Published : 15 Jun 2025, 10:35 PM
বল কোথায় ফেলবেন, সেটাই যেন বুঝতে পারছিলেন না লিয়াম ম্যাককার্থি। খরুচে বোলিংয়ের পরও তাকে দিয়ে কোটা পূরণ করালেন আয়ারল্যান্ড অধিনায়ক। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলারদের তালিকার উপরে উঠে গেল ম্যাককার্থির নাম।
টস হেরে রোববার ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের ম্যাথু হামফ্রেজ (৪ ওভারে ২/১৬) ছাড়া আর সবাই করেন খরুচে বোলিং। অন্তত ৫০ রান করে দেন বাকি চার বোলারের সবাই। ঝড়ের সবচেয়ে বড় ঝাপটা যায় ম্যাককার্থির ওপর দিয়ে।
৪ ওভারে ৮১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ম্যাককার্থি। মাত্র তিনটি বল ডট খেলাতে পারেন এই পেসার। পাঁচ ছক্কার সঙ্গে হজম করেন ১১টি চার। ৭৪ রানই আসে বাউন্ডারি থেকে!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে খরুচে বোলিং আছে কেবল একটি। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দিয়েছিলেন গাম্বিয়ার মুসা জোবার্তেহ।
টেস্ট খেলুড়ে কোনো দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং ম্যাককার্থিরই। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দিয়ে এতো দিন চূড়ায় ছিলেন কাসুন রাজিথা। এবার তিনি পেছনে পড়ে গেলেন।
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং ছিল ব্যারি ম্যাককার্থির। ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে তিনি দিয়েছিলেন ৬৯ রান।
৪৪ বলে আট ছক্কা ও সাত চারে ৯১ রানের বিস্ফোরক ইনিংসে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এভিন লুইস। তার সঙ্গে শতরানের উদ্বোধনী গড়া অধিনায়ক শেই হোপ চারটি করে ছক্কা ও চারে করেন ৫১ রান।
শেষের দিকে ৪টি করে ছক্কা ও চারে ২২ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে দলকে আড়াইশ রানে নিয়ে যান কেসি কার্টি।