যাচে ১৫৫ রানের কম করে জয়ের নজির আছে মাত্র একটি। এছাড়া টাই হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশকে তাই জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জই জিততে হবে।

অথচ টস হেরে ব্যাটিং নেমে পারভেজের ব্যাটে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৪ রান। সেখান থেকে ক্রমেই পিছিয়ে বাকি ১৪ ওভারে আর মাত্র ১০০ রান নিতে পেরেছে তারা।

২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন পারভেজ। এছাড়া ৩২ রান করতে ২৯ বল খেলে ফেলেন তিন বছর পর ফেরা মোহাম্মদ নাঈম শেখ। ২৩ বলে ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ।

শেষ দিকে দুই ছক্কায় ৫ বলে ১৪ রান করে দলকে দেড়শ পার করান শামীম হোসেন।

তানজিদ হাসান (১৭ বলে ১৬), লিটন কুমার দাস (১১ বলে ৬) ও তাওহিদ হৃদয় (১৩ বলে ১০) ধীর ব্যাটিং করলে বড় হয়নি বাংলাদেশের সংগ্রহ। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (পারভেজ ৩৮, তানজিদ ১৬, লিটন ৬, নাঈম ৩২*, হৃদয় ১০, মিরাজ ২৯, শামীম ১৪*; কারুনারাত্নে ১-০-৮-০, থুশারা ৪-০-৩২-১, বিনুরা ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৭-২, শানাকা ৪-০-২২-১, ভ্যান্ডারসে ৪-০-২৫-১)

10 Jul 2025, 09:11 PM

মিরাজকে ফেরালেন থিকশানা

বেশি কিছু করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। মাহিশ থিকশানার বলে বড় শটের খোঁজে কাভারে ধরা পড়লেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার।

৪ চারে ২৩ বলে ২৯ রান করে ফেরেন মিরাজ। ২৫ বলে ২৭ রানে অপরাজিত মোহাম্মদ নাঈম শেখ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শামীম হোসেন।

১৮.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৫ রান।

10 Jul 2025, 08:47 PM

১৫তম ওভারে বাংলাদেশের একশ

দাসুন শানাকার শর্ট বল পুল করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে গেল ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। ১৫তম ওভারে একশ পূর্ণ করে ফেলল বাংলাদেশ।

পরের বলেই অবশ্য নিয়ন্ত্রিত পুল শটে আরেকটি চার মেরে দেন মিরাজ। এর মধ্যে প্রথমটি ছিল ২৮ বল পর বাংলাদেশের প্রথম বাউন্ডারি।

১৫ ওভারে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান। মিরাজ ৯ বলে ১৩ ও মোহাম্মদ নাঈম শেখ ১৮ বলে ১৯ রানে অপরাজিত।

10 Jul 2025, 08:41 PM

রিভিউ নিয়ে বাঁচলেন নাঈম

জেফ্রি ভ্যান্ডারসের স্টাম্পের ওপর করা বলে সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। প্রায় সঙ্গে সঙ্গেই আঙুল তুলে দিলেন আম্পায়ার। 

বেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নিলেন নাঈম। রিপ্লেতে দেখা যায়, বল পিচ করেছে লেগ স্টাম্প লাইনের বাইরে। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ১৬ রানে বেঁচে যান প্রায় তিন বছর পর ফেরা নাঈম। 

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৭ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ৮ ওভারে মাত্র ৪৩ রান করতে ৩ উইকেট হারিয়েছে তারা। 

মেহেদী হাসান মিরাজ ৪ বলে ৩ ও নাঈম ১৭ বলে ১৮ রানে অপরাজিত।

10 Jul 2025, 08:37 PM

১৩ বলে ১০ রানে হৃদয়ের বিদায়

দাসুন শানাকার অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি স্ল্যাশ করে অস্বস্তিময় ইনিংসের ইতি টানলেন তাওহিদ হৃদয়। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিলেন কুসাল মেন্ডিস।

১০ রান করতে ১৩ বল খেলে ফিরলেন পাঁচ নম্বরে নামা হৃদয়। 

নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে ১৬ রানে অপরাজিত মোহাম্মদ নাঈম শেখ।

১৩ বলে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৩ রান।

10 Jul 2025, 08:24 PM

মাঝপথে ৩ উইকেটে ৭৯

জেফ্রি ভ্যান্ডারসের লেগ স্টাম্পের বাইরে ফুল লেংথ বল স্লগ সুইপ করলেন মোহাম্মদ নাঈম শেখ। বল চলে গেল ডিপ স্কয়ার লেগ সীমানার ওপারে। ২৭ বলের বাউন্ডারি খরা কাটাল বাংলাদেশ।

ষষ্ঠ ওভারের প্রথম বলের পর দশম ওভারের চতুর্থ বল পর্যন্ত আর বাউন্ডারি মারতে পারেনি বাংলাদেশ। তাই রান রেটও কমে যায় অনেকটা। নাঈমের ছক্কায় কিছুটা বেড়েছে সেটি।

ইনিংসের মাঝপথে অর্থাৎ ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৯ রান। নাঈম ৭ বলে ১০ ও তাওহিদ হৃদয় ৩ বলে ৩ রানে অপরাজিত।

10 Jul 2025, 08:20 PM

ছক্কার খোঁজে পারভেজের অক্কা

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান রেট ঠিক রেখেছিলেন পারভেজ হোসেন। এবার আরেকটি বড় শটের খোঁজেই বিদায়ঘণ্টা বাজল তার। মাহিশ থিকশানার বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়লেন পারভেজ।

৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৮ রান করে ফেরেন বাঁহাতি ওপেনার।  ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ ও তাওহিদ হৃদয়।

দারুণ পাওয়ার প্লের পর এখন পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর ৩ ওভারে মাত্র ১৫ রান করতে হারিয়েছে ২ উইকেট।

৯ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান।

10 Jul 2025, 08:15 PM

টিকলেন না লিটন

সাদা বলের ক্রিকেটে লিটন কুমার দাসের দুর্দশা চলছেই। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রান করে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

জেফ্রি ভ্যান্ডারসের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন লিটন। রিভিউ নিলে দেখা যায়, বলের ইমপ্যাক্ট ছিল আম্পায়ার্স কল। অর্থাৎ আম্পায়ার আউট না দিলে বেঁচে যেতেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।

১১ বলের ইনিংসে কোনো বাউন্ডারি মারতে পারেননি লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে টানা ১৩ ইনিংসে পঞ্চাশ করতে পারলেন না তিনি। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার সবশেষ ফিফটি ১৬ ইনিংস আগে।

ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রায় তিন বছর পর সুযোগ পাওয়া মোহাম্মদ নাঈম শেখ। ২০ বলে ৩৭ রানে খেলছেন পারভেজ হোসেন। 

৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান।

10 Jul 2025, 08:04 PM

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪

তানজিদ হাসানের উইকেট হারালেও পারভেজ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ভালো পাওয়ার প্লে কাটাল বাংলাদেশ। ৬ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান।

শুরুর ৬ ওভারের প্রতিটিতে অন্তত একটি বাউন্ডারি মেরেছে বাংলাদেশ। চতুর্থ ওভারে মাহিশ থিকশানার ওভার থেকে আসে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ রান।

এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করে ৫ চার ও ১ ছক্কায় ১৬ বলে ৩৫ রানে খেলছেন পারভেজ। তিন নম্বরে নামা লিটন কুমার দাস ৩ বলে ২ রানে অপরাজিত।

10 Jul 2025, 07:59 PM

তানজিদকে ফেরালেন থুসারা

নুয়ান থুসারার আগের বলেই চমৎকার ফ্লিক শটে চার মেরেছিলেন তানজিদ হাসান। পরের বল লো ফুল টসে আবারও বাউন্ডারির চেষ্টা করলেন বাঁহাতি ওপেনার। কিন্তু মিড উইকেটের ফিল্ডারকে পার করতে পারলেন না।

অনায়াসে ক্যাচ নিলেন মাহিশ থিকশানা। ১৭ বলে ১৬ রান করে ফিরলেন তানজিদ।

তানজিদ ধীর ব্যাটিং করলেও অন্য প্রান্তে আগ্রাসী ছন্দে পারভেজ হোসেন। যার সৌজন্যে ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান।

নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। ১৩ বলে ২৯ রানে অপরাজিত পারভেজ।

10 Jul 2025, 07:28 PM

শ্রীলঙ্কা একাদশে শানাকা-কারুনারত্নে

লম্বা সময় পর দলে ফেরা দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা কারুনারাত্নে জায়গা পেলেন একাদশেও। বোলিংয়ে বিকল্পের কোনো অভাব নেই শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কার সামনে। অলরাউন্ডারসহ সাত বোলার পাচ্ছেন তিনি, এদের চার জন পেসার, তিন জন স্পিনার।

একাদশে নেই লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

10 Jul 2025, 07:23 PM

তিন পেসার, দুই স্পিনার নিয়ে বাংলাদেশ

ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে ফিরলেও ওয়ানডে সিরিজে মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তার সঙ্গে  অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান। একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের।

স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। জায়গা হয়নি শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদের।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন।

10 Jul 2025, 07:23 PM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হারলেন জিতলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি নিলেন ফিল্ডিং।

10 Jul 2025, 06:35 PM

এবার টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডের হতাশার পর এবার শ্রীলঙ্কা সফরের শেষ সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গলে ড্র করে সফর শুরু করে শ্রীলঙ্কায় বাকি সময়টা তেমন ভালো কাটেনি বাংলাদেশের। টেস্ট সিরিজের পরের ম্যাচে হেরেছে তারা। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতলেও, বাকি দুই ম্যাচে লড়াই করতে পারেনি সফরকারীরা।

টি-টোয়েন্টিতেও সার্বিকভাবে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

সব মিলিয়ে সবশেষ ১৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র ৪টি।

লিটন কুমার দাসের দলের প্রেরণা হতে পারে শ্রীলঙ্কায় বাংলাদেশের পারফরম্যান্স। লঙ্কানদের বিপক্ষে তাদের মাঠে সবশেষ তিন টি-টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। তবে ২০১৮ সালের পর আর শ্রীলঙ্কার মাঠে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেনি তারা।