Published : 30 May 2025, 08:05 PM
বাংলাদেশ ক্রিকেটে এখন অমীমাংসিত অধ্যায় সাকিব আল হাসান। প্রায় আট মাস ধরে জাতীয় দলের বাইরে তিনি। বাংলাদেশের জার্সিতে আবার তাকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরও অজানা। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও স্পষ্ট কিছু বললেন না।
গত সেপ্টেম্বরে ভারত সফরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। পরে অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশেই ফিরতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার।
সাকিবের বিদায়ী টেস্ট তাই খেলা হয়নি। এছাড়া চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনাও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। কিন্তু কোনো ইচ্ছাই পূরণ হয়নি। উল্টো ভারত সফরের পর থেকে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
মূলত গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনিশ্চয়তা শুরু হয় সাকিবকে নিয়ে। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও নিরাপত্তা শঙ্কার বার্তা পাওয়ায় দুবাই থেকেই ফেরত যান দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার।
তবে সাকিবকে দলে পাওয়ার সম্ভাবনা কখনও উড়িয়ে দেয়নি বিসিবি। চলতি বছরের শুরুতে বিসিবির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিবকে নিয়ে ‘আরেকবার চেষ্টা’ করবেন তিনি। তবে কোনো ইতিবাচক ফল মেলেনি। সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ।
সাকিবকে দলে না রাখার ব্যাখ্যায় তখন অবশ্য বোলিংয়ে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। গত মার্চে সেই নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পান সাকিব। চলতি মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রায় ৬ মাস পর স্বীকৃত ক্রিকেটেও ফিরেছেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।
তবু সাকিবকে ছাড়াই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে বিশেষজ্ঞ অলরাউন্ডারের অভাবে ভুগছে দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিসিবি সভাপতি হিসেবে বুলবুল দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে তাই এলো সাকিবের দলে ফেরার প্রসঙ্গ। সরাসরি কোনো বার্তা না দিয়ে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন নতুন সভাপতি।
“আমরা সবাই টেনশনে আছি। (পাকিস্তানের বিপক্ষে) আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আমাদের দলে বেশ কজন অলরাউন্ডার আছে। সাকিবের ব্যাপারটা হলো, সে তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।”
“আমাদের ক্রিকেট বোর্ডে যে নির্বাচক কমিটি আছে, তারা দেখবে। আমাদের দল নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে। নির্বাচকরা সেটা অনুসরণ করবে। সেটা আমরা সম্মান করব।”