সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৬২/৯
সংযুক্ত আরব আমিরাত: ১৯.১ ওভারে ১৬৬/৩
22 May 2025, 12:54 AM
সিরিজ হারল বাংলাদেশ
এক সময় ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পারে ৯ উইকেটে ১৬২ রান। এই রান নিয়ে খুব একটা লড়াই করতে পারল না তারা। আলিশান শারাফু ও আসিফ খানের ব্যাটে অনায়াসেই রান তাড়া করে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের ১৬২ রান তারা পেরিয়ে গেছে ৫ বল বাকি থাকতে।
তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে আরব আমিরাত।
৫১ বলে অবিচ্ছন্ন ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন শারাফু ও আসিফ। ৪৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৬৮ রান করেন শারাফু। পাঁচ ছক্কায় ৪১ রান করেন আসিফ।
এর আগে বাংলাদেশের মূল ক্ষতিটা করেন হায়দার আলি। ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সেই ধাক্কা সামাল দিলেও খুব বেশি রান করতে পারেনি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৬২/৯ (তানজিদ ৪০, পারভেজ ০, লিটন ১৪, হৃদয় ০, মেহেদি ২, জাকের ৪১, শামীম ৯, রিশাদ ০, তানজিম ৬, হাসান ২৬*, শরিফুল ১৬*; রাজা ৪-০-২৭-১, পারাশার ৩-০-২৪-১, মাতিউল্লাহ ৪-০-৪১-২, হায়দার ৪-১-৭-৩, সাঘির ৪-০-৩৬-২, ওয়াসিম ০.৫-০-২৩-০, শারাফু ০.১-০-৩-০)
সংযুক্ত আরব আমিরাত: ১৯.১ ওভারে ১৬৬/৩ (ওয়াসিম ৯, জোহাইব ২৯, শারাফু ৬৮*, রাহুল ১৩, আসিফ ৪১*; মেহেদি ৪-০-৩৬-০, শরিফুল ৪-০-২৪-১, হাসান ৩.১-০-৩৩-০, তানজিম ৪-০-৪০-১, রিশাদ ৪-০-৩২-১)
22 May 2025, 12:35 AM
জীবন পেলেন শারাফু
থিতু ব্যাটসম্যানকে ফেরানোর সুযোগ কাজে লাগাতে পারলেন না তানজিদ হাসান। রিশাদ হোসেনের বলে ক্যাচ ছেড়ে দিলেন তিনি, ছক্কায় পঞ্চাশ স্পর্শ করলেন আলিশান শারাফু।
৩৮ বলে ক্যারিয়ারের অষ্টম পঞ্চাশে যান শারাফু।
ওভারের শেষ ৩ বলে রিশাদকে দুই ছক্কা মেরে সমীকরণ সহজ করে দিলেন আসিফ খান। তার দ্বিতীয় ছক্কায় জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
১৬ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ৩ উইকেটে ১২৯। ৪০ বলে শারাফুর রান ৫৫। ১৪ বলে আসিফ খেলছেন ১৯ রানে।
22 May 2025, 12:06 AM
তানজিমের দারুণ স্লোয়ারে ফিরলেন রাহুল
পানি বিরতির পর প্রথম ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। তানজিম হাসানের দারুণ স্লোয়ারে ফিরলেন রাহুল চোপড়া।
তানজিমের স্লোয়ার বাউন্সারে দ্বিধা নিয়ে খেলে ক্যাচ তুলে দেন রাহুল। অনেকটা সামনে এসে চমৎকার ক্যাচ নেন শামীম হোসেন।
১২ বলে এক ছক্কায় রাহুল করেন ১৩ রান।
১১ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ৩ উইকেটে ৮৬। ক্রিজে আলিশান শারাফুর সঙ্গী আসিফ খান।
22 May 2025, 12:00 AM
মাঝপথে চাপে বাংলাদেশ
ব্যাটিংয়ের সময় মাঝপথে চাপে ছিল বাংলাদেশ, বোলিংয়েও পরিস্থিতি একইরকম।
১০ ওভারে কেবল দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাত করতে পেরেছে ৭৬ রান।
শেষ ১০ ওভারে ৮৭ রান প্রয়োজন স্বাগতিকদের, হাতে আছে ৮ উইকেট।
শিশিরের জন্য বল ধরতে বেশ সমস্যা হচ্ছে বোলারদের। সে কারণেই ১০ ওভারের মধ্যে ৬ ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য শেখ মেহেদি হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন ২ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
২০ বলে ২২ রানে খেলছেন আলিশান শারাফু। ১১ বলে রাহুল চোপড়ার রান ১৩।
21 May 2025, 11:50 PM
আক্রমণে এসেই রিশাদের আঘাত
অষ্টম ওভারে আক্রমণে এসেই সাফল্য পেলেন রিশাদ হোসেন। দারুণ এক ডেলিভারিতে মুহাম্মদ জোহাইবকে বোল্ড করে জমে যাওয়া জুটি ভাঙলেন তরুণ লেগ স্পিনার।
লেগ-মিডল স্টাম্পে পিচ করে স্পিন করে লেগ স্টাম্পের মাথা ছুঁয়ে যায় বল। লেগে ঘুরানোর চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি জোহাইব।
বাঁহাতি ওপেনারের বিদায়ে ভাঙল ৩৫ বল স্থায়ী ৪৪ রানের জুটি।
২৩ বলে তিন চার ও দুই ছক্কায় জোহাইব করলেন ২৯ রান।
৮ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ২ উইকেটে ৬১। ক্রিজে আলিশান শারাফুর সঙ্গী রাহুল চোপড়া।
21 May 2025, 11:41 PM
পাওয়ার প্লেতে ১ উইকেট
মুহাম্মদ ওয়াসিম দ্রুত ফিরলেও দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শুরুতে উইকেট নিলেও পরে আর ভালো করতে পারছেন না বাংলাদেশের বোলাররা।
৬ ওভারে স্বাগতিকদের রান ১ উইকেটে ৫০। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৪৯।
২০ বলে ২৮ রানে খেলছেন মোহাম্মদ জোহাইব। ১১ বলে আলিশান শারাফুর রান ১১।
21 May 2025, 11:25 PM
বিপজ্জনক ওয়াসিমকে ফেরালেন শরিফুল
আগের দুই ম্যাচে ফিফটি করা মুহাম্মদ ওয়াসিমকে এবার বেশিক্ষণ টিকতে দিলেন না শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারেই বিপজ্জনক ওপেনারকে ফেরালেন তিনি।
বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করে স্লিপে ক্যাচ দেন ওয়াসিম। সেখানে কোনো ভুল করেননি তানজিদ হাসান।
৬ বলে দুই চারে ৯ রান করেন ওয়াসিম।
২ ওভারে সংযুক্ত আরব আমিরাতের রান ১ উইকেটে ১৬। ক্রিজে মুহাম্মদ জোহাইবের সঙ্গী আলিশান শারাফু।
21 May 2025, 11:09 PM
হাসান-শরিফুলের দারুণ ইনিংস
১২ বলে ৩৪ রানের ঝড়ো জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করেছে বাংলাদেশ। শেষ ওভার থেকে এসেছে ২৬ রান।
শেষ দুটি জুটিতে বাংলাদেশ যোগ করেছে ৭৮ রান।
৭ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রান করেন শরিফুল। জাকের আলিকে দারুণ সঙ্গে দেওয়ার পর ঝড় তুলে ১৫ বলে ২৬ রান করেন হাসান।
এর আগে তানজিদ হাসানের বিস্ফোরক ইনিংসের পরও ১৪ ওভারে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ। ৪১ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে টানেন জাকের। বাকিটা সারেন হাসান ও শরিফুল।
৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা করেন বাঁহাতি স্পিনার হায়দার আলি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৬২/৯ (তানজিদ ৪০, পারভেজ ০, লিটন ১৪, হৃদয় ০, মেহেদি ২, জাকের ৪১, শামীম ৯, রিশাদ ০, তানজিম ৬, হাসান ২৬, শরিফুল ১৬; রাজা ৪-০-২৭-১, পারাশার ৩-০-২৪-১, মাতিউল্লাহ ৪-০-৪১-২, হায়দার ৪-১-৭-৩, সাঘির ৪-০-৩৬-২, ওয়াসিম ০.৫-০-২৩-০, শারাফু ০.১-০-৩-০)
21 May 2025, 11:02 PM
ওয়াসিমের দুই বিমার
শেষ ওভারটি করতে এসে দুটি বিমার করে বসলেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম।
প্রথম বলে বিমারে ছক্কা হজম করেন তিনি। শেষ বল করতে এসে করেন আরেকটি বিমার। তাতে ওভার অসমাপ্ত রেখেই বোলিং থেকে সরে যেতে হলো।
৫ বলে ওয়াসিম দেন ২৩ রান। ওভার শেষ করেন আলিফু শারাফু, দৌড়ে ৩ রান নেন দুই ব্যাটসম্যান।
21 May 2025, 10:54 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন জাকের
ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে ডাইভ দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন জাকের আলি। একটুর পরপর ফিজিওর সাহায্য নিতে হচ্ছিল তার। কিন্তু চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়াই চালিয়ে যান তিনি। সেই লড়াই শেষ হলো ছক্কার চেষ্টায়।
সাঘির খানকে ছক্কা মারার পর এর পুনরাবৃত্তির চেষ্টায় জুহাইব খানের হাতে ধরা পড়েন জাকের। ভাঙে ২৬ বল স্থায়ী ৪৪ রানের জুটি। ম্যাচে এটাই বাংলাদেশের সেরা জুটি। এছাড়া কেবল একটি জুটি জুটি যেতে পারে বিশের ঘরে।
৩৪ বলে তিন ছক্কা ও এক চারে জাকের করেন ৪১ রান।
১৯ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৩৬। ক্রিজে গিয়েই ছক্কা মেরেছেন শরিফুল ইসলাম। ক্রিজে তার সঙ্গী হাসান মাহমুদ।
21 May 2025, 10:23 PM
ছক্কার চেষ্টায় অক্কা তানজিম
একশর আগেই বাংলাদেশের গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগল তানজিম হাসানের বিদায়ে। সাঘির খানকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন তিনি।
অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বাউন্সারে বড় শটের চেষ্টায় সফল হননি তানজিম। লং অনে সহজ ক্যাচ নেন মুহাম্মদ ওয়াসিম। তানজিম ১২ বলে ফেরেন ৬ রান করে।
১৪ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৮৪। ক্রিজে জাকের আলির সঙ্গী হাসান মাহমুদ।
21 May 2025, 10:11 PM
ফ্লাড লাইট বিভ্রাট
কয়েক মিনিটের জন্য স্বস্তি পেল বাংলাদেশ। ফ্লাড লাইট বিভ্রাটে বন্ধ থাকল খেলা। ইনিংসের বাকি সময়টুকু কীভাবে খেলা যায়, তানজিম হাসানের সঙ্গে সেই আলোচনা সেরে নেওয়ার সুযোগ পেলেন জাকের আলি। নিদারুণ ব্যাটিং ব্যর্থতার ইনিংসে তিনিই টিকে আছেন দলের আশা হয়ে।
21 May 2025, 10:03 PM
ব্যর্থতার মিছিলে রিশাদও
ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন রিশাদ হোসেনও। দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরলেন শূন্য রানে।
মাতিউল্লাহ খানের স্টাম্প তাক করে ডেলিভারি লেগে ঘুরানোর চেষ্টায় সফল হননি রিশাদ। ফেরেন এলবিডব্লিউ হয়ে।
রিশাদ খেলতে পারেন কেবল ২ বল।
১১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৭১। ক্রিজে জাকের আলির সঙ্গী তানজিম হাসান।
21 May 2025, 10:00 PM
টিকলেন না শামীমও
পানি বিরতির পর প্রথম বলেই উইকেট হারাল বাংলাদেশ। মাতিউল্লাহ খানের অফ স্টাম্পের বাইরের সাদামাটা ডেলিভারিতে কটবিহাইন্ড হয়ে গেলেন শামীম হোসেন।
মাতিউল্লাহর অফ স্টাম্পের অনেক বাইরের বলে অনায়াসে বাউন্ডারি পেতে পারতেন শামীম। কিন্তু ঠিক মতো বলের লাইনেই যেতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বল যায় কিপারের গ্লাভসে।
১২ বলে এক চারে শামীম করেন ৯ রান।
১০.১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৬৯। ক্রিজে জাকের আলির সঙ্গী রিশাদ হোসেন।
21 May 2025, 09:54 PM
মাঝপথে চালকের আসনে আরব আমিরাত
যে উইকেটে দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে হেরেছিল বাংলাদেশ, সেই উইকেটে এবার রান করতেই ভুগছে লিটন দাসের দল। তাদের নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ১০ ওভারেই চালকের আসনে বসে গেছে সংযুক্ত আরব আমিরাত।
১০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৯। ১১ বলে ৯ রানে খেলছেন শামীম হোসেন। জাকের আলির রান ৯ বলে ৩। তাদের জুটিতে ১২ রান এসেছে ২০ বলে।
ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানই বাংলাদেশের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যান। এই পরিস্থিতি থেকেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার সামর্থ্য তাদের আছে।
21 May 2025, 09:42 PM
তানজিদের বিদায়ে মহাবিপদে বাংলাদেশ
সতীর্থদের আশা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলছিলেন তানজিদ হাসান। সপ্তম ওভারে আকিফ রাজার তিন বলের মধ্যে মেরেছিলেন দুটি চার। কিন্তু চতুর্থ বলে লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি এই ওপেনার।
অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারি চমকে দেয় তানজিদকে। ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।
১৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৪০ রান করেন তানজিদ। ইনিংসে সব রানই তিনি করেন বাউন্ডারি থেকে।
৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৭। ক্রিজে জাকের আলির সঙ্গী শামীম হোসেন।
21 May 2025, 09:36 PM
ফের ব্যর্থ মেহেদি
প্রথম ম্যচে পাঁচে নেমে ৫ বলে খেলে ২ রান করেছিলেন শেখ মেহেদি হাসান। এক ম্যাচ পর একাদশে ফিরে এবার ৯ বল খেলে ফিরলেন সেই ২ রানে।
আগের ওভারে জোড়া শিকার ধরা হায়দার আলির বলের লাইনেই যেতে পারেননি মেহেদি। স্টাম্প তাক করে করা ডেলিভারি জায়গা করে নিয়ে খেলার চেষ্টায় ফেরেন বোল্ড হয়ে।
৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৯ রান। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী জাকের আলি।
21 May 2025, 09:31 PM
শূন্যতে ফিরলেন হৃদয়
তিন বলের মধ্যে দুই উইকেট পেলেন হায়দার আলি। বাঁহাতি স্পিনারের মিডল স্টাম্পে পড়ে স্পিন করে বেরিয়ে যাওয়া ডেলিভারি এগিয়ে এসে লেগে খেলতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। বলের লাইন মিস করেন তিনি, লাগে প্যাডে।
এলবিডব্লিউর দীর্ঘ আবেদনের শেষটায় সাড়া দেন আম্পায়ার। আউট দিয়েছেন বিশ্বাসই হচ্ছিল না হৃদয়ের। ভীষণ হতাশা নিয়ে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের দুই জন আউট হলেন শূন্য রানে। পারভেজ হোসেন খেলতে পেরেছিলেন এক বল, হৃদয় খেললেন দুই বল।
ওভারের বাকি ৩ বল ডট খেলেন পাঁচে নামা শেখ মেহেদি হাসান।
টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট পাওয়ার দিনে ডাবল উইকেট-মেডেন নেন হায়দার।
৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩১।
21 May 2025, 09:25 PM
টিকলেন না লিটন
হায়দার আলির অফ স্টাম্পের বাইরের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারলেন না লিটন দাস। প্যাডে লাগতেই এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।
দীর্ঘ সময় অপেক্ষা করে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়লেন লিটন।
১০ বলে একটি করে ছক্কা ও চারে ১৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
৩.১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
21 May 2025, 09:13 PM
গোল্ডেন ডাক পারভেজ
সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে সতর্কতার জন্য বাইরে ছিলেন পারভেজ হোসেন। তৃতীয় ম্যাচে ফিরে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন বাঁহাতি এই ওপেনার।
ধ্রুভ পারাশারের ডেলিভারি স্লটেই ছিল। বড় শটই খেলেছিলেন পারভেজ। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। লং অফে সহজ ক্যাচ নেন নেন আলিশান শারাফু।
ম্যাচের প্রথম ওভারে আকিফ রাজাকে চারের পর ছক্কায় ওড়ান তানজিদ হাসান। আরেক প্রান্তে তেমন কিছু করতে চেয়ে পারলেন না পারভেজ। শুরুতেই ভাঙল উদ্বোধনী জুটি।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৩। ক্রিজে তানজিদের সঙ্গী লিটন দাস।
21 May 2025, 08:47 PM
আরব আমিরাত দলে দুই পরিবর্তন
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দলে দুটি পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দলে এসেছেন আকিফ রাজা ও ইথান ডি সোজা। বাদ পড়েছেন আরিয়ানশ শার্মা ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ।
প্রথম দুই ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন জাওয়াদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে একটু খরুচে ছিলেন বাঁহাতি এই পেসার। চোটের জন্য তার বাদ পড়া স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। ব্যাট হাতে ভালো করতে পারেননি কিপার-ব্যাটসম্যান আরিয়ানশ।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আকিফ রাজা, ইথান ডি, সোজা, আসিফ খান, ধ্রুভ পারাশার, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাঘির খান।
21 May 2025, 08:40 PM
পারভেজের সঙ্গে ফিরলেন মেহেদি-হাসান
সতর্কতার জন্য দ্বিতীয় টি-টোয়েন্টিতে না খেলা পারভেজ হোসেন ফিরলেন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ানের সঙ্গে একাদশে এলেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও পেসার হাসান মাহমুদ।
অভিষেকে বাজে বোলিংয়ের পর বাদ পড়লেন গতিময় পেসার নাহিদ রানা। জায়গা হারালেন নাজমুল হোসেন শান্ত ও তানভির ইসলাম।
পিঠের চোটের জন্য বিবেচনায় আসতে পারেননি সৌম্য সরকার। পুরো সিরিজেই তাই বাইরে থাকতে হলো অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যানের।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ।
21 May 2025, 08:34 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা তিন ম্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিন ম্যাচেই ফিল্ডিং নিলেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম।
21 May 2025, 08:04 PM
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ
জয়ের পরও প্রথম ম্যাচে আক্ষেপের কিছু জায়গা ছিল বাংলাদেশের। পরের ম্যাচে বোলিং ও ফিল্ডিংয়ে অসংখ্য ভুলের মাশুল দিয়ে দুইশ ছাড়ানো লক্ষ্য দিয়েও হেরে গেছে অভাবনীয়ভাবে। লিটন দাসের দলের সামনে এখন সিরিজ জয়ের চ্যালেঞ্জ।
শারজাহতে বুধবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
দুই ম্যাচে বড় রানই করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শেষ দিকের দারুণ বোলিংয়ে স্বস্তির জয় তুলে নেয় সফরকারীরা। পরের ম্যাচেও সেই পথেই ছিল তারা। কিন্তু শেষ দুই ওভারের বিস্ময়কর বাজে-বোলিং ফিল্ডিংয়ে হেরেই যায় তারা।
অভাবনীয় জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টিতে এখনও নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে ফেরা বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।