Published : 14 Jun 2025, 09:44 PM
ম্যাচের শেষ দিকে টিভি ক্যামেরায় বেশ কবারই দেখানো হলো এবি ডি ভিলিয়ার্সকে। সঙ্গে ছিল তার দুই ছেলে। দক্ষিণ আফ্রিকার ২৭ বছরের আইসিসি ট্রফি-খরা কাটানোর সাক্ষী হলেন তিনি লর্ডসের গ্যালারি বসে। এইডেন মার্করাম, টেম্বা বাভুমাদের স্মরণীয় এই সাফল্যে খুবই উচ্ছ্বসিত সাবেক প্রোটিয়া অধিনায়ক।
লর্ডসের ফাইনালে শনিবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের (এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি) শুরুর আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের প্রথম বৈশ্বিক শিরোপা এটি।
২৮২ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরিতে ফাইনালের নায়ক মার্করাম। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে সেঞ্চুরিয়ানসহ গোটা দলকে অভিন্দন জানান ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ডি ভিলিয়ার্স।
“অভিনন্দন দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত জয় এবং এত ভালো খেলেছো! ম্যাচজয়ী সেঞ্চুরির জন্য মার্করামকে অভিনন্দন, আর এত ভালো নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন টেম্বাকে।”
“খেলাটির এই সুন্দর সংস্করণ দেখার কী অসাধারণ অভিজ্ঞতা! নাটকীয়তা, প্রতীক্ষা এবং সবশেষে মধুর জয় ছিল উপভোগ করার মতো মুহূর্ত। আমার দুই ছেলেকে সঙ্গে নিয়ে অভিজ্ঞতাটা রোমাঞ্চকর। এর চেয়ে ভালো কল্পনাও করতে পারতাম না।”
এই মাসের শুরুতে ১৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথমবারের মতো আইপিএল জয়ের স্বাদ পায় ডি ভিলিয়ার্সের সাবেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের পর ভিরাট কোহলিদের উদযাপনের সঙ্গী হন তিনি নিজেও। এবার নিজ দেশের ট্রফি-খরা কাটানোর সাক্ষী হলেন তিনি লর্ডসের গ্যালারিতে বসে।