Published : 12 Jun 2025, 02:34 PM
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ স্কোয়াডে ওপেনার মাত্র দুজন। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রশ্ন তাই উঠছে ইনিংস সূচনার জন্য বিকল্প ক্রিকেটার নিয়ে। সরাসরি উত্তর না দিয়ে কৌতূহল জিইয়ে রাখলেন নাজমুল হোসেন শান্ত।
পূর্ণাঙ্গ সফরে দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবি লাল দলের হয়ে সাদমান ইসলামের সঙ্গে ইনিংস সূচনা করেন শান্ত। স্কোয়াডে আরেক বিশেষজ্ঞ ওপেনার এনামুল হক ওপেনিংয়ে নামেন বিসিবি সবুজ দলের হয়ে।
সাবলীল শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি শান্ত। চমৎকার কিছু শটে ৭ চারে ৩৯ বলে ৪০ রান করে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা সফরের টেস্টেও ওপেনিংয়ে নামবেন তিনি।
এখন পর্যন্ত ৩৫ টেস্টের ক্যারিয়ারে ৬ বার ওপেনিংয়ে নেমেছেন শান্ত। ২০২৩ সালের এপ্রিলের পর আর এই সংস্করণে ইনিংস সূচনা করেননি তিনি। কিন্তু স্কোয়াডে মাত্র দুজন ওপেনার থাকায় শান্তকে শ্রীলঙ্কা সফরে ওপেনিংয়ে দেখা যাবে কিনা সেটি নিয়েই এখন আলোচনা।
এই প্রসঙ্গে সবচেয়ে ভালো উত্তর দিতে পারতেন শান্ত নিজেই। তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে সরাসরি উত্তর দেননি বাংলাদেশ অধিনায়ক।
“এটা (ওপেনিংয়ে নামব কিনা) নিয়ে আসলে এখন এখানে বলতে চাই না। কারণ হলো প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। আমি যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত আছি। আমাদের আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। তো দলে বিকল্প আছে, দেখা যাক।”
টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে বোলিং বিভাগে ভারসাম্য রেখেছে বাংলাদেশ। চার পেসার ইবাদত হোসেন চৌধুরি, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে আছেন চার স্পিনার মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ।
শান্ত বললেন, ম্যাচের দিন একাদশের সমন্বয় দেখেই পাওয়া যাবে সকল প্রশ্নের জবাব।
“দল নিয়ে খুবই খুশি। দলে যেসব ক্রিকেটার চেয়েছি, শতভাগ পেয়েছি। অধিনায়ক হিসেবে তাই আমি খুশি। আপনি বললেন, ওপেনারের বিকল্প নেই। যখন খেলা শুরু হবে, তখনই বুঝতে পারবেন আমরা কী চিন্তা করে দলটা বানিয়েছি, বুঝতে পারবেন কেন দলে একটা ওপেনার কম।”
“কম্বিনেশনটা দেখলে সবার পক্ষে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।”