Published : 30 May 2025, 11:04 AM
নিউ জিল্যান্ড ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড ট্রিস্ট আর নেই। ৭৭ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন পরপারে।
মাত্র দুই বছর নিউ জিল্যান্ডের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে সেই সময়টাতেই কিউইরা পেয়েছিল তাদের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক সাফল্য। ২০০০ সালে আইসিসি নকআউট বিশ্বকাপে সেমি-ফাইনালে পাকিস্তানকে বিদায় করার পর ফাইনালে ক্রিস কেয়ার্নসের সেঞ্চুরিতে তারা হারায় ভারতকে। এখন এই টুর্নামেন্টের নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
নিউ জিল্যান্ডের প্রথম বৈশ্বিক শিরোপা ছিল সেটি। পরের ২০ বছরে সেটিই ছিল তাদের একমাত্র সাফল্য। পরে ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে কিউইরা।
খেলোয়াড়ি জীবনে ট্রিস্ট ছিলেন পেসার। তবে কখনও জাতীয় দলে খেলতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেও ক্যান্টারবুরির হয়ে খেলেছেন কেবল ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ আর ৬টি লিস্ট ‘এ।’
খেলা ছাড়ার পর কোচ হিসেবেই বেশি পরিচিত পান তিনি। নিউ জিল্যান্ড জাতীয় দলের আগে ক্যান্টারবুরি, দক্ষিণ আফ্রিকা, হংকং ও নেদারল্যান্ডসের কোচিং স্টাফে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৯ সালে স্টিভ রিক্সনের জায়গায় কিউইদের দায়িত্ব নেন।
২০০১ সালে জাতীয় দলের মেয়াদ শেষে তিনি ফিরে যান ক্রাইস্টচার্চে। সেখানে ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হিসেবে শুরু করেন নতুন অধ্যায়। তার জীবনের পথচলা থেমে গেল ক্রাইস্টচার্চেই।