Published : 14 May 2025, 12:20 PM
ভারতের সবশেষ ইংল্যান্ড সফরে রোহিত শার্মা ছিলেন দুর্দান্ত ফর্মে। ভিরাট কোহলি তো সেখানে দারুণ পারফর্ম করেছেন আগেই। এবার সফরের ঠিক আগে এমন অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে হারানো ভারতের সম্ভাবনায় বড় আঘাত বলে মনে করেন মইন আলি। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারের মতে, এই দুজন না থাকায় ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেড়ে গেছে অনেক।
পাঁচ দিনের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত ও সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান কোহলি। তাদের ফর্ম ও পড়তি পারফরম্যান্স নিয়ে অবশ্য আলোচনা ছিল অনেক দিন ধরে। তবে আগামী মাসের ইংল্যান্ড সফরে তাদের জায়গা নিয়ে টানাপোড়েন খুব একটা ছিল না। বরং দুজনের অভিজ্ঞতার ভরসা ছিল দল। কিন্তু দুজনই থামিয়ে দিয়েছেন সাদা পোশাকের পথচলা।
স্কাই স্পোর্টসকে মইন আলি বললেন, এমন দুজনের না থাকায় ইংল্যান্ডের আশার জায়গা এখন আরও বেশি।
“অবশ্যই এটা ইংল্যান্ডের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিচ্ছে। শীর্ষ মানের দুজন ক্রিকেটার, যারা আগেও কয়েকবার ইংল্যান্ড সফর করেছে, অভিজ্ঞতা তাদের আছে, এমন দুজনের না থাকা বড় ব্যাপার।”
“আমার মনে আছে, ভারত শেষবার যখন ইংল্যান্ড সফর করেছে, রোহিত খুব ভালো খেলেছে। তারা দুজন যে ধরনের মানসিকতার ক্রিকেটার, যে ধরনের নেতা তারা… দুজনই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছে, ভারতের জন্য এটা বিশাল ক্ষতি।”
২০২১ সালের ওই ইংল্যান্ড সফরে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬৮ রান করেছিলেন রোহিত ৫২.৫৭ গড়ে। বিরুদ্ধ কন্ডিশনে তার ব্যাটিংয়ের কার্যকারিতা নিয়ে সংশয়ও সেবার মাটিচাপা দিয়েছিলেন তিনি। কোহলি ওই সিরিজে খুব ভালো করতে পারেননি (২৭.৬৬ গড়ে ২৪৯ রান)। তবে ২০১৪ সালের সফরের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিয়ে ২০১৮ সালের সফরে ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান করে তিনি হয়েছিলেন সিরিজের সেরা।
রোহিতের বিদায়ের চেয়ে কোহলির অবসরই গোটা ক্রিকেটবিশ্বকে নাড়া দিয়েছে বেশি। তার বিদায়কে টেস্ট ক্রিকেটের জন্যই বড় শূন্যতা মনে করেন মইন।
“টেস্ট ক্রিকেটের জন্য এটা প্রবল আঘাত। সে ছিল টেস্ট ক্রিকেটের অগ্রপথিকদের একজন, সবসময় এই সংস্করণকে তুলে ধরত। অসাধারণ ক্রিকেটার, দুর্দান্ত ক্যারিয়ার তার।”
“সে যথেষ্ট করেছে… খেলাটির জন্য এত কিছু করেছে! বিশেষ করে ভারতে…। সাচিন টেন্ডুলকারের পর এই মানুষটির খেলা দেখতে লোকে মাঠে আসত ও স্টেডিয়াম ভরে উঠত। অসাধারণ তার রেকর্ড, দেখার জন্যও দুর্দান্ত ক্রিকেটার। তুমুল লড়িয়ে ঘরানার ক্রিকেটার, দারুণ এক অধিনায়কও। তার বিদায় টেস্ট ক্রিকেটের জন্য বড় ধাক্কা।”
ইংল্যান্ড সফরে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২০ জুন।