আইপিএল
Published : 15 May 2025, 10:45 PM
চোট কিছুতেই পিছু ছাড়ছে না মায়াঙ্ক ইয়াদাভের। ‘স্ট্রেসজনিত সমস্যা’ কাটিয়ে আইপিএলে দুই ম্যাচ খেলতেই আবারও ছিটকে গেছেন ভারতের গতিময় এই পেসার।
মায়াঙ্কের দুর্ভাগ্য উইল ও’রোকের জন্য সৌভাগ্য হয়ে এসেছে। প্রথমবারের মতো আইপিএলে খেলার হাতছানি নিউ জিল্যান্ডের এই পেসারের সামনে। মায়াঙ্কের বদলি হিসেবে তিন কোটি রুপির এই ক্রিকেটারকে দলে নিয়েছে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে মাঠের বাইরে ছিলেন ২২ বছর বয়সী মায়াঙ্ক। গণমাধ্যমের খবর, স্ট্রেসজনিত চোটে ভুগছিলেন তিনি। গত আইপিএলে ২০ লাখ রুপি পারিশ্রমিক পাওয়া ফাস্ট বোলারকে তবুও এবার ১১ কোটি রুপিতে ধরে রাখে লাক্ষ্ণৌ।
চোটের সঙ্গে সেই লড়াইয়ে জিতে ২৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মায়াঙ্ক। ওয়াংখেড়েতে সেদিন ৪০ রানে ২ শিকার ধরেন তিনি। পরে পাঞ্জাবের বিপক্ষে বাজে দিনে ৬০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের জেরে গত শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে দেয় বিসিসিআই। আগামী শনিবার থেকে নতুন সূচিতে পুনরায় শুরু হবে বাকি অংশ।
এর মাঝেই মায়াঙ্ককে নিয়ে ফের দুঃসংবাদ পেল লাক্ষ্ণৌ। আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে জানায়, আবারও পিঠে চোট পেয়েছেন তিনি। যা তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে দিয়েছে।
প্রাথমিক পর্বে তিন ম্যাচ বাকি আছে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা লাক্ষ্ণৌয়ের। আগামী সোমবার সানরাইজার্স হায়দরাবাদ, বৃহস্পতিবার গুজরাট টাইটান্স ও ২৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে দলটি।
আইপিএল তো বটেই, ২৩ বছর বয়সী ও’রোক প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৮০ রান দিয়ে ৩৭ উইকেট নিয়েছেন তিনি। নিউ জিল্যান্ডের জার্সিতে পাঁচ ম্যাচে পাঁচটি শিকার ধরেছেন ডানহাতি এই পেসার।
পাঞ্জাব কিংস দলেও বদল এসেছে। হ্যামস্ট্রিং চোটে অনেক আগেই আইপিএল থেকে ছিটকে পড়া নিউ জিল্যান্ড পেসার লকি ফার্গুসনের জায়গায় আরেক কিউই পেসার কাইল জেমিসনকে দলে যোগ করেছে তারা।
২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে খেলা জেমিসনের দ্বিতীয় আইপিএল দল হচ্ছে পাঞ্জাব। চার বছর আগের আসরে ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী এই পেসার।
জেমিসনকে দুই কোটি রুপিতে দলে টেনেছে পয়েন্ট টেবিলে তিনে থাকা পাঞ্জাব। প্রাথমিক পর্বে আগামী রোববার রাজস্থান রয়্যালস, ২৪ মে দিল্লি ক্যাপিটালস ও ২৬ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে।
প্লে-অফের জন্য জস বাটলারের বদলি হিসেবে কুসাল মেন্ডিসকে গুজরাট টাইটান্সের দলে টানার কথা নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৭৫ লাখ রুপিতে লঙ্কান কিপার-ব্যাটসম্যানকে নিয়েছে তারা।