Published : 30 Mar 2025, 05:43 PM
মিচেল স্টার্কের শর্ট বলে ব্যাট চালিয়ে ঠিকমতো খেলতে পারলেন না ট্রাভিস হেড। তার গ্লাভসে লেগে বল জমা পড়ল কিপারের গ্লাভসে। মাথা নিচু করে ড্রেসিং রুমের পথে হাঁটা দিলেন বাঁহাতি ব্যাটসম্যান। দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দ্বৈরথে আরও একবার জয়ী হলেন বাঁহাতি পেসার স্টার্ক।
আইপিএলে রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১২ বলে ২২ রান করে আউট হন সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার হেড।
এই ম্যাচের আগে স্বীকৃত ক্রিকেটে সাতবার স্টার্কের মুখোমুখি হয়ে ২৯ বলে হেড করতে পারেন স্রেফ ৮ রান, ছিল না কোনো বাউন্ডারি। আউট হন পাঁচ বার, যার চারটিতে শূন্য রানে, তিনবার প্রথম বলে। পাঁচ আউটের চারটিতেই হন বোল্ড, একটিতে কট বিহাইন্ড।
ভীষণ বিবর্ণ সেই পরিসংখ্যান এবার উজ্জ্বল করার ইঙ্গিত দেন হেড। দিল্লির বিপক্ষে হায়দরাবাদ টস জিতে ব্যাটিং নেওয়ার পর ম্যাচের প্রথম বলে এক রান নিয়ে হেডকে স্ট্রাইক দেন আভিশেক শার্মা। স্টার্কের পরের দুই বলে দুটি চার মেরে শুরু করেন হেড। পরের বল বাউন্ডারি না হলেও পেয়ে যান দুই রান। এর পরের বলে হেডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন আভিশেক।
প্রথম ওভারে স্টার্কের ৪ বল খেলে ১০ রান নেন হেড। স্টার্কের পরের ওভারে স্ট্রাইক পাননি তিনি। এই ওভারে ইশান কিষান ও নিতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে জোড়া শিকার ধরেন স্টার্ক। পাওয়ার প্লেতে টানা তৃতীয় ওভারে বোলিংয়ে এসে এবার প্রথম বলে তিনি ফিরিয়ে দেন হেডকে।
সব মিলিয়ে স্টার্কের বিপক্ষে ৮ ম্যাচে ৩৪ বলে হেডের রান এখন ১৮, আউট ৬ বার। আইপিএলে ২ ম্যাচে ৭ বলে রান ১০, আউট দুবারই।
গত আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে স্টার্কের ২ বলে শূন্য রানে আউট হয়েছিলেন হেড।