০৬ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ দিন

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩

17 Jun 2025, 06:07 PM

বাংলাদেশের দারুণ দিন

২০২৩ সালের পর প্রথম সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। ১৪ ইনিংসের মধ‍্যে প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করলেন মুশফিকুর রহিম। তাদের জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ উইকেটে নিজেদের সেরা জুটি গড়ল বাংলাদেশ। তাতে প্রথম দিনে চালকের আসনে বসে গেল সফরকারীরা।

প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯২। ষষ্ঠ সেঞ্চুরিতে ২৬০ বলে ১৪ চার ও এক ছক্কায় ১৩৬ রানে খেলছেন অধিনায়ক শান্ত।

দ্বাদশ সেঞ্চুরিতে ১৮৬ বলে পাঁচ চারে মুশফিকের রান ১০৫।

তাদের জুটিতে ২৪৭ রান এসেছে ৪৪৩ বলে।

১৭তম ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন দলের সাবেক ও বর্তমান অধিনায়ক। লঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে দলকে নিয়ে গেছেন তিনশ রানের কাছে।

দ্বিতীয় নতুন বলের ১০ ওভারও কাটিয়ে দিয়েছেন শান্ত ও মুশফিক। দ্বিতীয় দিন তারা নামবেন ইনিংস যতটা সম্ভব বড় করার লক্ষ‍্য নিয়ে।

২ উইকেট নিলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনেই রান দেওয়ার সেঞ্চুরি হয়ে গেছে থারিন্দু রাত্নায়াকের। আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়া আঁটসাঁট বোলিং করলেও কোনো উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; আসিথা ১৪-২-৫১-১, মিলান রত্নায়াকে ১২-৩-১৯-০, থারিন্দু রাত্নায়াকে ৩২-৩-১২৪-২, জয়াসুরিয়া ২৯-০-৮৬-০, ডি সিলভা ৩-০-৭-০)

17 Jun 2025, 05:45 PM

মুশফিকের দ্বাদশ সেঞ্চুরি

নাজমুল হোসেন শান্তর পর সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। টেস্টে এটি তার দ্বাদশ সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ, গলে দ্বিতীয়।

আসিথা ফার্নন্দোর বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন মুশফিক, ১৭৬ বলে। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে পাঁচটি চার।

গত অগাস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংস খেলা পর আর পঞ্চাশ ছুঁতে পারছিলেন না মুশফিক। অবশ‍েষে ছন্দে ফিরলেন তিনি। ১৪ ইনিংসের প্রথম পঞ্চাশ ছুঁয়ে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করলেন তিনি।

৮৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮০।

17 Jun 2025, 05:32 PM

শ্রীলঙ্কার ব‍্যর্থ রিভিউ

দ্বিতীয় নতুন বলে উইকেটের আশায় রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো শ্রীলঙ্কা। প্রথম দিনে এ নিয়ে দুটি রিভিয় হারাল তারা।

নাজমুল হোসেন শান্ত যেতে পারেননি আসিথা ফার্নান্দোর বলের লাইনে। আম্পায়ার জোরাল আবদনে সাড়া না দিলে রিভিউ নেন শ্রীলঙ্কা অধিনায়ক।

রিপ্লেতে দেখা যায় বল চলে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

আগের ওভারে টেস্টে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করা শান্ত আসিথার এই ওভারে থেকে নেন ১০ রান।

৮৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৭৩।

17 Jun 2025, 05:19 PM

শান্ত-মুশফিকের জুটিতে দুইশ

দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে তারা উপহার দিয়েছেন বাংলাদেশের প্রথম দুইশ রানের জুটি।

৩৬৫ বলে এসেছে বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কের জুটির দুইশ, একশ এসেছিল ১৮৭ বলে।

চতুর্থ উইকেটে বাংলাদেশের এটি তৃতীয় দুইশ রানের জুটি। আগের দুটি জুটিই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আগে এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ১৮০।

17 Jun 2025, 04:56 PM

খরা কাটিয়ে শান্তর সেঞ্চুরি

৯৮ রানে একটু থেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। মেডেন খেলেছিলেন থারিন্দু রাত্নায়াকের ওভার। পরের ওভারে আর অপেক্ষা প্রলম্বিত হয়নি বাংলাদেশ অধিনায়কের। প্রবাথ জয়াসুরিয়ার বলে দুই রান নিয়ে পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া।

টেস্ট ক্রিকেটে শান্তর ষষ্ঠ সেঞ্চুরি এসেছে ২০২ বলে। শ্রীলঙ্কায় এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষেও দ্বিতীয়।

শ্রীলঙ্কায় বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করলেন শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে এটি তার প্রথম তিন অঙ্কের ইনিংস।

৭৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৩৪। ২০৩ বলে ১০১ রানে খেলছেন শান্ত। ১৪৭ বলে মুশফিকুর রহিমের রান ৮৬।

17 Jun 2025, 04:47 PM

উইকেটশূন‍্য আরেকটি ঘণ্টা

তৃতীয় ও শেষ সেশনের প্রথম ঘণ্টাতেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। নিজের ষষ্ঠ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দ্বাদশ সেঞ্চুরি থেকে বেশি দূরে নেই মুশফিকুর রহিম।

৭৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২২৯। ১৯৯ বলে ৯৮ রানে খেলছেন শান্ত। ১৪৫ বলে মুশফিকের রান ৮৪।

17 Jun 2025, 04:02 PM

বাংলাদেশের দুইশ

৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ আর কোনো উইকেট না হারিয়ে ছুঁয়েছে দুইশ, ৬৩তম ওভারে।

৩২তম ওভারে একশ ছুঁয়েছিল বাংলাদেশ।

১২৩ বলে ৭২ রানে খেলছেন মুশফিকুর রহিম। ১৬১ বলে নাজমুল হোসেন শান্ত ব‍্যাট করছেন ৮২ রানে।

17 Jun 2025, 03:51 PM

শান্ত-মুশফিকের জুটিতে দেড়শ

নিজেদের প্রথম শতরানের জুটিকে দেড়শ পর্যন্ত নিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম, ২৬৬ বলে।

চা-বিরতির পর রানের গতি একটু বাড়ানোর চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত। পরপর দুই ওভারে মেরেছেন দুটি চার। আরেক প্রান্তে নিজের মতো করে খেলে যাচ্ছেন মুশফিক।

টেস্টে চতুর্থ ইনিংসের শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় দেড়শ ছোঁয়া জুটি। ২০১৮ সালে চট্টগ্রামে লিটন দাস ও মুমিনুল হকের ১৮০ এখনও সর্বোচ্চ। এই মাঠেই ২০২২ সালে মুশফিকের সঙ্গে লিটনে ১৬৫ দ্বিতীয় সর্বোচ্চ।

৬১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। ৮০ রানে খেলছেন শান্ত, ৭০ রানে মুশফিক।

17 Jun 2025, 03:24 PM

শান্ত-মুশফিকের ব‍্যাটে দারুণ সেশন

দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পঞ্চাশ ছুঁয়ে আরও সামনে এগোচ্ছেন দুই ব‍্যাটসম‍্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের শতরানের জুটিতে ধীরে ধীরে দৃঢ় ভিতের উপর দাঁড়াচ্ছে বাংলাদেশ।

চা-বিরতির সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮২। ৩০ ওভারের দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা যোগ করেছে ৯২ রান।

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শান্ত ও মুশফিকের জুটিতে সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে সফরকারীরা।

অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েছেন দুই ব‍্যাটসম‍্যান, ২৫১ বলে। টেস্টে তাদের মধ‍্যে এটাই প্রথম শতরানের জুটি। আগের সেরা ছিল নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ৯৮, ২০২৩ সালের নভেম্বরে সিলেট টেস্টে।

১১১ বলে চারটি চারে ৬৬ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিক। এক ছক্কা ও সাত চারে অধিনায়ক শান্তর রান ৭০।  

17 Jun 2025, 02:39 PM

শান্ত-মুশফিকের পঞ্চাশ, জুটির একশ

২ বলের মধ‍্যে দুই ব‍্যাটসম‍্যানের হাতে ধরা দিল প‍ঞ্চাশ। জুটির একশও হয়ে গেল এর মধ‍্যে।

প্রবাথ জয়াসুরিয়ার বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন নাজমুল হোসেন শান্ত, ১০৭ বলে। ওই রানের পূর্ণ হয় জুটির একশ, ১৮৭ বলে। টেস্টে শান্ত ও মুশফিকের এটাই শতরানের প্রথম বন্ধন। 

পরের বলে সিঙ্গেল নিয়ে ক‍্যারিয়ারের ২৮তম পঞ্চাশ স্পর্শ করেন মুশফিক। শ্রীলঙ্কায় ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সফল এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান পঞ্চাশে যান ৮৪ বলে।

গত অগাস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংস খেলার পর নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন মুশফিক। খরা কাটিয়ে ১৪ ইনিংসে পেলেন প্রথম পঞ্চাশের দেখা।

৪৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৭। ৮৫ বলে তিন চারে ৫০ রানে খেলছেন মুশফিক। পাঁচ চার ও এক ছক্কায় শান্তর রান ১০৯ বলে ৫১।

17 Jun 2025, 02:20 PM

উইকেটশূন‍্য ঘণ্টা

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে ধীরে কিন্তু দৃঢ়ভাবে।

পানি বিরতির সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩৪। ৯২ বলে শান্তর রান ৪৩। ৭২ বলে মুশফিকের রান ৪৫। গত অগাস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসের পর এটাই তার সর্বোচ্চ।

17 Jun 2025, 01:32 PM

শান্ত-মুশফিকের জুটিতে পঞ্চাশ

দ্বিতীয় সেশনের শুরুতেই পঞ্চাশ স্পর্শ করল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটি, ৮৪ বলে। জুটিতে অগ্রণী মুশফিক, অন‍্য প্রান্তে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক শান্ত।  

পরের ওভারে থারিন্দু রাত্নায়াকের বলে দুটি চার মেরে দলকে একশ রানে নিয়ে গেলেন মুশফিক।

৩২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৪। ৪৫ বলে মুশফিকের রান ৩৩। শান্তর রান ৫৩ বলে ২৬।

17 Jun 2025, 12:38 PM

প্রথম সেশনে ৩ উইকেট

টস জিতে ব‍্যাট করতে নেমে ৪৫ রানে প্রথম তিন ব‍্যাটসম‍্যানকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

প্রথম সেশনে ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান করেছে বাংলাদেশ। শান্ত ও মুশফিকের জুটিতে এসেছে এর অর্ধেক, ৭১ বলে।

তিন চার ও এক ছক্কায় ৪৩ বলে ২৫ রানে খেলছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। নিজের ৯৭তম টেস্টে এক চারে ৩১ বলে ২০ রানে খেলছেন মুশফিক।

প্রথম ঘণ্টায় শূন‍্য রানে ফেরেন এনামুল হক। দ্বিতীয় ঘণ্টায় পরপর দুই ওভারে বিদায় নেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।

স্বাগতিক বোলারদের চেপে ধরার সুযোগ দিচ্ছেন না শান্ত ও মুমিনুল। অভিষেকে হ‍্যাটট্রিকের সম্ভাবনা জাগানো থারিন্দু রাত্নায়াকের উপর বেশ চড়াও হয়েছেন তারা। অভিজ্ঞ প্রবাথ জয়াসুরিয়ার বল খেলছেন সাবধানে।

১০ ওভারে ২ উইকেট নিতে ৫০ রান খরচ করেছেন থারিন্দু। ৯ ওভারে জয়াসুরিয়া দিয়েছেন ২১ রান।

17 Jun 2025, 11:57 AM

থিতু হয়ে ফিরলেন মুমিনুল

যেখানে জীবন পেয়েছিলেন সেই স্লিপেই ক‍্যাচ দিয়ে ফিরলেন মুমিনুল হক। থারিন্দু রাত্নায়াকের বলে কাট করতে গিয়ে ধানাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়লেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে পিছিয়ে গিয়ে কাট করেন মুমিনুল। অনেকটা নিচু হয়ে থাকা ধনাঞ্জায়া এবার প্রতিক্রিয়া দেখান দ্রুত। ঝাঁপিয়ে মুঠোয় নেন ক‍্যাচ।

৩৩ বলে চারটি চারে ২৯ রান করেন মুমিনুল।

থারিন্দুর হ‍্যাটট্রিক বল ঠেকিয়ে দেন কঠিন সময়ের মধ‍্য দিয়ে যাওয়া মুশফিকুর রহিম।

১৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৬। দলকে কক্ষপথে ফেরানোর কঠিন ভার মুশফিক ও নাজমুল হোসেন শান্তর কাঁধে।

17 Jun 2025, 11:52 AM

সাদমানের প্রতিরোধ ভাঙলেন থারিন্দু

উইকেটের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না থারিন্দু রাত্নায়াকের। নিজের চতুর্থ ওভারে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটের দেখা পেলেন এই স্পিনার।

লম্বা সময় ক্রিজে থাকলেও ঠিক থিতু হতে পারেননি সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরে স্লিপে ধনাঞ্জায়া ডি সিলভাকে সহজ ক‍্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। ভাঙে ৬৪ বল স্থায়ী ৩৪ রানের জুটি।

৫৩ বলে এক চারে ১৪ রান করেন সাদমান।

১৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৯। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম।

17 Jun 2025, 11:46 AM

জীবন পেলেন মুমিনুল

নিজের তৃতীয় ওভারে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট পেতে পারতেন থারিন্দু রাত্নায়াকে।

প্রান্ত বদল করা স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করেছিলেন মুমিনুল। ঠিকঠাক পারেননি, ক‍্যাচ যায় প্রথম স্লিপে।

দ্রুত আসা বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা। আঙুল ছোঁয়াতে পারলেও ক‍্যাচ মুঠোয় নিতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক।

সে সময় ২১ রানে ছিলেন মুমিনুল।  

17 Jun 2025, 11:39 AM

প্রথম ঘণ্টায় ১ উইকেট

ক্রিজে যাওয়ার পর থেকে সাবলীল ব‍্যাটিং করছেন মুমিনুল হক। আরেক প্রান্তে সাবধানী ব‍্যাটিং করছেন সাদমান ইসলাম। তাতে শুরুর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ১ উইকেটে ৩২ রান করেছে বাংলাদেশ। ২৬ ওভারে তিন চারে ২২ রানে ব‍্যাট করছেন মুমিনুল। ৪৩ বলে এক চারে সাদমানের রান ৯।

প্রথম ঘণ্টায় এনামুল হকের উইকেট হারিয়েছে বাংলাদেশ। আসিফ ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে শূন‍্য রানেই ফিরেছেন অভিজ্ঞ ওপেনার।

17 Jun 2025, 11:27 AM

শ্রীলঙ্কার ব‍্যর্থ রিভিউ

অভিষেকে দ্রুতই বল হাতে পেলেন থারিন্দু রাত্নায়াকে। অষ্টম ওভারে আক্রমণে এসে দিলেন ২ রান। পরের ওভারে তার বলে রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো শ্রীলঙ্কা।

বাঁহাতি ব‍্যাটসম‍্যানদের অফ স্পিন করছেন রাত্নায়াকে। দশম ওভারের প্রথম বলে সুইপ করে বাউন্ডারি মারেন মুমিনুল হক। এক বল পর এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে শেষ মুহূর্তে রিভিউ নেন শ্রীলঙ্কা অধিনায়ক।

রিপ্লেতে দেখা গেছে, মুমিনুলের ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল। তাতে স্বাগতিকরা হারাল তাদের প্রথম রিভিউ।

১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২২। ১৬ বলে দুই চারে ১৩ রানে খেলছেন মুমিনুল। ৩৫ বলে এক চারে ৮ খেলছেন সাদমান ইসলাম।

17 Jun 2025, 11:04 AM

শূন‍্যতেই শেষ এনামুল

প্রথম ওভারে বাউন্ডারির পর সিঙ্গেল নিলেন সাদমান ইসলাম। পরের ওভারগুলোতে আর রানের দেখা পেলেন না দুই ওপেনার।

নতুন বলে দারুণ বোলিং করে যাওয়া আসিথা ফের্নান্দো দ্রুতই পুরস্কার পেলেন। পঞ্চম ওভারে তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপার কুসাল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়লেন এনামুল হক। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।

ভাঙল ২৭ বল স্থায়ী ৫ রানের জুটি।  

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬/১। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

17 Jun 2025, 10:23 AM

শ্রীলঙ্কা দলে দুই অভিষিক্ত

টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় জনের মধ‍্যে দুই জনকে গল টেস্টে সুযোগ দিয়েছে শ্রীলঙ্কা। অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউসের বিদায়ী টেস্টে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব‍্যাটসম‍্যান লাহিরু উদারা ও দুই হাতেই বোলিং করতে পারা স্পিনার থারিন্দু রাত্নায়াকের।

প্রথম টেস্টের শ্রীলঙ্কা দল: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাবাথ জায়াসুরিয়া, থারিন্দু রাত্নায়াকে, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো।

17 Jun 2025, 10:17 AM

একাদশে নেই মিরাজ-ইবাদত

অসুস্থতার জন‍্য গল টেস্টের একাদশে নেই মেহেদী হাসান মিরাজ। তিন বছরের মধ‍্যে এই প্রথম কোনো টেস্টে খেলছেন না তিনি। এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন‍্য অপেক্ষা বাড়ল ইবাদত হোসেনের। দলের দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

17 Jun 2025, 10:05 AM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সব টস হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের শুরুতে টস ভাগ‍্য পাল্টাল তাদের। টস জিতে ব‍্যাটিং নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

17 Jun 2025, 09:42 AM

নতুন চক্রে নতুন শুরুর আশায় বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেশ থাকতেই মাঠে গড়াচ্ছে নতুন চক্র। যা শুরু বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ দিয়ে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়েই শুরু হবে চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা। 

চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই। তবে সদ্য সমাপ্ত ২০২৩-২৫ চক্রে নিউ জিল্যান্ড, পাকিস্তান (দুবার) ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

এবার নতুন চক্রে জয়ের সংখ্যা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে ওঠার আশা বাংলাদেশের। 

সেই অভিযানে শুরুর ম্যাচে মেহেদী হাসান মিরাজকে নাও পেতে পারে বাংলাদেশ। অসুস্থতার কারণে শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলন করতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার। 

এছাড়াও ম্যাচজুড়েই রয়েছে বৃষ্টির চোখরাঙানি। প্রথম তিন দিনে ভারী বর্ষণের কথাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।