Published : 13 Jun 2025, 05:14 PM
আট মাসের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে একরকম ব্রাত্য সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পারিপার্শ্বিকতায় জাতীয় দল থেকে দূরে তিনি। তবে এখনও দেশের ক্রিকেট তার হৃদয়ে। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ জানালেন, সাকিবের কাছ থেকে পেয়েছেন অনেক পরামর্শ।
গত মাসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরের প্লে-অফ পর্বে খেলতে লাহোর কালান্দার্সে নাম লিখিয়েছিলেন মিরাজ। একই দলে ছিলেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও সাকিব। তারকায় ঠাসা দলটির হয়ে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি মিরাজের।
তবে মাঠের বাইরে স্বদেশি দুই ক্রিকেটারের সঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন মিরাজ। প্রায় এক সপ্তাহ একসঙ্গে থাকার সৌজন্যে অনুশীলন ও অন্যান্য সময়ে সাকিবের সঙ্গে অনেক কথাই হয় তার। এর বেশিরভাগ জুড়েই ছিল বাংলাদেশের ক্রিকেট।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। অনেক প্রশ্নের মাঝে পিএসএলে সাকিবের সঙ্গে আলাপের প্রসঙ্গে অগ্রজ সতীর্থের কাছ থেকে পরামর্শ পাওয়ার কথা বলেন তিনি।
“সাকিব ভাইয়ের সঙ্গে পিএসএলে খেলেছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। তিনি অবশ্যই মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। নতুন ও উঠতি ক্রিকেটাররা যেন ভালো ক্রিকেট খেলে। তিনি বলেছেন, দল হিসেবে একত্রে খেলতে হবে। কারণ যখন বাংলাদেশ দলের সবাই একসঙ্গে পারফর্ম করে, তখন ফল পাওয়া শুরু হয়। এসব পরামর্শ তিনি দিয়েছেন ওই সময়।”
দেশের ক্রিকেটের উন্নতি নিয়ে ভাবলেও, সাকিব নিজে আবার কবে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, সেই উত্তর জানা নেই কারও। প্রায় দেড় যুগ বাংলাদেশের হয়ে খেলার পর গত বছরের অক্টোবর থেকে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
গত অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশে ফেরার কথা ছিল তার। যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। কিন্তু নিরাপত্তাশঙ্কার কারণে তখন দেশে আসা হয়নি তার।
শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের বিরুদ্ধে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিক্ষোভ কর্মসূচিও করে বিক্ষুদ্ধ জনতা। সব কিছু মিলিয়েই তখন থেকে পুরোপুরি অনিশ্চয়তায় তার ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার।
বিসিবির পক্ষ থেকে অবশ্য কয়েকবার বলা হয়েছে, সাকিবকে দলে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে। সবশেষ বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজ থেকেও চেষ্টা করেছেন। কিন্তু ফল মেলেনি।
তাই এখন সাকিবকে ছাড়াই চলছে বাংলাদেশ দলের যাত্রা।