Published : 17 Jun 2025, 04:33 PM
আইসিসি উইমেন’স ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টকে হটিয়ে সাড়ে পাঁচ বছর পর চূড়ায় উঠেছেন ভারতের এই ওপেনার।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন মান্ধানা। এক ধাপ পিছিয়ে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন উলভার্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ২৭ ও ২৮ রান করা উলভার্ট হারিয়েছেন ১৯ রেটিং পয়েন্ট। তার ও সিভার-ব্রান্টের পয়েন্ট ৭১৯।
৭২৭ পয়েন্ট নিয়ে চূড়ায় মান্ধানা। ২০১৯ সালের নভেম্বরের পর এই প্রথম শীর্ষে উঠলেন তিনি।
২৮ বছর বয়সী এই ব্যাটার গত বুধবার কলম্বোয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে উপহার দেন সেঞ্চুরি। তার ১১তম ওয়ানডে সেঞ্চুরি সেটি।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন ও অলরাউন্ডারদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার শীর্ষস্থান ধরে রেখেছেন।