নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ
Published : 28 Dec 2024, 04:33 PM
১৭৩ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই ১২১ রান করে ফেলে শ্রীলঙ্কা। কিন্তু, এরপরই পথ হারিয়ে দলটির জয়ের আশা ফিকে হয়ে গেল। চার বলে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জ্যাকব ডাফি। শেষ দিকে দ্যুতি ছড়ালেন ম্যাট হেনরি। তাদের চমৎকার বোলিংয়ে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল নিউ জিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার প্রথম টি-টোয়েন্টি ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। ১৭২ রানের পুঁজি গড়ে লঙ্কানদের তারা থামিয়ে দিয়েছে ১৬৪ রানে।
ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ডাফি। এই পেসার ৪ ওভারে ২১ রান দিয়ে পান ৩ উইকেট। ১৯তম ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া হেনরির বোলিং বিশ্লেষণ, ৪-০-২৮-২। জ্যাকরি ফুকস ৪১ রান দিয়ে ধরেন দুই শিকার।
৩ ছক্কা ও ৭ চারে ৬০ বলে ৯০ রানের ইনিংসেও দলকে জেতাতে পারলেন না পাথুম নিসাঙ্কা। আরেক ওপেনার কুসাল মেন্ডিস ১ ছক্কা ও ৬ চারে করেন ৪৬ রান। দলটির ইনিংস দুই অঙ্কে ছুঁতে পারেননি আর কেউ। ১৪ রানে ৫ উইকেট হারিয়ে পায় হারের তেতো স্বাদ।
শেষের মতো শুরুটা একদম ভালো ছিল না নিউ জিল্যান্ডের। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে লড়ার পুঁজি এনে দেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ২ ছক্কা ও ৪টি চারে ৬২ রান করেন মিচেল। ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে চারটি করে ছক্কা-চারে ৩৩ বলে ৫৯ রান।
দুইজনে গড়েন ৬০ বলে ১০৫ রানের জুটি। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে যা কিউইদের রেকর্ড। আগের সেরা ছিল ব্রেন্ডন ম্যাককালাম ও লুক রনকির ৮৫ রানের জুটি।
টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের দুই ওপেনার টিম রবিনসন ও রাচিন রাভিন্দ্রাকে চতুর্থ ওভারে ফিরিয়ে দেন বিনুরা ফার্নান্দো। মার্ক চ্যাপম্যানকে ইনিংস বড় করতে দেননি মাথিশা পাথিরানা। ওয়ানিন্দু হাসারাঙ্গার পরপর দুই বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস ও মিচেল হে।
অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলের হাল ধরেন মিচেল ও ব্রেসওয়েল। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান বাড়ানো দুই ব্যাটসম্যান পঞ্চাশে পা রাখেন একই ওভারে, ব্রেসওয়েল ২৮ বলে ও মিচেল ৩৫ বলে। ইনিংসের শেষ ওভারে বিদায় ঘণ্টা বাজে দুইজনেরই।
শেষ ১০ ওভারে ১০৭ রান তোলে নিউ জিল্যান্ড।
রান তাড়ায় শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন নিসাঙ্কা ও মেন্ডিস। চতুর্থ ওভারে ফুকসকে দুই চার ও এক ছক্কা মারেন নিসাঙ্কা। অন্যপ্রান্তে কিছুটা ধীরলয়ে এগোনো মেন্ডিস ছক্কা হাঁকান ব্রেসওয়েলকে। রাভিন্দ্রাকে ছক্কায় উড়িয়ে ৩৪ বলে ফিফটিতে পা রাখেন নিসাঙ্কা।
দারুণ খেলতে থাকা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন ডাফি। মেন্ডিসকে কট বিহাইন্ড করার এক বল পর টানা দুই ডেলিভারিতে ফেরান তিনি কুসাল পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে। ১২১ রানে দাঁড়িয়ে ৩ উইকেট হারায় লঙ্কানরা।
অন্য প্রান্তে দলকে লক্ষ্যের দিকে টেনে নেন নিসাঙ্কা। তাকে সঙ্গ দিতে পারেননি চারিথ আসালাঙ্কা। শেষ ১১ বলে যখন প্রয়োজন ২০ রান, হেনরিকে ছক্কার চেষ্টায় নিসাঙ্কা বাউন্ডারিতে ধরা পড়লে অনেকটাই শেষ হয়ে যায় লঙ্কানদের আশা। দুইবারের চেষ্টায় দারুণ ক্যাচ নেন রবিনসন।
এক বল পর ভানুকা রাজাপাকসাকেও ফিরিয়ে দেন হেনরি। শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মেলাতে পারেনি লঙ্কানরা।
একই মাঠে দুই দলের পরের টি-টোয়েন্টি আগামী সোমবার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৮ (রবিনসন ১১, রাভিন্দ্রা ৮, চ্যাপম্যান ১৫, ফিলিপিস ৮, মিচেল ৬২, হে ০, ব্রেসওয়েল, স্যান্টনার ১*, ফুকস ১; তুষারা ৪-০-২৮-০, বিনুরা ৪-০-২২-২, থিকশানা ৪-০-২৯-২, পাথিরানা ৪-০-৬০-১, হাসারাঙ্গা ৪-০-৩৩-২)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৪/৮ (নিসাঙ্কা ৯০, মেন্ডিস ৪৬, পেরেরা ০, কামিন্দু ০, আসালাঙ্কা ৩, রাজাপাকসা ৮, হাসারাঙ্গা ৫, থিকশানা ১, বিনুরা ৪*, পাথিরানা ০*; হেনরি ৪-০-২৮-১, ডাফি ৪-০-২১-৩, ফুকস ৪-০-৪১-২, স্যান্টনার ৪-০-২৬-০, ব্রেসওয়েল ৩-০-৩০-০, রাভিন্দ্রা ১-০-১৪-০)
ফল: নিউ জিল্যান্ড ৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জ্যাকব ডাফি
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে নিউ জিল্যান্ড