Published : 15 Jun 2025, 09:51 PM
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে ছিটকে গেছেন পেসার ব্রেন্ডান ডগেট। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন আরেক পেসার শন অ্যাবট।
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সফরসঙ্গী রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ডগেট। ক্যারিবিয়ানে মূল দলের অংশ হওয়ার কথা ছিল তার। কিন্তু এখন তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন।
৩১ বছর বয়সী এই পেসারের নিতম্বে ‘হালকা’ চোটের কথা রোববার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এবারের শেফিল্ড শিল্ডের ফাইনালে ১১ উইকেট নিয়ে সাউথ অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ডগেট কাউন্টি ক্রিকেটে ডারহামের হয়েও ভালো পারফর্ম করছিলেন। ক্যারিবিয়ানে টেস্ট অভিষেকের সম্ভাবনা ছিল তার। কিন্তু অপেক্ষা বাড়ল।
ডগেটের মতো অ্যাবটেরও টেস্ট অভিষেক হয়নি এখনও। অস্ট্রেলিয়ার হয়ে ২৮ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলে ফেলা ৩৩ বছর বয়সী এই পেসার বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ছিলেন। তার আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দলেও ডাক পেয়েছিলেন।
তাকে সেই সব দুর্ভাগ্যজনক খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়, যারা এখনও টেস্ট ক্যাপ পাননি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য গত মাসে ঘোষিত দলেরই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন টেস্টের সিরিজে খেলার কথা তখনই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট-তীর্থ বলে পরিচিত লর্ডসের ফাইনালে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় আগের চক্রের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ক্যারিবিয়ানে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু আগামী ২৫ জুন। প্রথম টেস্ট বারবাডোজে, পরের দুটি গ্রেনাডা ও জ্যামাইকায়।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার, শন অ্যাবট।