ইংল্যান্ড-ভারত সিরিজ
Published : 24 May 2025, 08:25 PM
চোটপ্রবণ জাসপ্রিত বুমরাহকে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে চায় ভারত। অভিজ্ঞ এই পেসারের শরীরের ওপর বেশি চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই ইংল্যান্ডের সফরে তাকে সব টেস্টে না খেলানোর কথা ভাবছে উপমহাদেশের দলটি।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে পিঠের সমস্যা নিয়ে ফেরেন বুমরাহ। সেই চোটে লম্বা সময় তাকে থাকতে হয় মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই টুর্নামেন্টের তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত।
চলতি আইপিএলের শুরু দিকেই খেলতে পারেননি বুমরাহ। পরে মাঠে ফিরে অবশ্য ছন্দ খুঁজে পেতে খুব একটা সময় লাগেনি তারা। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.৩৯ রান দিয়ে ১৬ উইকেট নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার।
তবে আইপিএল আর টেস্ট তো এক নয়। তাই ইংল্যান্ড সফরে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পরিকল্পনা করছে ভারত। শনিবার টেস্ট সিরিজটির স্কোয়াড ঘোষণার পর বুমরাহকে সব ম্যাচে না পাওয়ার বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচক আজিত আগারকার।
“আমার মনে হয় না, তাকে (বুমরাহ) পাঁচ টেস্টেই পাওয়া যাবে, ফিজিও ও ডাক্তাররা আমাদের এমনই বলেছেন। চারটিও হতে পারে কিংবা তিনটি, সিরিজটি কেমন যায় এবং তার শরীর কীভাবে চাপ নিতে পারে সেটা দেখব আমরা।”
“সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বলার প্রয়োজন পড়ে না। যদি সে তিনটি বা চারটি টেস্টের জন্যও ফিট থাকে, তার মধ্যেই একটি বা দুটি টেস্ট জিতিয়ে দেবে। তাই সে ফিট থাকায় আমরা খুশি এবং অস্ট্রেলিয়ায় পাওয়া সেই চোট খুব বেশি খারাপ ছিল না। সে খেলার ফিরেছে, আমি জানি এই মুহূর্তে টি-টোয়েন্টিতে, তবে আইপিএলে সে যা করছে, আমরা দেখেছি। তাকে স্কোয়াডে রাখতে পেরেই আমরা খুশি।”
অস্ট্রেলিয়া সফরে রোহিত শার্মা ডেপুটি ছিলেন বুমরাহ। তার অনুপস্থিতিতে ওই সিরিজে দুটি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন তিনি- এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে, যে ম্যাচে দলের জয়ে বল হাতেও রেখেছিলেন বড় অবদান, আর সিডনিতে শেষ টেস্ট, ওই ম্যাচের মাঝপথে ছিটকে যান পিঠের চোটে।
চলতি মাসের শুরুতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শার্মা। তাতে এই সংস্করণে ভারতের অধিনায়কের পদটি ফাঁকা হয়ে পড়ে। আগারকার বলেছেন, চোটপ্রবণতা না থাকলে এখন পর্যন্ত তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়া বুমরাহই হতেন রোহিতের উত্তরসূরি।
সব দিক বিবেচনা করে, সর্বসম্মতিতে শুবমান গিলকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। আগারকার বলেছেন, এসব নিয়ে বুমরাহর সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
“বুমস (বুমরাহ অধিনায়কত্বের দৌড়ে ছিল), কারণ সে অস্ট্রেলিয়ায় নেতৃত্ব দিয়েছে, সহ-অধিনায়ক ছিল, কিন্তু যখন তাকে সব টেস্ট ম্যাচে পাওয়া যাবে না, তখন অধিনায়কের আলোচনায় তাকে রাখা যায় না। সে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা তাকে ফিট হিসেবে চাই। ১৫-১৬ জন ক্রিকেটারকে সামলতে সব সময়ই বাড়তি চাপ কাজ করে। সেটা আপনার থেকে অনেকটা শুষে নেয়। তার ওপর বাড়তি চাপ দেওয়া চেয়ে আমরা তার থেকে যতটা সম্ভব ভালো বোলিং আশা করব।”
“সে এটা জানে। আমাদের তার সঙ্গে কথা হয়েছে এবং তার কোনো সমস্যা নেই। সে জানে তার শরীরের অবস্থা কী। সে নিজের যত্ন নিতে এবং বোলিংয়ের জন্য ফিট থাকতে চায়।”
ইংল্যান্ডের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বুমরাহ। দেশটিতে ২৩.৭৮ গড় ও ৫১.৯০ স্ট্রাইক রেটে ৮ ম্যাচ খেলে ৩৭ উইকেট নিয়েছেন তিনি (২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদে)।